• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • আমাজান অববাহিকায় বাড়ছে আগুনের ঘটনা

    ব্রাজিল সরকার কৃষিকাজের জন্য কৃষকদের বন পোড়ানোর অনুমোদিত লাইসেন্স বাতিল করা সত্ত্বেও দেশটির আমাজান অববাহিকায় আগুন ছড়িয়ে পড়ার ঘটনা বাড়ছে।

    সরকারের এই নিষেধাজ্ঞা জারির পরে প্রথম ৪৮ ঘন্টায় নতুন করে ৩,৮৫৯ টি অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়েছে। এরমধ্যে ২০০০টি আমাজান অঞ্চলে। ন্যাশনাল স্পেস রিসার্চ ইন্সস্টিটিউট (আইএনপিই) স্যাটেলাইট ডাটায় এ তথ্য জানায়।

    আইএনপিই জানায়, ব্রাজিলে গত জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত রেকর্ড ৮৮,৮১৬টি আগুনের ঘটনার ৫১.৯ শতাংশ ঘটেছে আমাজান রেইন ফরেস্টে।

    ব্রাজিলের আমাজান অঞ্চলে এখন খরা মৌসুম। তবে বিশেষজ্ঞরা বলছেন,পুর্ববর্তী বছরগুলোর চেয়ে ২০১৯ বৃষ্টিপাত বেশী।আমাজানে আগুনের ঘটনার জন্য তারা প্রাকৃতিকভাবে আগুন লাগাকে গুরুত্ব দিচ্ছেন না।

    বিশ্লেষকরা বলেন, বন পোড়ানো নিষিদ্ধ করার ঘোষণা বেশ দেরীতে হয়েছে এবং বিষয়টি নিয়ে বেশী রাজনীতি হয়েছে।

    চাষাবাদের জন্য রেইন ফরেস্টের অরণ্য ধ্বংস অত্যন্ত গুরুতর হুমকি। বলিভিয়া, ব্রাজিল, করম্বিয়া, ইকুয়েডর, ফ্রেন্স গায়ানা,গায়ানা, পেরু, সুরিনাম এবং ভেনিজুয়েলায় ডি-ফরেস্টেশন একটি বড় সমস্যা।

    জাপানে দুর্যোগ প্রতিরোধ দিবসে ভূমিকম্প মহড়ার আয়োজন

    আজ জাতীয় দুর্যোগ প্রতিরোধ দিবসে জাপানের কর্তৃপক্ষ টোকিও মেট্রোপলিটন এলাকায় একটি মহা-ভূমিকম্প আঘাত হানা-পরবর্তী পরিস্থিতির জন্য একটি প্রস্তুতিমূলক মহড়ার আয়োজন করে।

    উল্লেখ্য, প্রতি বছর সেপ্টেম্বর মাসের প্রথম দিন জাপান ১৯২৩ সালে টোকিও এবং এর আশেপাশে সংঘটিত প্রায় লক্ষাধিক মানুষ নিহত হওয়া কান্তো মহা-ভূমিকম্পকে স্মরণ করে থাকে।

    সকাল ৭টার দিকে টোকিওর কেন্দ্রস্থলের ২৩টি ওয়ার্ডের মধ্যে এপিসেন্টার বা ভূকম্পন বিন্দু সীমাবদ্ধ থাকা এবং দক্ষিণ কান্তো অঞ্চলে ০ থেকে ৭ মাত্রার জাপানি ভূকম্পন পরিমাপকে ৬ বা ৭ মাত্রায় রেকর্ড হওয়া ৭.৩ মাত্রায় আঘাত হানা একটি ভূমিকম্পের দৃশ্য-কল্প বিবেচনায় চলতি বছরের মহড়াটি আয়োজিত হয়।

    মহড়ার অংশ হিসেবে মন্ত্রী এবং কর্মকর্তারা প্রধানমন্ত্রীর দপ্তরে সমবেত হয়ে একটি জরুরি টাস্কফোর্স বৈঠকে অংশ নেন। তাদের ধ্বংসযজ্ঞের ব্যাপ্তি সম্পর্কে অবহিত করা হয় এবং তারা ঐ দুর্যোগে সরকারের সাড়া দেয়ার নানা দিক নিয়ে আলোচনা করেন।

    এছাড়া, এসময় এ ধরণের একটি ভূমিকম্পে মারাত্মক ক্ষয়ক্ষতির শিকার হবার আশংকা থাকা চিবা জেলার গভর্নরের সঙ্গেও একটি ভিডিও বৈঠকে অংশ নেন তারা। এসময় তাদেরকে সেখানকার পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয় এবং ঠিক কি ধরণের সহায়তার প্রয়োজন হবে, সেটিও নিরূপণ করা হয়।

    মন্ত্রীপরিষদের সদস্যরা অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা এবং দেশের রাজধানী হিসেবে টোকিওর কার্যক্রম বজায় রাখার মত মৌলিক নীতিসমূহ নিশ্চিত করে নেন।

    এছাড়া, আজ পুরো জাপান জুড়ে অন্যান্য দুর্যোগ মহড়াও আয়োজিত হয়েছে।