• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • জাপানে উৎপাদক মূল্য সূচকে অব্যাহত পতন

    যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য বিরোধ জাপানে অনুভূত হওয়া অব্যাহত থাকা অবস্থায় এই বিরোধ অর্থনীতির মুখ্য সূচককে নিচের দিকে ঠেলে দিচ্ছে।

    ব্যাংক অব জাপান বলছে সেপ্টেম্বর মাসে ব্যাংকের উৎপাদক মূল্য সূচক এক বছর আগের থেকে ১.১ শতাংশ হ্রাস পেয়েছে। এটা হচ্ছে টানা চার মাসের পতন।

    লৌহ এবং অন্যান্য টুকরো ধাতুর বেলায় ২৭ শতাংশ এবং কয়লা জাতীয় পণ্যে ১২ শতাংশ হ্রাস পায়।

    আরেকটি মুখ্য সূচকও নেতিবাচক ঘরে অবস্থান করে। কেবিনেট অফিস বলছে আগস্ট মাসে যন্ত্রপাতির ক্রয়-আদেশ আগের মাসের চাইতে ২.৪ শতাংশ কমে যায়।

    বড় ধরণের উঠানামার প্রবণতা দেখা যাওয়া জাহাজ নির্মাণ ও বৈদ্যুতিক যন্ত্রপাতি খাতকে এই হিসাবের বাইরে রাখা হয়।

    নির্মাণ খাতে যন্ত্রপাতি এবং তথ্য সেবা খাতে কম্পিউটারের জন্য আদেশ কমে যাওয়ায় অনুৎপাদনী খাতের ক্রয় আদেশ হ্রাস পেয়েছে ৮ শতাংশ। উৎপাদনী খাতের ক্রয় আদেশ এক শতাংশ হ্রাস পায়।

    তাইফুন হাগিবিস পূর্ব জাপানে ভূমিতে আঘাত হানতে পারে

    সামুদ্রিক ঝড় তাইফুন হাগিবিস প্রচণ্ড বেগের দমকা হাওয়া ও ভারী বৃষ্টিপাত নিয়ে এসে শনিবার পূর্ব জাপানে ভূমিতে আঘাত হানতে পারে।

    জাপানের আবহাওয়া এজেন্সি আজ জানায় যে বিশাল ও প্রচণ্ড শক্তিশালী তাইফুন প্রশান্ত মহাসাগরে ওগাসাওয়ারা দ্বীপের কাছে অবস্থান করছিল এবং উত্তর দিকে সেটা সরে আসছে।

    পূর্ব ও পশ্চিম জাপানের প্রশান্ত মহাসাগর উপকূলের অদূরে শুক্রবার ঝড়ের অবস্থা প্রত্যাশা করা হচ্ছে।

    তাইফুনের গতিপথের উপর নির্ভর করে পূর্ব জাপানে শনিবার থেকে রোববার পর্যন্ত ঝড় বয়ে যেতে পারে।

    আবহাওয়া কর্মকর্তারা বলছেন তাইফুনের সাথে আসা আর্দ্র হাওয়া শুক্রবার বিকেল থেকে বায়ুমণ্ডলের পরিস্থিতি অস্থিতিশীল করে তুলবে।

    শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টা সময়ে ইযু দ্বীপমালায় ১২০ মিলিমিটার পর্যন্ত এবং কান্তো, তোকাই ও কানসাই অঞ্চলে ১০০ মিলিমিটারের মত বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়।