• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • জাপানে ঘূর্ণিঝড় পরবর্তী বিদ্যুত বিভ্রাট, হিটস্ট্রোকে ২ জনের মৃত্যু

    জাপানে হিটস্ট্রোকে অন্তত দু’জনের মৃত্যু হয়েছে। এদিকে টোকিও ও এর পার্শ্ববর্তী এলাকা শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাতে লণ্ডভণ্ড হয়ে যাওয়ার পর প্রায় ৫ লাখ ঘরবাড়ি বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। খবর এএফপি’র।

    টোকিও’র পূর্বের চিবা অঞ্চলের এক কর্মকর্তা এএফপি’কে বলেন, মঙ্গলবার ৯৩ বছর বয়সী এক নারী ও ৬৫ বছর বয়সী এক পুরুষকে অচেতন অবস্থায় তাদের বাড়ি থেকে উদ্ধার করা হয়। পরে চিকিৎসকরা তাদের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করে।

    তিনি জানান, মঙ্গলবার হিটস্ট্রোকে আক্রান্তের লক্ষণ দেখা দেয়ায় কমপক্ষে আরো ৪৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে সোমবার ঘূর্ণিঝড় ফাসাই’র আঘাতের পর বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে পড়া বিভিন্ন এলাকায় তাপমাত্রা ৩৫ ডিগ্রী সেলসিয়াসের বেশি বিরাজ করছে।

    টোকিও ইলেক্ট্রিক কোম্পানির (টেপকো) এক বিবৃতিতে বলা হয়, বুধবার সকাল নাগাদ ৪ লাখ ৫৬ হাজার ঘরবাড়ি বিদ্যুত বিচ্ছিন্ন রয়েছে।

    বিদ্যুত বিভ্রাটের জন্য গ্রাহকদের কাছে ক্ষমা প্রার্থনা করে টেপকো হিটস্ট্রোক এড়াতে সকলকে অনুগ্রহ করে ঠান্ডা স্থানে অবস্থান করার এবং প্রচুর পানি পান করার পরামর্শ দিয়েছে।

    স্থানীয় এক কর্মকর্তা জানান, অনেক পানি পরিশোধন কেন্দ্রে বিদ্যুত না থাকায় মঙ্গলবার ৮৪ হাজার বাড়িতে পানি সরবরাহ করা সম্ভব হয়নি। তবে বুধবার বিদ্যুত সঞ্চালন ফের চালু করায় পানি সরবরাহ ক্রমান্বয়ে বাড়ানো হচ্ছে।

    নতুন মন্ত্রীসভা গঠন করেছেন জাপানের প্রধানমন্ত্রী

    জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে মন্ত্রীসভা রদবদল করেছেন এবং নিম্নোক্তদের মন্ত্রী পদে নিয়োগ দিয়েছেন।

    তারো আসো উপ প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী হিসেবে স্বপদে বহাল আছেন। সানায়ে তাকাইচি স্বরাষ্ট্র ও যোগাযোগ মন্ত্রীর পদে ফিরে এসেছেন। কাৎসুইয়ুকি কাওয়াই বিচার মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

    পররাষ্ট্র মন্ত্রী হচ্ছেন তোশিমিৎসু মোতেগি। আন্তঃ প্রশান্ত মহাসাগর অংশীদার এবং জাপান-যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনায় জাপানের শীর্ষ আলোচক হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে ইতিমধ্যে তিনি সুনাম অর্জন করেছেন।

    শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী হলেন কোইচি হাগিউদা। কাৎসুনোবু কাতো স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রী হিসেবে মন্ত্রীসভায় ফিরে এসেছেন।

    তাকু এতো কৃষি, বন ও মৎস্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। ইসশু সুগাওয়ারা হচ্ছেন অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রী।

    কাযুইয়োশি আকাবাকে ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটন মন্ত্রী হিসেবে নিয়োগ করা হয়েছে। তিনি হলেন মন্ত্রীসভায় ক্ষমতাসীন কোয়ালিশন সরকারের ছোট অংশীদার কোমেই পার্টির একমাত্র সদস্য।

    নতুন পরিবেশ মন্ত্রী হয়েছেন শিনজিরো কোইজুমি। ৩৮ বছর বয়সে তিনি হলেন জাপানের যুদ্ধোত্তর ইতিহাসে মন্ত্রীসভার তৃতীয় কনিষ্ঠতম সদস্য।

    তারো কোনোকে পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়ে এনে নতুন প্রতিরক্ষা মন্ত্রী পদে নিয়োগ দেয়া হয়েছে।

    ইয়োশিহিদে সুগা চীফ ক্যাবিনেট সেক্রেটারি হিসেবে স্বপদে বহাল আছেন।

    কাযুনোরি তানাকা পুনর্গঠন মন্ত্রী হয়েছেন। ২০১১ সালের দুর্যোগে বিধ্বস্ত জাপানের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকার পুনরুদ্ধার তিনি তত্ত্বাবধায়ন করবেন।

    রিউতা তাকেদা হলেন জন প্রশাসনের দায়িত্ব প্রাপ্ত জাতীয় জন নিরাপত্তা কমিশনের প্রধান। পুলিশ প্রশাসনের দেখাশোনা তিনি করবেন।

    সেইইচি এতো হচ্ছেন সমগ্র নাগরিক সমাজকে সক্রিয়ভাবে জড়িত করার দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী। জাপানের বৃদ্ধ হয়ে আসা সমাজে বলিষ্ঠ অর্থনীতি বজায় রাখা ও এগিয়ে নেয়ার প্রচেষ্টায় তিনি নেতৃত্ব দেবেন।

    নাওকাযু তাকেমোতো পেয়েছেন তথ্য প্রযুক্তি নীতির মন্ত্রণালয়। ইয়াসুতোশি নিশিমুরা হলেন অর্থনৈতিক পুনরুদ্ধারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। সেইগো কিতামুরাকে আঞ্চলিক পুনঃ উদ্দীপনা মন্ত্রী নিয়োগ করা হয়েছে।

    সেইকো হাশিমোতো হচ্ছেন টোকিও অলিম্পিক ও প্যারালিম্পিক গেমসের মন্ত্রী। গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা আগামী বছর অনুষ্ঠিত হবে।