• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • ইতিপূর্বে সর্বোচ্চ মেয়াদে কাজ করা জাপানি প্রধানমন্ত্রীর সমকক্ষ হয়েছেন শিনযো আবে

    জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবের ক্ষমতার সর্বমোট মেয়াদ একশ বছরেরও বেশি আগে তারো কাতসুরার স্থাপন করা দেশের প্রধানমন্ত্রী হিসেবে সবচেয়ে দীর্ঘ মেয়াদে দায়িত্ব পালনের রেকর্ডের সমান হয়েছে।

    সর্বমোট ২ হাজার ৮শ ৮৬দিন দায়িত্বে থেকে আজ আবে এই মাইলফলক অর্জন করেন।

    চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিহিদে সুগা আবের এই কৃতিত্বের জন্য দায়িত্ব পালনকালে তার অর্জনগুলোর ভূমিকার কথা উল্লেখ করেন।

    জাপান সরকারের এই শীর্ষ মুখপাত্র বলেন, আবে অর্থনীতিকে প্রাধান্য দিয়ে আর্থিক, রাজস্ব এবং আঞ্চলিক পুনরুজ্জীবন কর্মসূচি সমূহ বাস্তবায়ন করেছেন।

    ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতা হিসেবে আবের মেয়াদ ২০২১ সালের সেপ্টেম্বর মাসে শেষ হবে।

    তিনি সাংবিধানিক পরিবর্তন, অর্থনৈতিক পুনরুজ্জীবন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির সংস্কারে কাজ করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

    মহাশূন্যের চিনি হয়তো পৃথিবীতে প্রাণের বিকাশ ঘটিয়ে থাকতে পারে

    জাপানি গবেষকরা জানিয়েছেন যে, উল্কাপিণ্ডের মধ্যে আটকে থাকা চিনি তারা খুঁজে পেয়েছেন।

    তোহোকু বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ইয়োশিহিরো ফুরুকাওয়া’র নেতৃত্বাধীন একটি দল অস্ট্রেলিয়া থেকে পাওয়া একটি সহ তিনটি উল্কাপিণ্ডের টুকরো বিশ্লেষণ করে।

    গবেষকরা বলছেন, তারা এই উদ্দেশ্যে উদ্ভাবন করা একটি পদ্ধতি ব্যবহার করে দু’টি উল্কাপিণ্ডের টুকরোর মধ্যে রাইবোজ এবং অন্য ধরনের চিনি শনাক্ত করতে সফল হন।

    রাইবোজ হচ্ছে আর,এন,এ,-র একটি উপাদান। আর এই আর,এন,এ, হচ্ছে ডি,এন,এ, থেকে নির্দেশ বহন করা অণুর এক চেইন।

    গবেষকরা এও বলছেন, তারা এর কার্বন আইসোটোপের অনুপাত থেকে এটা নিশ্চিত করেন যে, এই চিনির উৎস হচ্ছে মহাশূন্য।

    দলটির ধারণা, এই চিনি উল্কাপিণ্ডগুলোর মূল গ্রহাণুতে রাসায়নিকভাবে ৪০০ কোটি বছরেরও বেশি আগে গঠিত হয়েছিল।

    বিজ্ঞানীরা এর আগে মহাশূন্যে সাধারণ অ্যামিনো এসিড শনাক্ত করেছেন, তবে চিনি কখনও শনাক্ত করেননি।

    ফুরুকাওয়া বলছেন, এইসব উল্কাপিণ্ডের বহন করা রাইবোজ হয়তো পৃথিবীতে জীবন সৃষ্টিতে সাহায্য করে থাকতে পারে।