• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • টোকিও ২০২০র জন্য চেহারা সনাক্তকরণ ব্যবস্থার উন্মোচন

    যুক্তরাষ্ট্র ও জাপানের কয়েকটি প্রযুক্তি কোম্পানি সম্মিলিতভাবে একটি চেহারা সনাক্তকরণ ব্যবস্থা উন্মোচন করেছে, আগামী বছর টোকিও অলিম্পিক ও প্যারালিম্পিক চলার সময় নিরাপত্তা পরীক্ষায় যেটা ব্যবহার করা হবে।

    যুক্তরাষ্ট্রের চিপ নির্মার্ণের বৃহদাকার কোম্পানি ইনটেল এবং জাপানের বৈদ্যুতিক যন্ত্রপাতি নির্মাতা এন ই সি গতকাল নেও ফেস সনাক্তকরণ যন্ত্র দেখায়, যেটার আকার হচ্ছে উচ্চতায় প্রায় দেড় মিটার এবং প্রস্থে ৩০ সেন্টিমিটার।

    প্রতিযোগিতামূলক খেলাধুলার জায়গায় ক্রীড়াবিদ, সংবাদমাধ্যম প্রতিনিধি, কর্মচারী ও স্বেচ্ছাসেবকদের প্রবেশ স্থানে এবং ক্রীড়াবিদদের থাকার জায়গায় এটা ব্যবহার করা হবে।

    অলিম্পিকের আয়োজকদের দেয়া পরিচয়পত্র স্ক্যান করে নিয়ে এর ঠিক পরপর তিন লক্ষের বেশি নথিবদ্ধ লোকজনের নথিবদ্ধ হওয়ার আগে জমা দেয়া উপাত্ত ও প্রবেশ পথে তোলা ছবির সাথে তুলনা করে পরিচয় ঠিক করে নেয়া হবে।

    দুই কোম্পানি বলছে অলিম্পিক ও প্যারালিম্পিকের নিরাপত্তা প্রহরীদের জায়গায় এবারই প্রথম এজাতীয় চেহারা সনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

    তারা বলছে এই ব্যবস্থা আরও বেশি নির্ভরযোগ্য পরিচিতি প্রক্রিয়া নিশ্চিত করবে এবং পরিচয়পত্র পরীক্ষা করে দেখার লাইনের দৈর্ঘ্য হ্রাস করবে।

    চিবা জেলায় ধীরে বিদ্যুৎ সরবরাহ ফিরে আসছে

    সোমবার আঘাত হানা তাইফুনের চারদিন পর জাপানে কয়েক লক্ষ বাড়িঘরকে এখনও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার সমস্যায় ভুগতে হচ্ছে।

    পরিষেবা কোম্পানি বলছে দ্রুত হলে শুক্রবারের আগে চিবা জেলায় বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি ফিরিয়ে আনা সম্ভব নাও হতে পারে।

    সোমবার ভোরে তাইফুন ফাক্সাই ভূমিতে আঘাত হানার সময় সেই অঞ্চলটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।

    ঝড় জেলার ৬ লক্ষ ৪০ হাজারের বেশি বাড়িঘরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছিল, এবং আজ দুপুর সাড়ে তিনটা পর্যন্ত ৩ লক্ষ ১০ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎ সংযোগ ফিরে আসার অপেক্ষায় ছিল।

    একই সাথে পানি সরবরাহও বিঘ্নিত হয়। চলতি সপ্তাহে তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকায় এলাকাবাসীরা আত্মরক্ষা বাহিনীর পাঠানো পানির ট্যাংক থেকে পান করার পানি সংগ্রহ করতে লাইনে দাঁড়িয়ে থাকেন।

    পানি সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে আর কতদিন লাগবে তা পরিষ্কার নয়।