• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • নাকামুরার মৃত্যুতে জড়িত থাকার দায়ে দু’ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ

    আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে মন্ত্রণালয়টির কর্মকর্তারা জাপানি ডাক্তার এবং মানবাধিকার কর্মী তেৎসু নাকামুরার নির্মমভাবে গুলিতে নিহত হওয়ার সাথে জড়িত দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে।

    এনএইচকে’র কাছে এই তথ্য প্রকাশ করে মন্ত্রণালয় আরও জানায় যে ঘটনাটি সম্পর্কে এই দুই ব্যক্তি কিছু জেনে থাকতে পারে।

    নানগারহারের পূর্বাঞ্চলীয় প্রদেশ জালালাবাদে গত বুধবার দু’টি গাড়িতে করে কর্মীদেরসহ যাত্রাপথে নাকামুরা গুলিতে নিহত হন। এ ঘটনায় অপর পাঁচজনও মারা যান।

    জাপানের বেসরকারি সংগঠন পেশোয়ার-কাইয়ের স্থানীয় প্রতিনিধি ছিলেন নাকামুরা।

    তদন্ত কর্মকর্তারা জানিয়েছে যে সশস্ত্র একটি দল নাকামুরার গাড়ির জন্য অপেক্ষমাণ ছিল এবং তার পথ আটকে গুলি ছোঁড়ে।

    নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা যায় সন্দেহভাজনরা দু’টি সাদা গাড়িতে চড়ে ঘটনাস্থল ত্যাগ করে।

    সেচ ব্যবস্থা নির্মাণ এবং অন্যান্য অবদানের মাধ্যমে কয়েক দশক ধরে আফগানিস্তানে জনগণের জীবনমানের উন্নয়নে নাকামুরা কাজ করেছিলেন।

    আফগান কর্মকর্তারা এবং স্থানীয় অধিবাসীরা তার অবদানের প্রশংসা করেন।

    দেশে পৌঁছেছে আফগানিস্তানে নিহত জাপানী চিকিৎসকের মরদেহ

    আফগানিস্তানে নিহত জাপানী চিকিৎসক ও মানবিক কর্মীর মরদেহ আজ রাতে জাপানে এসে পৌঁছেছে।

    গত বুধবার তেৎসু নাকামুরা, আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের জালালাবাদ শহরে ওঁত পেতে থাকা অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হন।

    গতকাল তাঁর মরদেহ বহনকারী একটি বিমান কাবুল ত্যাগ করে।

    বিমানবন্দরে আয়োজিত এক অনুষ্ঠানে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি, নাকামুরার বিধবা স্ত্রী নাওকো এবং তাঁর কন্যা আকিকোর কাছে শোক প্রকাশ করেন। প্রেসিডেন্ট এবং একদল সেনা নাকামুরার শবাধার বহন করেন।

    ঘানি, এটি একটি দুঃখজনক দিন ছিল বলে উল্লেখ করেন। তিনি, আফগানিস্তানের দরিদ্র জনগণের জীবনযাত্রার উন্নয়ন এবং দেশটিকে শক্তিশালী করতে নিজের জীবন ব্যয় করে আসা নাকামুরাকে একজন মহান ব্যক্তি হিসেবে অভিহিত করেন।

    নাকামুরার শবাধার বহনকারী বিমানটি, টোকিওর অদূরে অবস্থিত নারিতা বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার আগে আজ সকালে দুবাইয়ে সাময়িক যাত্রা বিরতি করে।

    ত্রিমুখী ভালবাসায় জাপানি পেঙ্গুইনদের ঘটনাবহুল জীবন!

    ত্রিমুখী ভালবাসা, মান অভিমান ও বিচ্ছেদের আগুনে পুড়ে ছারখার জাপানি পেঙ্গুইনদের জীবন! কথাগুলো শুনে যে কোন টিভি সোপ অপেরার কথা মনে হতে পারে, কিন্তু বাস্তবে জাপানের কিয়োটা অ্যাকুরিয়ামে বাস করা পেঙ্গুইনদের সম্পর্কের গল্প এটি। তাদের ভালবাসা ও বিচ্ছেদের কাহিনী গতবছরও মন কেড়েছিল দর্শকদের। আর সে কারণেই এবার অ্যাকুরিয়াম কর্তৃপক্ষ তাদের পরস্পরের সম্পর্ক নিয়ে তৈরি করেছে একটি ম্যাপ!

    অরিক্স গ্রুপের এই অ্যাকুরিয়ামটির মুখপাত্র শোকো ওকুদা জানায়, ‘পেঙ্গুইনদের জীবনযাপন আমাদের মানুষদের মতই। তাদের প্রত্যেকের নিজস্বতা রয়েছে, তাদের সম্পর্কেও রয়েছে নিজস্বতার প্রভাব। গত বছর পেঙ্গুইনদের ম্যাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয়তা পায়। আর সে কারণেই এ বছরও আমরা ম্যাপ প্রকাশ করেছি।

    কিছু কিছু পেঙ্গুইনের খুব বাজে স্বভাব থাকার পরও এবারের রিলেশন ম্যাপকে ‘সুন্দর ও সুখী’ বলে ঘোষণা করেছে কিয়োটা অ্যাকুরিয়াম।

    এই ম্যাপে পেঙ্গুইনদের সম্পর্কের পাঁচটি বিষয়কে প্রাধান্য দিয়ে প্রকাশ করা হচ্ছে। এখানে লাল রেখা দিয়ে প্রকাশিত ‘হৃদয়’ চিহ্নটি বর্তমান ভালবাসার সম্পর্ককে নির্দেশনা করছে এবং ‘ভাঙ্গা হৃদয়’ যুক্ত নীল লাইন প্রকাশ করছে কার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে। প্রশ্নবোধক চিহ্ন দিয়ে যে বেগুনি রঙের লাইনে ‘হৃদয়’ চিহ্ন দেয়া, তার অর্থ তাদের সম্পর্ক বেশ জটিল অবস্থায় রয়েছে যা বন্ধুত্বের থেকেও বেশি কিছু। হলুদ লাইন বন্ধুত্বের চিহ্ন এবং সবুজ লাইন শত্রুর।

    স্বদেশের পথে আফগানিস্তানে নিহত জাপানী চিকিৎসকের মরদেহ

    আফগানিস্তানে গুলিতে নিহত জাপানি চিকিৎসক ও মানবিক কর্মীর মরদেহ তাঁর পরিবারের সদস্যদের সাথে আজ দেশের পথে রওয়ানা হয়েছে।

    গত বুধবার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় জালালাবাদে, তেৎসু নাকামুরা ওঁত পেতে থাকা একটি অজ্ঞাত সশস্ত্র দলের গুলিতে নিহত হন।

    গতকাল, নিহত চিকিৎসকের মরদেহ গ্রহণ করতে নাকামুরার বিধবা স্ত্রী নাওকো এবং তাঁর কন্যা আকিকো আফগানিস্তানের রাজধানী কাবুলে গিয়ে পৌঁছান।

    আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি, শোক জানাতে তাঁদের সঙ্গে প্রেসিডেন্টের দপ্তরে সাক্ষাৎ করেন। ঘানি, হত্যাকারীদের শনাক্ত এবং গ্রেফতার করা আফগান কর্তৃপক্ষের দায়িত্ব বলে তাঁদের অবহিত করেন।

    নাকামুরা, সেচের জন্য নালা তৈরিসহ বিভিন্ন ধরণের পুনঃনির্মাণ প্রকল্পে সহযোগিতা ও মানবিক সহায়তা দেয়ার জন্য দীর্ঘদিন ধরে আফগানিস্তানে অবস্থান করে এসেছেন।

    চলতি বছর অক্টোবরে তিনি, প্রথম বিদেশী হিসেবে আফগানিস্তানের সম্মানিত নাগরিকত্ব লাভ করেন।

    আফগানিস্তানের পুলিশ, সশস্ত্র দলটি দেশের ভেতরে ও বাইরে নিজেদের পরিচিতি বৃদ্ধির লক্ষ্যে সুপরিচিত এই চিকিৎসককে লক্ষ্য করে হামলা চালায় বলে ধারণা করছে।

    আগামীকাল, নাকামুরার মরদেহ জাপানে এসে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

    এলফাবেট থেকে পদত্যাগ করেছেন গুগলের যৌথ দুই প্রতিষ্ঠাতা

    গুগলের যৌথ দুই প্রতিষ্ঠাতা বিশাল আকারের মার্কিন আই টি কোম্পানির অভিভাবক প্রতিষ্ঠান এলফাবেটে তাঁদের নেতৃত্বের ভূমিকা থেকে সরে দাঁড়াচ্ছেন।

    কোম্পানির সেই দায়িত্ব তারা এখন গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাইয়ের কাছে হস্তান্তর করবেন।

    এলফাবেট গতকাল জানায় যে প্রধান নির্বাহীর পদ থেকে ল্যারি পেইজ এবং প্রেসিডেন্টের পদ থেকে সের্গেই ব্রিন পদত্যাগ করছেন। পিচাই এখন গুগল এবং এলফাবেট উভয় প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

    পেইজ এবং ব্রিন এক যৌথ বিবৃতিতে বলেছেন সহজ ব্যবস্থাপনা কাঠামোর সময় এখন এসেছে। তারা বলেন কোম্পানি পরিচালনার ভাল উপায় থাকা অবস্থায় কখনও তারা নিজেদের ভূমিকা ধরে রাখেন নি।

    পেইজ ও ব্রিন দুই কোম্পানির পরিচালনা বোর্ডের সদস্য থাকবেন এবং উপদেষ্টা হিসেবে পিচাইকে সমর্থন দেয়া অব্যাহত রাখবেন।

    টোকিও শেয়ার বাজারে নিক্কেই সূচকের মূল্য হ্রাস

    টোকিও শেয়ার বাজারে মুখ্য নিক্কেই গড় সূচক বুধবার নিম্ন মূল্যে দিন শেষ করেছে।মঙ্গলবার দিন শেষের তুলনায় ২৪৪ পয়েন্ট হ্রাস পেয়ে, নিক্কেই সূচক ২৩ হাজার ১৩৫ পয়েন্টে আজ দিন শেষ করে।বাজার বিশ্লেষকরা বলছেন, চীনের সাথে বাণিজ্য আলোচনা সমাপ্ত করার কোন সময়সীমা নেই বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য থেকে এই আলোচনা প্রত্যাশার থেকে বেশি দীর্ঘায়িত হওয়ার আভাস পাওয়া যাচ্ছে। কেউ কেউ ধারণা করছেন যে চীনা আমদানির বিরুদ্ধে অতিরিক্ত শুল্ক আরোপের পদক্ষেপ নিতে পারে যুক্তরাষ্ট্র।

    এর ফলে বাণিজ্যিক প্রতিষ্ঠানের ফলাফল নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে এবং এই কারণেই নিক্কেই সূচকের মূল্য অল্প সময়ের জন্য ৩০০ পয়েন্টের বেশি হ্রাস পায়।

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সফল উপাচার্য প্রফেসর ড. এম আব্দুস সোবহান 

    রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের দ্বিতীয় বৃহতম বিশ্ববিদ্যালয়। ১৯৫৩ সালে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে এ যাবৎ ২৩ জন বিশিষ্ট শিক্ষাবিদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেছেন। প্রফেসর . এম আব্দুস সোবহান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৩ তম উপাচার্য।  তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত দুইবার উপাচার্য হিসেবে নির্বাচিত হয়েছেন। প্রফেসর এম আব্দুস সোবহান ১৯৫৩ সালে নাটোরের বৈদ্যবেলঘরিয়ায় জন্মগ্রহণ করেন।  তিনি রাজশাহী বোর্ড থেকে ১৯৬৯ সালে এসএসসি ও ১৯৭১ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৪ সালে ফলিত পদার্থবিজ্ঞান বিষয়ে বিএসসি অনার্স ও ১৯৭৫ সালে ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেক্ট্রনিক্স বিষয়ে এমএসসি ডিগ্রি লাভ করেন। শিক্ষা জীবনে সকল পরীক্ষায় তিনি (এইচ.এস.সি পরীক্ষায় ষ্ট্যান্ডসহ) প্রথম বিভাগ ও প্রথম শ্রেণি অর্জন করেন।
    ১৯৭৯ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে যোগ দেন ও ১৯৯৭ সালে প্রফেসর পদে উন্নীত হন। ১৯৯২ সালে তিনি অস্ট্রেলিয়ার নিউক্যাস্ল বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট রিসার্চ স্কলারশিপ-এ পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর গবেষণার ক্ষেত্র হচ্ছে, এক্সপেরিমেন্টাল সারফেস ফিজিক্স, কনডেন্সড ম্যাটার ফিজিক্স, সোলার এনার্জি ও থিন ফিল্মস।
    প্রফেসর সোবহান বিভিন্ন সময়ে দেশ-বিদেশে বেশ কয়েকটি আন্তর্জাতিক সম্মেলন ও সেমিনারে সভাপতিত্বসহ অংশগ্রহণ করেন। এ যাবত তাঁর একটি পাঠ্যপুস্তকসহ উল্লেখযোগ্যসংখ্যক গবেষণা প্রবন্ধ বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে। এছাড়াও তিনি বেশ কয়েকটি গবেষণা তত্ত্বাবধান করেছেন।
    অধ্যাপনার পাশাপাশি বিভিন্ন সময়ে তিনি বিভাগীয় সভাপতি, বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট ও সিনেট সদস্য, বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়ার প্রশাসক, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সহসভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্লাবের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বেশ কয়েকটি পেশাজীবী, বুদ্ধিবৃত্তিক ও বিজ্ঞান বিষয়ক সংগঠনের সদস্য। অধ্যাপক আব্দুস সোবহান রাজশাহী বিশ^বিদ্যালয়ের আওয়ামী লীগ ও বামপন্থী শিক্ষকদের সংগঠন ‘প্রগতিশীল শিক্ষক সমাজের’ আহ্ববায়কের দায়িত্বে ছিলেন। ২০০৭ সালের ১১ই জানুয়ারি সেনাসমর্থিত’ তত্ত্বাবধায়ক সরকার এর সময়ে তিনি নির্যাতিত হয়েছিলেন এবং দীর্ঘদিন কারাবরণ করেছিলেন। মোটকথা একজন সফল উপাচার্য  হিসেবে তাঁর সুনাম বাংলাদেশের বুকে অক্ষুন্ন থাকবে।

     

    হায়াবুসা-২ এখন পৃথিবীতে ফেরার পথে

    হায়াবুসা-২’র প্রধান ইঞ্জিনসমূহ যথাযথভাবে কাজ করছে নিশ্চিত হবার পর নিজেদের এই গ্রহাণু অনুসন্ধান যানটি পৃথিবীর দিকে ফিরে আসছে, এমন তথ্য জানিয়েছে জাপানের মহাকাশ এজেন্সি বা জাক্সা।

    উল্লেখ্য, অনুসন্ধান যানটি গত বছরের জুন মাসে রিয়ুগু গ্রহাণুতে পৌঁছায় এবং গ্রহাণুটির ভূপৃষ্ঠে প্রায় দেড় বছর অনুসন্ধান চালানোর পর গতমাসের ১৩ তারিখ সেটি পৃথিবীর উদ্দেশ্যে ঐ গ্রহাণু ত্যাগ করে।

    এরপর দু’সপ্তাহ ধরে এর চারটি প্রধান ইঞ্জিনের উপর পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়।

    জাক্সা ঘোষণা দিয়েছে যে ঐ পরীক্ষায় একটি ফিরতি যাত্রা সম্পাদনের জন্য ইঞ্জিনগুলো প্রস্তুত আছে বলে প্রমাণিত হয়েছে।

    জাক্সা বলছে, অনুসন্ধান যানটি এখন পৃথিবী থেকে ২৫ কোটি কিলোমিটারেরও বেশি দূরে রয়েছে এবং আগামী বছরের নভেম্বর বা ডিসেম্বর মাসের দিকে সেটির পৃথিবীতে ফেরার সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

    জাপানি শিক্ষার্থীরা পঠন দক্ষতায় দুর্বল: জরিপ

    আন্তর্জাতিক এক জরিপে দেখা গেছে যে, জাপানি হাইস্কুলের শিক্ষার্থীরা বিজ্ঞান ও গণিতে বিশ্বের শীর্ষ পর্যায়ের মধ্যে থাকলেও তাদের পঠন দক্ষতা দুর্বল।

    অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা বা ও,ই,সি,ডি, প্রতি ৩ বছর অন্তর অন্তর সারা বিশ্বের ১৫ বছর বয়সী শিক্ষার্থীদের বিজ্ঞান, গণিত ও পঠন দক্ষতা মূল্যায়ন করে থাকে।

    গত বছরের মূল্যায়নের ফলাফল মঙ্গলবার প্রকাশ করা হয়। ৭৯ টি দেশ ও ভূখণ্ডের প্রায় ৬ লক্ষ শিক্ষার্থীর উপর এই সমীক্ষা চালানো হয়।

    জাপানি শিক্ষার্থীরা বিজ্ঞানে এর আগের জরিপ থেকে তিন ধাপ পিছিয়ে পঞ্চম স্থানে রয়েছে।

    গণিতে তারা এক ধাপ নেমে ষষ্ঠ অবস্থানে রয়েছে। তবে পঠনের ক্ষেত্রে তারা ৭ ধাপ পিছিয়ে পঞ্চদশ অবস্থানে রয়েছে।

    বেইজিং, শাংহাই, জিয়াংসু ও ঝেজিয়াং’এর চীনা শিক্ষার্থীরা তিনটি ক্ষেত্রের সবগুলোতেই উপরে অবস্থান করছে। অন্যান্য শীর্ষস্থানীয় দেশেগুলোর মধ্যে সিংগাপুর ও এস্তোনিয়া অন্তর্ভুক্ত রয়েছে।

    রুশ অধিকৃত দ্বীপ ফিরিয়ে দেয়ার দাবিতে সাবেক জাপানি অধিবাসীদের সমাবেশ

    রুশ অধিকৃত এবং জাপানের দাবীকৃত চারটি দ্বীপের সাবেক জাপানি অধিবাসীরা টোকিওতে একটি সমাবেশ করে দ্বীপগুলো ফিরিয়ে দেয়ার আহ্বান জানানো অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন।

    প্রায় ৫শ সাবেক অধিবাসী আজ হিবিয়া পার্কে সমবেত হন। উল্লেখ্য, ডিসেম্বরের ১ তারিখ হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার অব্যবহিত পর ১৯৪৫ সালে ঐ চারটি দ্বীপ জাপানের কাছে ফেরত দেয়ার জন্য হোক্কাইদো শহরের মেয়রের আবেদন জমা দেয়ার দিন।

    জাপান সরকার এই দাবি বজায় রেখে চলেছে যে দ্বীপগুলো জাপানি ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ। তাদের ভাষ্যানুযায়ী, যুদ্ধের পর সেগুলোকে অবৈধভাবে দখল করে নেয়া হয়েছিল।

    ওকিনাওয়া এবং উত্তরের ভূখণ্ড বিষয়ক মন্ত্রী সেইইচি এতো বলেন, সরকার গণসচেতনতা বৃদ্ধি এবং রাশিয়ার সাথে প্রকল্প প্রসারের পাশাপাশি সাবেক অধিবাসীদেরও সহায়তা দেয়া অব্যাহত রাখবে।

    সাবেক অধিবাসী দলটির নেতা কিমিও ওয়াকি বলেন, ঐ দ্বীপগুলো নিয়ে আলোচনা খুব শ্লথভাবে অগ্রসর হচ্ছে এবং তাদের কার্যক্রমকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেয়ার প্রয়োজন তাদের রয়েছে।

    সমাবেশের পর অংশগ্রহণকারীরা নিজেদের দাবি নিয়ে শ্লোগান দিতে দিতে টোকিও স্টেশনের আশেপাশে মিছিল করেন।