• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • রাশিয়ার সমাধিতে ২ হাজার বছরের প্রাচীন ‘স্মার্টফোন’!

    রাশিয়ায় প্রাচীন সমাধি থেকে পাওয়া গেল দুই হাজার বছরের বেশি পুরনো ‘স্মার্টফোন’। রাশিয়ার বৃহত্তম বিদ্যুৎকেন্দ্রের কাছে আলা-তে লেকের নীচে সন্ধান পাওয়া এক সম্ভ্রান্ত মহিলার সমাধিতে পাওয়া গিয়েছে বিস্ময়কর এই সামগ্রী।

    সায়ানো-শুশেনস্কায়া বাঁধের কাছে ওই লেকের পানি ছেড়ে দেয়া হয়েছিল। পানি সরতেই সন্ধান পাওয়া যায় প্রাচীন সমাধির। বিশেষজ্ঞদের দাবি, সমাধিটি ২,১৩৭ বছর আগে জিঅংনু আমলের এক ধনী ও সম্ভ্রান্ত হুন যুবতীর, যিনি দক্ষিণ রাশিয়ার গ্রামীণ অঞ্চলের বাসিন্দা ছিলেন। মনে করা হচ্ছে, আইফোনের মতো দেখতে বস্তুটি আদতে তার পোশাকে এঁটে থাকা বেল্টের বকলস হিসেবে ব্যবহৃত হতো।

    প্রত্নতাত্ত্বিক দলের প্রধান পাভেল লিয়াসের মতে, ‘জিঅংনু আমলের এই হুন যাযাবর সম্প্রদায়ের সমাধিতে পাওয়া আইফোন সদৃশ বস্তুটি নিঃসন্দেহে আবিষ্কারের অন্যতম আকর্ষণ। নাতাশা নামের ওই মহিলার পোশাকেই একমাত্র এমন বেল্ট দেখা গিয়েছে। বেল্টের নকশায় থাকা চিনা উ্যঝু মুদ্রাগুলি সমাধির সময়কাল নির্ধারণে সহায়ক হয়েছে।’

    স্মার্টফোনের মতো আকৃতির বকলসটি লম্বায় প্রায় সাড়ে সাত ইঞ্চি। কালো জেমস্টোন জেটে তৈরি বর্গাকৃতির বকলসের উপর লাল-সাদা পাথরের বিন্দু সারিবদ্ধ হিসেবে বসানো রয়েছে। সূত্র: রয়টার্স।

    ৩,৭০০ জনকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ

    কানাগাওয়া জেলার এবিনা শহর এবং ইযু ওশিমা দ্বীপের প্রায় দেড় হাজার বাসভবন বা ৩,৭০০ ব্যক্তির প্রতি নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

    নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার এই পরামর্শে পাঁচ মাত্রার সতর্কতায় মাত্রা নির্ধারণ করা হয়েছে ৪।

    এছাড়া প্রধানত কানাগাওয়া ও শিযুওকা জেলার প্রায় ৯ লক্ষ ৫০ হাজার বাসভবন বা ২০ লক্ষ লোকজনের প্রতি নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার প্রস্তুতি নিয়ে রাখার উপদেশ দেয়া হয়েছে, যেটা হচ্ছে ৩ মাত্রার সতর্কতা।