• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • ৯ বছর বয়সেই স্নাতক!

    Posted by admin on November 18
    Posted in Uncategorized 

    ৯ বছর বয়সেই স্নাতক!

    মাত্র নয় বছর বয়সে স্নাতক সম্পন্ন করতে যাচ্ছে বেলজিয়ামের বিস্ময় বালক লরেন্ট সিমনস। চলতি বছরের ডিসেম্বরে নেদারল্যান্ডের এডিনহোভেন ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক শেষ করার কথা রয়েছে সিমনসের। যদি তাই হয় তাহলে সিমনসই হবে বিশ্বের সর্বকনিষ্ঠ গ্র্যাজুয়েট।

    ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, অধিকাংশ মানুষের আইকিউ যেখানে ৯০ থেকে ১১০ এর মধ্যে সেখানে সিমনসের আইকিউ ১৪৫। হাই স্কুলের সিলেবাস শেষ করতে তার লেগেছিল মাত্র আঠারো মাস!

    সিমনস যে আর আট-দশটা শিশুর চেয়ে ভিন্ন তা প্রথম বুঝতে পারে তার দাদ-দাদী। তবে তার বাবা-মা তা কানে তুলেননি। পরে স্কুলের শিক্ষকদের কথায় বিশ্বাস করেন যে তাদের সন্তান অমিত প্রতিভাধর।

    তারপর থেকে সিমনসকে তারা চলতে দিয়েছেন নিজের মতো করে। ডাক্তার বাবা ছেলেকে নিজের মতো একজন ডাক্তার রূপে দেখতে চাননি। ছেলের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রতি আগ্রহ দেখে তাকে সে বিষয়েই পড়তে দিয়েছেন। যার ফলাফল ছেলের এই অভাবনীয় সাফল্য।

    সিমনস সিএনএনকে বলেন, তার পরবর্তী পরিকল্পনা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপর পিএইচডি ডিগ্রি নেওয়া এবং পাশাপাশি মেডিসিনে স্নাতক সম্পন্ন করা। সিমনস স্বপ্ন দেখে একদিন সে কৃত্রিম হৃদযন্ত্র তৈরি করবে, আবিষ্কার করবে নতুন নতুন সব জিনিস।

    সিমনসের প্রতিভার খবর ছড়িয়ে পড়েছে চারদিকে। বিশ্বের নামী বিশ্ববিদ্যালয়গুলো ইতোমধ্যে তার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।

    এর আগে সবচেয়ে কম বয়সে স্নাতক শেষ করেছিল আমেরিকার মিকেল কারনে। মাত্র দশ বছর বয়সে ইউনিভার্সিটি অব আলাবামা থেকে স্নাতক শেষ করেছিল সে।

    জাপানি অভিনেত্রী এরিকা সাওয়াজিরির অবৈধ মাদক ব্যবহারের স্বীকারোক্তি

    তদন্তের ঘনিষ্ঠ সূত্রগুলো, জাপানী অভিনেত্রী এরিকা সাওয়াজিরি মাঝেমাঝে অবৈধ মাদক ব্যবহারের বিষয় স্বীকার করেন বলে জানিয়েছে।

    পুলিশ, কৃত্রিম মাদক এমডিএমএসহ অবৈধ বস্তু রাখার সন্দেহে গ্রেফতার করার একদিন পর আজ সাওয়াজিরিকে সরকারী কৌঁসুলির দপ্তরে প্রেরণ করে।

    সূত্রগুলো জানায় যে, ৩৩ বছর বয়সী অভিনেত্রী টোকিওর একটি এপার্টমেন্টে পাওয়া মাদকগুলো তাঁর নিজের বলে স্বীকার করেন।

    তদন্তকারীরা, এসকল মাদক কিভাবে পেয়েছেন সে বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদের পরিকল্পনা করছে।