• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • শিক্ষা খাতে সরকারী ব্যয়ে জাপানের অবস্থান সর্বনিম্নে

    ওইসিডির পরিচালিত এক সমীক্ষায়, শিক্ষা খাতে জাপানের সরকারী ব্যয়ের পরিমাণ জিডিপির শতকরা হিসেবে জোটের সদস্য দেশগুলোর মধ্যে সর্বনিম্নে থাকার বিষয় প্রতীয়মান হয়েছে।

    ওইসিডি, ২০১৬ সালে সংস্থার পরিচালিত এক সমীক্ষার ভিত্তিতে একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনটিতে, শিক্ষা খাতে জাপানের জাতীয় এবং স্থানীয় সরকারগুলো দেশটির জিডিপির ২.৯ শতাংশ ব্যয় করে বলে উল্লেখ করা হয়।

    এ সংখ্যা, ওইসিডির গড় ৪ শতাংশের চেয়ে অনেক কম। এটি, ৩৫টি সদস্য দেশের মধ্যে সর্বনিম্ন।

    এদিকে, জাপানের পরিবারগুলো শিক্ষা খাতের ২২ শতাংশ ব্যয় বহন করে যা ওইসিডির সদস্য দেশগুলোর মধ্যে তুলনামূলক উচ্চ। আবার, উচ্চ শিক্ষার জন্য পরিবারগুলো ৫৩ শতাংশ ব্যয় বহন করে।

    ওইসিডির শিক্ষা ও দক্ষতা বিষয়ক পরিচালক আন্দ্রেয়াস শুলাইহার, শিক্ষা খাতে ব্যয়ের অনুপাত কম হওয়া সত্ত্বেও জাপান ভাল করছে যাকে কার্যকর বিনিয়োগ হিসেবে বিবেচনা করা যেতে পারে বলে উল্লেখ করেন।

    তবে তিনি, ব্যক্তিগত ব্যয়ের উপর নির্ভর করলে অপেক্ষাকৃত কম সুযোগ সুবিধা ভোগী লোকজন বাদ পড়তে পারে এবং ব্যবস্থাটি টেকসই হবে না বলে সতর্কতা উচ্চারণ করেন।

    ড্রোন হামলার বিরুদ্ধে জাপানের পররাষ্ট্রমন্ত্রীর নিন্দা

    জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি, গতকাল সৌদি আরবের তেল স্থাপনাগুলোর উপর চালানো ড্রোন হামলার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছেন।

    মোতেগি আজ, এবিষয়ে একটি মন্তব্য প্রকাশ করেন।

    তিনি, পুরো আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন।

    পররাষ্ট্রমন্ত্রী, জাপানসহ বৈশ্বিক অর্থনীতির সমৃদ্ধি ও স্থিতিশীলতার জন্য মধ্যপ্রাচ্য থেকে স্থিতিশীল তেল সরবরাহ অপরিহার্য্য বলে উল্লেখ করেন।

    তিনি, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় এবং জোরদার করতে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অত্র অঞ্চলের সঙ্গে অব্যাহত ভাবে জড়িত থাকতে জাপান সরকার অঙ্গীকারাবদ্ধ রয়েছে বলে উল্লেখ করেন।