• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • চিবা জেলায় বসবাসকারী অনেক মানুষ এখনও বিদ্যুৎবিহীন অবস্থায়

    টাইফুন ফাক্সাই চিবা জেলায় আঘাত হানার এক সপ্তাহ পরেও কয়েক হাজার বাড়িঘরে পানি ও বিদ্যুৎ সংযোগ এখন পর্যন্ত পুনরায় চালু না হওয়ায় সেখানকার অনেক মানুষকে কঠিন সময় পার করতে হচ্ছে।

    সেপ্টেম্বর মাসের ৮ ও ৯ তারিখ বৃহত্তর টোকিও এলাকার ওপর দিয়ে টাইফুনটি বয়ে যায়। চিবা জেলায় ৬ লাখ ৪০ হাজার পর্যন্ত বাড়িঘর বিদ্যুৎবিহীন হয়ে পড়ে।

    টোকিও বিদ্যুৎ শক্তি কোম্পানি বলছে, ৮০ হাজারের কাছাকাছি পরিবার এখন পর্যন্ত বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। কোম্পানিটি আরও বলছে, প্রায় ২০টি পৌর অঞ্চলে বিদ্যুৎ ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করতে ২৭শে সেপ্টেম্বর পর্যন্ত লেগে যাবে।

    রবিবার পর্যন্ত প্রায় ১৭ হাজার বাড়িতে কলের পানি ছিল না।

    কিছু কিছু এলাকায় সরকারি ঘোষণা ব্যবস্থা, ফোন এবং অনলাইন নেটওয়ার্ক এখনও অনুপস্থিত রয়েছে।

    জাপানে নিজ শহরে পৃথিবীর সবচেয়ে বয়স্ক নারী উদ্‌যাপন করলেন প্রবীণদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের দিন

    জাপানের একজন স্থানীয় গভর্ণর দেশটির প্রবীণ ব্যক্তিদের প্রতি বার্ষিক শ্রদ্ধা প্রদর্শনের দিনে পৃথিবীর সবচেয়ে বয়স্ক নারীর সাথে সাক্ষাৎ করেছেন।

    এই প্রবীণ নারী হচ্ছেন জাপানের দক্ষিণপশ্চিমাঞ্চলের ফুকুওকা শহরের ১১৬ বছর বয়সী কানে তানাকা। তিনি মার্চে পৃথিবীর সবচেয়ে বয়স্ক নারী হিসেবে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড সংস্থার স্বীকৃতি পেয়েছেন।

    সোমবার ফুকুওকা জেলার গভর্ণর হিরোশি ওগাওয়া তানাকা’র বৃদ্ধ পরিচর্যা কেন্দ্রে যেয়ে তার সাথে সাক্ষাৎ করেন।

    যখন গভর্ণর তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তখন তানাকা তাকে “অনুগ্রহ করে দীর্ঘজীবী হন” বলে উৎসাহ দিয়ে উপস্থিত লোকজনের মধ্যে হাস্যরসের সৃষ্টি করেন।

    ১০০ বছরেরও বেশি বাঁচার জন্য যারা তাকে শক্তি দিয়েছেন তাদের ধন্যবাদ দিয়ে তানাকা বলেন তিনি তার শক্তি অন্যদের দিয়ে যেতে চান।