• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • জাপান কীভাবে পরিচ্ছন্ন দেশ হয়ে উঠল

    শিক্ষার্থীরা ধৈর্য সহকারে তাদের শিক্ষকের কথা শুনছে। শিক্ষকের শেষ কথাগুলো ছিল : ‘ওকে, সবাই শোনো আজকের ক্লিনিং রোস্টার। প্রথম ও দ্বিতীয় সারি শ্রেণিকক্ষ পরিষ্কার করবে। তৃতীয় ও চতুর্থ করিডোর, সিঁড়ি আর পঞ্চম লাইনে যারা আছ, তারা টয়লেটগুলো পরিষ্কার করবে।’ পঞ্চম সারি থেকে কিছুটা গুঞ্জনের শব্দ আসলেও শিশুরা উঠে দাঁড়াল এবং ক্লাসরুমের পেছনে রাখা সব উপকরণ নিয়ে টয়লেটের দিকে দৌড়ে গেল।

    এটি জাপানি স্কুলগুলোর একটি পরিচিত দৃশ্য। এই দেশে যারা প্রথমবার যান, তারা অবাক হন কীভাবে দেশটি এতো পরিষ্কার পরিচ্ছন্ন হলো। চলতে ফেরতে গিয়ে তারা দেখেন, কোথাও ময়লা ফেলার ডাস্টবিন নেই এবং পরিচ্ছন্নতা কর্মীও চোখে পড়ে না। তাহলে এত পরিষ্কার কীভাবে? এর সহজ উত্তর হলো অধিবাসীরাই দেশকে পরিচ্ছন্ন রাখে। হিরোশিমার একজন সরকারি কর্মকর্তা মাইকো আওয়ানে বলেন, ‘বছরের স্কুলজীবনে, এলিমেন্টারি থেকে হাই স্কুল পর্যন্ত, শিক্ষার্থীদের প্রতিদিনের রুটিনে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিতে হয়। আমাদের নিজেদের ব্যবহার্য জিনিস ও থাকার স্থান পরিষ্কার রাখতে বাড়িতে বাবা-মা শিক্ষা দেন।’ তিনি আরো বলেন, ‘আমরা জাপানিরা অন্যদের কাছ আমাদের ভাবমূর্তির বিষয়ে খুবই স্পর্শকাতর। আমরা চাই না কেউ আমাদের খারাপ ভাবুক।’

    জাপানে পরিচ্ছন্নতার কিছু কিছু ঘটনা ভাইরাল হয়েছে। ২০১৪ ও ২০১৮ সালের ফুটবল বিশ্বকাপে জাপানের খেলা শেষে সমর্থকদের স্টেডিয়াম পরিষ্কার করার ঘটনা বিশ্বকে আলোড়িত করেছিল। খেলোয়াড়ও ড্রেসিংরুম ছাড়ার আগে সেটি পরিষ্কার করে রেখেছিল। ফিফার কর্মকর্তা প্রিসিলা জানসেনস টুইট করেছিলেন, ‘সব টিমের জন্য এটা দারুণ অনুকরণীয়।’

    জাপানের নতুন মূল স্টেডিয়ামের নির্মাণ কাজ শেষ

    আসন্ন ২০২০ সালের টোকিও অলিম্পিক এবং প্যারালিম্পিকের মুল স্টেডিয়ামের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।

    আজ দুপুরে, নতুন জাতীয় স্টেডিয়ামটির পরিদর্শন শেষ হয়। তিন বছর আগে শুরু হয়ে এ মাসের মাঝামাঝি সময়ে নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পর এই পরিদর্শনের আয়োজন করা হয়।

    এই স্টেডিয়ামে ঐতিহ্যবাহী জাপানি নির্মাণ কৌশলকে কাজে লাগানো হয় এবং দেশের ৪৭টি জেলার প্রত্যেকটির কাঠ ব্যবহার করা হয়েছে।

    ত্রিতল বিশিষ্ট স্টেডিয়ামের প্রায় ৬০ হাজার আসনের উপর প্রায় ৬০ মিটার দীর্ঘ আংশিক ছাদ রয়েছে।

    অলিম্পিকের উদ্বোধনী ও সমাপ্তি অনুষ্ঠান এবং বিভিন্ন অ্যাথলেটিক ক্রীড়া প্রতিযোগিতা মূল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

    এই জাতীয় স্টেডিয়ামের নির্মাণ ব্যয় হচ্ছে ১৫ হাজার ২৯০ কোটি ইয়েন বা প্রায় ১৪০ কোটি ডলার, তার অর্থ হচ্ছে এই প্রকল্পের জন্য ব্যয় সরকারের বাজেটের চেয়ে কম ছিল।

    প্রাক্কলিত উচ্চ ব্যয় এবং অন্যান্য কারণে স্টেডিয়ামটির নকশা, প্রাথমিক পরিকল্পনা পরে আবার নতুন করে তৈরি করা হয়।

    ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে এক সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করা হবে এবং তারপর জনগণকে দেখানোর জন্য আরও একটি অনুষ্ঠানের ব্যবস্থা করা হবে।

    আগামী ১লা জানুয়ারি ফুটবলের ‘এম্পেরার্স কাপের’ ফাইনাল খেলাটিই হবে এই স্টেডিয়ামের প্রথম স্বাগতিক ক্রীড়া অনুষ্ঠান।