• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • পেরুতে জাপানী বিশ্ববিদ্যালয়ের নাসকা লাইন আবিস্কার

    নাসকা লাইন’ সম্পর্কে গবেষণায় নিয়োজিত একটি জাপানী বিশ্ববিদ্যালয়ের গবেষণা দল, পেরুতে আরও ১৪৩টি জিও গ্লাইফস বা ভূপৃষ্ঠে আঁকা নকশা আবিষ্কার করেছে।

    অধ্যাপক মাসাতো সাকাইএর নেতৃত্বাধীন ইয়ামাগাতা বিশ্ববিদ্যালয়ের এই গবেষণা দল, গতকাল একথা ঘোষণা করে।

    দলটি গত গ্রীষ্মকাল পর্যন্ত তিন বছর, সরু রাস্তাগুলি বরাবর এসব নাসকা লাইন খুঁজে বেড়াচ্ছিল।

    এসব নাসকা লাইনে মানুষ, পাখি এবং বিড়ালের মত চতুষ্পদ বিশিষ্ট জন্তুর নকশা দেখা যায়। এগুলোর আকার, ৫ থেকে ১শ মিটার পর্যন্ত বিস্তৃত হয়। এগুলো, খ্রিষ্ট পূর্ব ১শ থেকে ৩শ শতাব্দীর মধ্যে তৈরি করা হয় বলে মনে করা হয়।

    গবেষকরা বলেন যে, তাঁরা তথ্য বিশ্লেষণের জন্য একটি তথ্য প্রযুক্তি কোম্পানির উদ্ভাবিত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করেন।

    তাঁদের বিশ্লেষণে, মাথায় তিনটি সাজ সম্বলিত মানব আকারের জিনিষগুলো আবিষ্কার করা হয়। তাঁরা বলেন যে, জিও গ্লাইফস আবিষ্কারের ক্ষেত্রে এই প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নেয়া হয়।

    সাকাই বলেন যে, এ ধরনের গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তা যে অতি কার্যকরী তা’ তাঁরা জানতে পারেন। তিনি বলেন যে, তাঁরা একটি নাসকা লাইন মানচিত্র তৈরি করতে চান এবং এই সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় সহায়তা করার পাশাপাশি এসব নাসকা লাইন কেন সৃষ্টি করা হয়েছিল তা’ বিশ্লেষণ করবেন।

    ইনিংস পরাজয়ের পথে বাংলাদেশ

    ইন্দোর টেস্টের দ্বিতীয় দিন শেষে ৩৪৩ রানের লিড নিয়ে ফিরেছিলো স্বাগতিক ব্যাটসম্যানরা। হাতে ছিলো তখনো ৬ উইকেট। সেই অবস্থায় সকাল সকাল ইনিংস ঘোষণার সিদ্ধান্ত নেন বিরাট কোহলি। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আরেকদফা হোঁচট খেয়েছেন সফরকারীরা। ৪৪ রানেই হারিয়েছে টপ অর্ডারের চার ব্যাটসম্যানকে। ইনিংস পরাজয় এড়াতে এখনো প্রয়োজন ২৯৯ রান। যা মুশফিক-মুমিনুলদের জন্য দুঃসাধ্য, অলীক কল্পনায় বটে।

    দ্বিতীয় দিন শেষে ৬ উইকেটে ভারতের সংগ্রহ ছিলো ৪৯৩ রান। সেই অবস্থায় স্বাগতিকদের সবচেয়ে সফল ব্যাটসম্যান ডাবল সেঞ্চুরিয়ান মায়াঙ্ক আগারওয়াল বলছিলেন, বাংলাদেশকে আরো যত বেশি চাপে ফেলা যায়, সেই চেষ্টা করবেন তারা।

    তবে চাপ বাড়ানোর জন্য নতুন করে আর কোনো রানের প্রয়োজন মনে করেননি বিরাট কোহলি। উল্টো বাংলাদেশকে ব্যাটে পাঠিয়ে চাপে ফেলে দিয়েছেন স্বাগতিক অধিনায়ক। সকালের পিচে উমেশ যাদব, ইশান্ত শর্মা ও মোহাম্মদ শামিদের বলে প্রতিরোধই গড়তে পারেননি সফরকারী ব্যাটসম্যানরা।

    এর আগে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে গুঁটিয়ে যায় সফরকারী বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন মুশফিকুর রহিম।