• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • জাপানের গুরুত্বপূর্ণ আবিষ্কারের তালিকায় যুক্ত হল নিকন ক্যামেরা

    জাপানের জাতীয় প্রকৃতি ও বিজ্ঞান যাদুঘর শিল্পের বিকাশ এবং মানুষের জীবনযাত্রায় পরিবর্তন আনা আবিষ্কারের তালিকায় ২৬টি নতুন পণ্য যুক্ত করেছে।

    বিজ্ঞান ও প্রযুক্তির জন্য আবশ্যকীয় ঐতিহাসিক উপাদানের এই তালিকায় জাপানে উৎপাদিত প্রযুক্তিগুলোর স্মৃতি রক্ষা করা হয়ে থাকে।

    চলতি বছর যুক্ত হওয়া পণ্যগুলোর মধ্যে রয়েছে ১৯৫৯ সালে আবিষ্কৃত নিকন-এফ, একক লেন্স রিফ্লেক্স ক্যামেরা। উচ্চ ছবি তোলার মান এবং ব্যবহারিক কার্যাবলীর কারণে ক্যামেরাটি বিশ্বজুড়ে পেশাদার এবং সৌখিন ব্যবহারকারীদের প্রশংসা কুড়িয়েছিল। এটি জাপানকে ক্যামেরা উৎপাদনের ক্ষেত্রে নেতৃত্ব দেয়া এক দেশে পরিণত হতে সাহায্য করেছিল।

    এছাড়া, তালিকায় যুক্ত হওয়া নতুন পণ্যের মধ্যে ১৯৮৪ সালে আবিষ্কৃত সনি কোম্পানির একটি বহনযোগ্য সিডি প্লেয়ারও রয়েছে। এটি ছিল বিশ্বে এধরণের প্রথম পণ্য এবং সেসময় সিডির ব্যবহার ছড়িয়ে দেয়ার ক্ষেত্রে অন্যতম চালিকাশক্তি হিসেবে এটি ভূমিকা রাখে।

    উল্লেখ্য, জাতীয় প্রকৃতি ও বিজ্ঞান যাদুঘরের এই তালিকায় এখন মোট ২শ ৮৫টি আবিষ্কার যুক্ত আছে।

    চলতি মাসের ১১ তারিখ মন্ত্রীসভায় রদবদল আনবেন জাপানের প্রধানমন্ত্রী

    জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে এই তথ্য উন্মোচন করেছেন যে আগামী সপ্তাহের বুধবার তিনি মন্ত্রীসভার পাশাপাশি ক্ষমতাসীন দলের নির্বাহীদের মধ্যে রদবদল ঘটাতে চান।

    আজ ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক বৈঠকে আবে বক্তব্য রাখেন।

    তিনি বলেন, সংসদের উচ্চ-কক্ষের নির্বাচনে জাপানি নাগরিকদের উচ্চ সমর্থন ও আস্থা প্রদর্শনের জবাবে তিনি স্থিতিশীলতা এবং চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী করে মন্ত্রীসভা পুনর্গঠন করবেন।

    এনএইচকে জানতে পেরেছে যে, রাজনৈতিক ধারাবাহিকতা ও স্থিতিশীলতার উপর জোর দিয়ে আবে বর্তমানে উপ-প্রধানমন্ত্রী এবং অর্থ মন্ত্রী হিসেবে দ্বৈত ভূমিকা রাখা তারো আসো এবং চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিহিদে সুগা’কে তাদের স্ব-পদে বহাল রাখার পরিকল্পনা করছেন।