• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • সবচেয়ে বড় মশা

    Posted by admin on October 23
    Posted in Uncategorized 

    সবচেয়ে বড় মশা

    বিশ্বের সবচেয়ে বড় মশার সন্ধান পাওয়া গেল চীনে। হলোরুশিয়া মিকাডো প্রজাতির এই মশাটির পাখার দৈর্ঘ্য ১১ দশমিক ১৫ সেন্টিমিটার, অর্থাৎ ৪ ইঞ্চিরও বেশি। এটি সাধারণ মশা থেকে অন্তত ১০ গুণ বড়। এর শরীর প্রায় ২ ইঞ্চি লম্বা। গত আগস্টে দেশটির সিচুয়ান প্রদেশের কিনচেং পর্বতে ঘুরতে যেয়ে এই মশার সন্ধান পান পশ্চিম চীনের পতঙ্গ জাদুঘরের প্রধান সংরক্ষক জাও লি। কিন্তু, এই আবিস্কারের খবর প্রকাশের আগে তিনি মশাটি নিয়ে গবেষণা করতে চেয়েছিলেন ও নিশ্চিত হতে চেয়েছিলেন যে, এটি আসলেই বিশ্বের সবচেয়ে বড় মশা। জাও লি জানান, এই প্রজাতির মশা রক্ত খায় না। তারা খুব কম দিন বেঁচে থাকে। মূলত ফুলের রস খেয়ে এরা জীবনধারণ করে থাকে। বিশ্বে হাজার হাজার প্রজাতির মশা রয়েছে। এদের মধ্যে মাত্র ১০০ প্রজাতির মশা রক্ত পান করে জীবন ধারণ করে।

    উল্লেখ্য, ১৮৭৬ সালে জাপানে জন ওবাদিয়া এই হলোরুশিয়া মিকাডো প্রজাতির মশা প্রথম আবিষ্কার করেন। ওই মশার পাখার দৈর্ঘ্য সাধারণত ৮ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। সূত্র: নিউইয়র্ক পোস্ট।

    আজ জাপানের সম্রাট নারুহিতোর অভিষেক অনুষ্ঠিত