• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • পানির নিচে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে মৃত্যু

    তানজানিয়ায় ছুটি কাটানোর সময় বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন এক আমেরিকান নাগরিক। খবর বিবিসির।

    বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্টিভ ওয়েবার ও তার মেয়ে বন্ধু কেনেশা অ্যান্টোয়াইন পেম্বা দ্বীপের মান্টা রিসোর্টের একটি অর্ধনিমজ্জিত ক্যাবিনে অবস্থান করছিলেন।

    ভিডিও ফুটেজে দেখা যায়, ওয়েবার পানির নিচে থেকে তার মেয়ে বন্ধুকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন। ওয়েবার হাতে লেখা একটি প্রস্তাব যখন মিজ অ্যান্টেোয়াইন দিচ্ছিলেন তখন তিনি ক্যাবিনের ভেতর থেকে ঘটনার ভিডিও করছিলেন।

    ফেসবুক পোস্টে ওয়েবারের মৃত্যুর ঘটনা নিশ্চিত করে অ্যান্টোয়াইন লেখেন যে তিনি ‘আর ঐ গভীর পানি থেকে উঠে আসেন নি।’

    মান্টা রিসোর্টের পক্ষ থেকে বিবিসিকে জানানো হয়েছে ওয়েবার ‘বৃহস্পতিবার দুপুরে আন্ডারওয়াটার রুম থেকে একা ডাইভ করার সময় দূর্ভাগ্যজনকভাবে ডুবে গেছেন।’

    রিসোর্টটি এক বিবৃতিতে জানিয়েছে, গভীর দু:খের সাথে আমরা জানাচ্ছি যে বৃহস্পতিবার ১৯শে সেপ্টেম্বর মান্টা রিসোর্টে ভয়াবহ এক দুর্ঘটনা ঘটেছে।

    ওয়েবার এবং অ্যান্টোয়াইন রিসোর্টের আন্ডারওয়াটার রুম চার রাতের জন্য ভাড়া করেন। রুমটি তীর থেকে প্রায় ২৫০ মিটার দূরত্বে অবস্থিত। পানির ১০ মিটার নীচে অবস্থিত ক্যাবিনটির ভাড়া প্রতি রাতে ১৭০০ ডলার।

    লুইজিয়ানার ব্যাটন রুজের অধিবাসী ওয়েবার তাদের অবস্থানের তৃতীয় দিনে সাঁতারের পোশাক পড়ে পানির নীচে নেমেছিলেন হাতে একটি চিরকুট নিয়ে। ভিডিওতে দেখা যায় চিরকুটটির লেখা রুমের ভিতর থেকে ভিডিও করতে থাকা অ্যান্টোয়াইনকে দেখানো সময় একটি আংটিও বের করেন ওয়েবার। এরপরই সাঁতরে দূরে চলে যেতে দেখা যায় তাকে।

    রিসোর্টের প্রধান নির্বাহী সাওস বিবিসিকে জানান যে পানিতে ‘কিছু একটা সমস্যা হয়েছে’ বলে তার কর্মীরা তাকে জানান, কিন্তু তারা যখন ঘটনাস্থলে পৌঁছান তখন ‘আর কিছুই করার ছিল না।’

    পানির নিচে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে মৃত্যুফেসবুক পোস্টে অ্যান্টোয়াইন লেখেন, ভাগ্যের নির্মম পরিহাসে যেটি আমাদের জীবনের শ্রেষ্ঠ দিন হওয়ার কথা ছিল, সেটি সবচেয়ে দু:খজনক দিনে পরিণত হলো।

    মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে তানজানিয়ায় মারা যাওয়া ব্যক্তি মার্কিন নাগরিক।

    জাপানের কিউশু দ্বীপে আঘাত হানতে যাচ্ছে মৌসুমি ঝড় তাপাহ

    জাপানের আবহাওয়া কর্মকর্তারা বলছেন, মারাত্মক মৌসুমি ঝড় তাপাহ আজ দেশের দক্ষিণ-পশ্চিমের দ্বীপ কিউশুতে আঘাত হানার সম্ভাবনা রয়েছে।

    জাপানের আবহাওয়া এজেন্সির অনুমিত হিসাব অনুযায়ী আজ সন্ধ্যা ৭টায় তাপাহ নাগাসাকি জেলার গোতো শহরের প্রায় ৮০ কিলোমিটার উত্তরে সমুদ্রে অবস্থান করছিল। ঝড়টি ঘণ্টায় ৩০ কিলোমিটার বেগে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হচ্ছিল।

    এজেন্সি বলছে, ঝড়টির কারণে ঘণ্টায় ১শ ৮ কিলোমিটার বেগে অব্যাহতভাবে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পাশাপাশি তা দমকা হাওয়ার আকারে ১শ ৬২ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

    তাপাহ জাপান সাগরের দিকে অগ্রসর হবার পূর্বে উত্তর কিউশু এবং চুগোকু অঞ্চলে আঘাত হানবে বলে মনে করা হচ্ছে।

    আগামীকাল থেকে ঝড়টি উত্তর জাপানে আঘাত হানা শুরু করতে পারে।

    কিউশু এবং শিকোকু’র কিছু অঞ্চলে ইতিমধ্যেই ৪শ ৫০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া কর্মকর্তারা নাগাসাকি, কুমামোতো, মিয়ে এবং তোকুশিমা জেলার কিছু এলাকায় কাদা-ধ্বসের সতর্কতা জারি করেছেন।

    আজ বেশ তীব্র ঝড়ো হাওয়া নিয়ে কিয়ুশু’সহ পশ্চিম জাপানের অন্যান্য এলাকায় তাপাহ’র আঘাত হানার সম্ভাবনা রয়েছে। এছাড়া, এর প্রভাবে পশ্চিম এবং উত্তর জাপানের আশেপাশের সাগরও উত্তাল থাকবে।

    তাপাহ’র কারণে ভারী বর্ষণের পূর্বাভাষও ইতিমধ্যেই দেয়া হয়েছে। আগামীকাল সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় শিকোকু’তে ৩শ মিলিমিটার, তোকাই’য়ে ২শ মিলিমিটার এবং উত্তর কিউশু’তে ১শ ৮০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।

    আবহাওয়া কর্মকর্তারা তীব্র ঝড়ো হাওয়া, উঁচু ঢেউ, কাদা-ধ্বস, ফুলে ওঠা নদীর পানি এবং বন্যার সতর্কতা জানিয়ে চলেছেন।