জাপানি অভিনেত্রী এরিকা সাওয়াজিরির অবৈধ মাদক ব্যবহারের স্বীকারোক্তি
তদন্তের ঘনিষ্ঠ সূত্রগুলো, জাপানী অভিনেত্রী এরিকা সাওয়াজিরি মাঝেমাঝে অবৈধ মাদক ব্যবহারের বিষয় স্বীকার করেন বলে জানিয়েছে।
পুলিশ, কৃত্রিম মাদক এমডিএমএসহ অবৈধ বস্তু রাখার সন্দেহে গ্রেফতার করার একদিন পর আজ সাওয়াজিরিকে সরকারী কৌঁসুলির দপ্তরে প্রেরণ করে।
সূত্রগুলো জানায় যে, ৩৩ বছর বয়সী অভিনেত্রী টোকিওর একটি এপার্টমেন্টে পাওয়া মাদকগুলো তাঁর নিজের বলে স্বীকার করেন।
তদন্তকারীরা, এসকল মাদক কিভাবে পেয়েছেন সে বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদের পরিকল্পনা করছে।





















