• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • মাথায় গজিয়েছে সিং

    Posted by admin on September 15
    Posted in Uncategorized 

    মাথায় গজিয়েছে সিং

    অনিচ্ছাকৃত অন্যের মাথায় মাথা ঠুঁকে গেলে আরও একবার মাথাটা ঠুঁকে নেন অনেকে। এই ভয়ে, মাথায় না সিং গজায়। এর বৈজ্ঞানিক ব্যাখ্যা না থাকলেও সমাজে এ বিশ্বাসের প্রচলন রয়েছে দীর্ঘদিনই। কিন্তু এবার বাস্তবেই এমনটা হয়েছে। মাথায় ঠোঁকা খেয়ে না হলেও মাথায় আঘাত পেয়ে আস্ত একটি সিং গজিয়েছে এক ব্যক্তির!
    শ্যামলাল যাদব (৭৪) ভারতের মধ্যপ্রদেশের সাগর জেলার রহলি গ্রামের বাসিন্দা। কয়েক বছর আগে মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন তিনি। তারপরই মাথার সামনের অংশটা ফুলে যায়। আর তারপরই সেখানে সিংয়ের মতোই একটি পিন্ড গজিয়ে ওঠে।

    যতদিন যায়, আরও উঁচু হতে থাকে সেই সিং। প্রথম প্রথম মাথার তালুতে এই অদ্ভুত জিনিসটি দেখে বেশ অবাক হতেন শ্যামলাল। তবে পরে বিষয়টির তার কাছে স্বাভাবিক হয়ে ওঠে। অনেক সময় নিজে নিজেই সেটি কেটে ফেলার চেষ্টাও করেছেন। কিন্তু তা ক্রমেই সিংয়ের আকার ধারণ করে।

    শেষ পর্যন্ত তিনি চিকিৎসকের পরামর্শ নেন। কিন্তু চিকিৎসকরাও প্রথমে বুঝে উঠতে পারেননি এ বস্তু কীভাবে মাথায় আবির্ভূত হল? তবে পরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছেন, এটি আসলে সেবাসিয়াস হর্ন, যা ডেভিলস হর্ন নামেও পরিচিত। শরীরের যে অংশটি সবচেয়ে বেশি রোদ পায়, সাধারণত এটি সেখানেই গজিয়ে ওঠে।
    শ্যামলালের মাথায় আঘাত লাগার পরই এটি দেখা দিয়েছিল। তবে এটি অত্যন্ত বিরল ঘটনা। চিকিৎসকরা অস্ত্রোপচারের মাধ্যমে স¤প্রতি শ্যামলালের মাথা থেকে সিং কেটে ফেলেন।

    কিশিওয়াদায় দানজিরি উৎসব আরম্ভ

    পশ্চিম জাপানের ওসাকা জেলার কিশিওয়াদা শহরে, বিপুল সংখ্যক লোকজন সড়কের উপর দিয়ে ৪ টন ওজনের রথ টানা প্রতিযোগিতায় অংশ নেয়া পুরুষ দলগুলোকে উৎসাহিত করেছেন।

    শরতকালে প্রচুর ফসলের আশায় ৩শ বছরের বেশী আগে কিশিওয়াদা দানজিরি উৎসবটি আরম্ভ হয়।

    আজ দলগুলোর পুরুষ সদস্যরা ঐতিহ্যবাহী হাপ্পি কোট পরিধান করে প্রচণ্ড গতিতে সড়কের মোড়গুলো দিয়ে ৩৪টি রথ টেনে নিয়ে যান। এসময় রথের ৪ মিটার উঁচুতে অবস্থানকারী নির্দেশক চিৎকার করে দিক নির্দেশনা দেন।

    বার্ষিক উৎসবটি আগামীকাল পর্যন্ত চলবে।