• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • মহাকাশে তৈরি হল গরুর মাংস

    একটি বিফ-স্টেকে যত পরিমাণ মাংস থাকে ততটা পরিমাণ মাংস কৃত্রিম পদ্ধতিতে তৈরি করেছেন বিজ্ঞানীরা। মাংসখণ্ডটি পৃথিবীতে উৎপাদন করা হয়নি, উৎপাদন করা হয়েছে ভূপৃষ্ঠ থেকে ২৪৮ কিলোমিটার ওপরে ভাসমান আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে এবং কোনও প্রাণীকে হত্যা না করেই।

    আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের রাশিয়ার অংশে চলতি বছরের সেপ্টেম্বর মাসের ২৬ তারিখে এই ঐতিহাসিক পরীক্ষাটি হয়। রাশিয়ান মহাকাশচারী ও জীববিজ্ঞানী ওলেগ স্ক্রিপোচকা পরীক্ষাটি করেন। জীবিত গোরুর দেহ থেকে একটি ছোট্ট টিস্যুকে বৈজ্ঞানিক পদ্ধতিতে সুস্থ ও জীবন্ত রেখে নিয়ে যাওয়া হয়েছিল মহাকাশে। সেই জীবন্ত টিস্যুটির বায়োপ্রিন্টিং ঘটান বিজ্ঞানী ওলেগ স্ক্রিপোচকা।

    জীবাণুমুক্ত পরিবেশে কোনও জীবদেহ থেকে নেয়া কলা বা টিস্যুকে কৃত্রিমভাবে পুষ্টি দিয়ে আয়তনে বাড়ানোর পদ্ধতির নাম টিস্যু কালচার। যেটি নতুন কোনও পদ্ধতি নয়। বহু লুপ্তপ্রায় উদ্ভিদকে সংরক্ষণ করা, প্রাণীর দেহের কোনও ক্ষতিগ্রস্থ টিস্যুকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া, এমনকি ডিম্বাশয়ের টিস্যু থেকে ডিম্বানু তৈরির মতো ঘটনা ঘটিয়েছে বিজ্ঞান। টিস্যু কালচারের সাহায্যে। এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষক ইভলিন টেলফার ও তার টিম এই অসাধ্যসাধন করেছিলেন ২০১৮ সালে। এই টিস্যু কালচার পদ্ধতিরই আরেকটা রুপ হলো বায়ো-প্রিন্টিং। এই পদ্ধতিতে একটি থ্রি-ডি বায়ো-প্রিন্টার মেশিনের মধ্যে প্রাণীকোশ বা কলার কৃত্রিম বৃদ্ধি ঘটানো হয়। এর মধ্যে কোষের বৃদ্ধিতে সাহায্যকারী বিভিন্ন উপাদান মেশানো থাকে।

    জীবন্ত টিস্যুটির কোষগুলি অনবরত বিভজিত হতে থাকে বায়ো-প্রিন্টার মেশিনে থাকা বিশেষ তরলে। সাহায্য করে করে চুম্বক শক্তি। ফলে ক্রমশ আকারে বাড়তে থাকে টিস্যুটি। মাত্র দু’সপ্তাহের মধ্যে তৈরি হয়ে যায় বিফ-স্টেক করার উপযুক্ত বড়সড় একটি স্বাভাবিক মাংসখণ্ড এবং এটি পেতে কোনও প্রাণীকে হত্যা করতে হয়নি। বায়োপ্রিন্টিং পদ্ধতিতে তৈরি মাংসের বৈশিষ্ট্য হলো এই মাংস জীবাণুমুক্ত হবে।

    বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবীতেও তারা এই পরীক্ষা চালিয়েছিলেন। তবে পৃথিবীর চেয়ে মহাকাশে মাংসখণ্ডটি দ্রুত বৃদ্ধি পায়। এর কারণ হিসেবে তারা মহাকাশে মাধ্যাকর্ষণের অনুপস্থিতিকে দেখিয়েছেন। মাধ্যাকর্ষণের প্রভাবে পৃথিবীতে টিস্যুটির নিচের দিকের কোশের বৃদ্ধি ও বিভাজন হয়। কিন্তু মহাকাশে টিস্যুর সব দিকের কোষ একসাথে বিভাজিত হয় বলে মাংসখণ্ডটি সব দিকে একসঙ্গে ও দ্রুত বাড়তে থাকে। সূত্র: নিউজ ১৮।

    জিসোমিয়া নবায়নে দক্ষিণ কোরিয়াকে আহ্বান জানাবেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী

    মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এস্‌পার দক্ষিণ কোরিয়াকে জাপানের সাথে গোয়েন্দা তথ্য ভাগাভাগি ক’রে নেওয়ার চুক্তি এমাসে পরের দিকে নবায়ন না করার সিদ্ধান্তটি পুনরবিবেচনা করতে আহ্বান জানাবেন বলে আশা করা হচ্ছে।

    পেন্টাগনের মুখপাত্র জোনাথন হফম্যান বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন প্রতিরক্ষা মন্ত্রী সওলে দক্ষিণ কোরীয় প্রতিরক্ষা মন্ত্রী চিওন গিয়োন দোও’র সঙ্গে বৈঠকে এই চুক্তির বিষয়ে আলোচনা করবেন।

    হফম্যান বলেন আগামী বুধবার থেকে প্রতিরক্ষা মন্ত্রী এশিয়ার চারটি দেশ দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন ও ভিয়েতনাম সফর শুরু করবেন। সেসময় চুক্তি সংক্রান্ত বিষয়টি নিয়ে তিনি আলোচনা করবেন।

    হফম্যান মার্কিন নীতি অবস্থানের পুনরুল্লেখ করে বলেন উত্তর কোরিয়া ও চীনকে মোকাবেলার জন্য জাপান, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে যে ত্রিপক্ষীয় সহযোগিতা সেটি ক্ষতিগ্রস্ত হবে যদি ২৩শে নভেম্বর চুক্তিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়।

    গোয়েন্দা তথ্য ভাগাভাগি করে নেওয়ার জন্য সংক্ষেপে জিসোমিয়া নামে পরিচিত এই চুক্তির পূর্ণরূপ হোল জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট বা সামরিক তথ্যের সাধারণ নিরাপত্তা সংক্রান্ত চুক্তি।

    থাইল্যান্ডে এসপার, চিওন এবং জাপানের প্রতিরক্ষা মন্ত্রী তারো কোনো’র মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠক আয়োজনের প্রস্তুতিও চলছে।