• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • টাইফুন ‘লিংলিং’ এর ফলে জাপানে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা

    আগামী কাল পর্যন্ত টাইফুন লিংলিংএর ফলে পশ্চিম জাপানে প্রবল বৃষ্টিপাত হতে পারে বলে জাপানের আবহাওয়া এজেন্সি, সম্ভাব্য দুর্যোগের জন্য প্রস্তুতি নিতে জনগণের প্রতি আহ্বান জানাচ্ছে।

    এজেন্সি বলে যে, টাইফুনের দ্বারা সৃষ্ট অস্থিতিশীল আবহাওয়ার দরুন কিউশু, শিকোকু এবং নানসেই দ্বীপপুঞ্জে প্রবল বৃষ্টিপাত হতে পারে।

    আবহাওয়া এজেন্সি, সম্ভাব্য ভূমিধ্বস, বন্যা, নদী ফুলে ওঠা, বজ্রপাত এবং প্রচণ্ড বাতাসের বিরুদ্ধে সতর্ক থাকতে লোকজনদের পরামর্শ দিচ্ছে।

    জাপানের গুরুত্বপূর্ণ আবিষ্কারের তালিকায় যুক্ত হল নিকন ক্যামেরা

    জাপানের জাতীয় প্রকৃতি ও বিজ্ঞান যাদুঘর শিল্পের বিকাশ এবং মানুষের জীবনযাত্রায় পরিবর্তন আনা আবিষ্কারের তালিকায় ২৬টি নতুন পণ্য যুক্ত করেছে।

    বিজ্ঞান ও প্রযুক্তির জন্য আবশ্যকীয় ঐতিহাসিক উপাদানের এই তালিকায় জাপানে উৎপাদিত প্রযুক্তিগুলোর স্মৃতি রক্ষা করা হয়ে থাকে।

    চলতি বছর যুক্ত হওয়া পণ্যগুলোর মধ্যে রয়েছে ১৯৫৯ সালে আবিষ্কৃত নিকন-এফ, একক লেন্স রিফ্লেক্স ক্যামেরা। উচ্চ ছবি তোলার মান এবং ব্যবহারিক কার্যাবলীর কারণে ক্যামেরাটি বিশ্বজুড়ে পেশাদার এবং সৌখিন ব্যবহারকারীদের প্রশংসা কুড়িয়েছিল। এটি জাপানকে ক্যামেরা উৎপাদনের ক্ষেত্রে নেতৃত্ব দেয়া এক দেশে পরিণত হতে সাহায্য করেছিল।

    এছাড়া, তালিকায় যুক্ত হওয়া নতুন পণ্যের মধ্যে ১৯৮৪ সালে আবিষ্কৃত সনি কোম্পানির একটি বহনযোগ্য সিডি প্লেয়ারও রয়েছে। এটি ছিল বিশ্বে এধরণের প্রথম পণ্য এবং সেসময় সিডির ব্যবহার ছড়িয়ে দেয়ার ক্ষেত্রে অন্যতম চালিকাশক্তি হিসেবে এটি ভূমিকা রাখে।

    উল্লেখ্য, জাতীয় প্রকৃতি ও বিজ্ঞান যাদুঘরের এই তালিকায় এখন মোট ২শ ৮৫টি আবিষ্কার যুক্ত আছে।

    চলতি মাসের ১১ তারিখ মন্ত্রীসভায় রদবদল আনবেন জাপানের প্রধানমন্ত্রী

    জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে এই তথ্য উন্মোচন করেছেন যে আগামী সপ্তাহের বুধবার তিনি মন্ত্রীসভার পাশাপাশি ক্ষমতাসীন দলের নির্বাহীদের মধ্যে রদবদল ঘটাতে চান।

    আজ ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক বৈঠকে আবে বক্তব্য রাখেন।

    তিনি বলেন, সংসদের উচ্চ-কক্ষের নির্বাচনে জাপানি নাগরিকদের উচ্চ সমর্থন ও আস্থা প্রদর্শনের জবাবে তিনি স্থিতিশীলতা এবং চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী করে মন্ত্রীসভা পুনর্গঠন করবেন।

    এনএইচকে জানতে পেরেছে যে, রাজনৈতিক ধারাবাহিকতা ও স্থিতিশীলতার উপর জোর দিয়ে আবে বর্তমানে উপ-প্রধানমন্ত্রী এবং অর্থ মন্ত্রী হিসেবে দ্বৈত ভূমিকা রাখা তারো আসো এবং চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিহিদে সুগা’কে তাদের স্ব-পদে বহাল রাখার পরিকল্পনা করছেন।

    আমাজান অববাহিকায় বাড়ছে আগুনের ঘটনা

    ব্রাজিল সরকার কৃষিকাজের জন্য কৃষকদের বন পোড়ানোর অনুমোদিত লাইসেন্স বাতিল করা সত্ত্বেও দেশটির আমাজান অববাহিকায় আগুন ছড়িয়ে পড়ার ঘটনা বাড়ছে।

    সরকারের এই নিষেধাজ্ঞা জারির পরে প্রথম ৪৮ ঘন্টায় নতুন করে ৩,৮৫৯ টি অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়েছে। এরমধ্যে ২০০০টি আমাজান অঞ্চলে। ন্যাশনাল স্পেস রিসার্চ ইন্সস্টিটিউট (আইএনপিই) স্যাটেলাইট ডাটায় এ তথ্য জানায়।

    আইএনপিই জানায়, ব্রাজিলে গত জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত রেকর্ড ৮৮,৮১৬টি আগুনের ঘটনার ৫১.৯ শতাংশ ঘটেছে আমাজান রেইন ফরেস্টে।

    ব্রাজিলের আমাজান অঞ্চলে এখন খরা মৌসুম। তবে বিশেষজ্ঞরা বলছেন,পুর্ববর্তী বছরগুলোর চেয়ে ২০১৯ বৃষ্টিপাত বেশী।আমাজানে আগুনের ঘটনার জন্য তারা প্রাকৃতিকভাবে আগুন লাগাকে গুরুত্ব দিচ্ছেন না।

    বিশ্লেষকরা বলেন, বন পোড়ানো নিষিদ্ধ করার ঘোষণা বেশ দেরীতে হয়েছে এবং বিষয়টি নিয়ে বেশী রাজনীতি হয়েছে।

    চাষাবাদের জন্য রেইন ফরেস্টের অরণ্য ধ্বংস অত্যন্ত গুরুতর হুমকি। বলিভিয়া, ব্রাজিল, করম্বিয়া, ইকুয়েডর, ফ্রেন্স গায়ানা,গায়ানা, পেরু, সুরিনাম এবং ভেনিজুয়েলায় ডি-ফরেস্টেশন একটি বড় সমস্যা।

    জাপানে দুর্যোগ প্রতিরোধ দিবসে ভূমিকম্প মহড়ার আয়োজন

    আজ জাতীয় দুর্যোগ প্রতিরোধ দিবসে জাপানের কর্তৃপক্ষ টোকিও মেট্রোপলিটন এলাকায় একটি মহা-ভূমিকম্প আঘাত হানা-পরবর্তী পরিস্থিতির জন্য একটি প্রস্তুতিমূলক মহড়ার আয়োজন করে।

    উল্লেখ্য, প্রতি বছর সেপ্টেম্বর মাসের প্রথম দিন জাপান ১৯২৩ সালে টোকিও এবং এর আশেপাশে সংঘটিত প্রায় লক্ষাধিক মানুষ নিহত হওয়া কান্তো মহা-ভূমিকম্পকে স্মরণ করে থাকে।

    সকাল ৭টার দিকে টোকিওর কেন্দ্রস্থলের ২৩টি ওয়ার্ডের মধ্যে এপিসেন্টার বা ভূকম্পন বিন্দু সীমাবদ্ধ থাকা এবং দক্ষিণ কান্তো অঞ্চলে ০ থেকে ৭ মাত্রার জাপানি ভূকম্পন পরিমাপকে ৬ বা ৭ মাত্রায় রেকর্ড হওয়া ৭.৩ মাত্রায় আঘাত হানা একটি ভূমিকম্পের দৃশ্য-কল্প বিবেচনায় চলতি বছরের মহড়াটি আয়োজিত হয়।

    মহড়ার অংশ হিসেবে মন্ত্রী এবং কর্মকর্তারা প্রধানমন্ত্রীর দপ্তরে সমবেত হয়ে একটি জরুরি টাস্কফোর্স বৈঠকে অংশ নেন। তাদের ধ্বংসযজ্ঞের ব্যাপ্তি সম্পর্কে অবহিত করা হয় এবং তারা ঐ দুর্যোগে সরকারের সাড়া দেয়ার নানা দিক নিয়ে আলোচনা করেন।

    এছাড়া, এসময় এ ধরণের একটি ভূমিকম্পে মারাত্মক ক্ষয়ক্ষতির শিকার হবার আশংকা থাকা চিবা জেলার গভর্নরের সঙ্গেও একটি ভিডিও বৈঠকে অংশ নেন তারা। এসময় তাদেরকে সেখানকার পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয় এবং ঠিক কি ধরণের সহায়তার প্রয়োজন হবে, সেটিও নিরূপণ করা হয়।

    মন্ত্রীপরিষদের সদস্যরা অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা এবং দেশের রাজধানী হিসেবে টোকিওর কার্যক্রম বজায় রাখার মত মৌলিক নীতিসমূহ নিশ্চিত করে নেন।

    এছাড়া, আজ পুরো জাপান জুড়ে অন্যান্য দুর্যোগ মহড়াও আয়োজিত হয়েছে।

    ‘মাংসাশী’ থেকে ‘তৃণভোজী’

    মাংসাশী প্রাণীদের কথা উঠলে প্রথমে কার কথা মনে পড়ে? নিশ্চয়ই বাঘ ও সিংহ হবে। কিন্তু অভয়ারণ্যের একটি ভাইরাল ভিডিও দেখলে মনে হবে এতদিন আপনি যা জানতেন তা ভুল ছাড়া আর কিছুই নয়।
    কারণ স¤প্রতি ভারতের গুজরাটের গির জঙ্গলে দেখা মিলেছে ‘তৃণভোজী’ সিংহের। এই পশুরাজই এখন টক অফ দ্য টাউন। ভাইরাল ভিডিওতে দেখা গেছে, একটি সবুজ গাছগাছালিতে ভরা জঙ্গলের মাঝে দাঁড়িয়ে রয়েছে পশুরাজ। একবার চারদিক দেখে খাওয়া শুরু।

    নাহ, সে কোনও পশু শিকার করে খাচ্ছে না। পরিবর্তে সবুজ কচি ঘাস খেয়েই পেট ভরাচ্ছে। অভয়ারণ্যের এ দৃশ্য যে বিরল তা আর নতুন করে বলার কিছুই নেই। তাই অনেকেই বিরল ঘটনা স্মার্টফোনে ক্যামেরাবন্দি করেছেন। আর বিরল এই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার না করে কী থাকা যায়? তাই তা ভাইরাল হতেও সময় বেশি লাগেনি।

    মুহূর্তের মধ্যে সিংহের ঘাস খাওয়ার ভিডিও ছড়িয়ে পড়ে নেটিজেনদের টাইমলাইনে। এই ভিডিও যিনি দেখছেন, তিনিই অবাক হচ্ছেন। কীভাবে ‘মাংসাশী’ থেকে ‘তৃণভোজী’ হয়ে গেল সিংহ? সেই প্রশ্ন করতে থাকেন নেটিজেনরা।

    রসিক নেটিজেনরা বলছেন সিংহী নাকি ডায়েট করছে। পুরুষ মনে দোলা লাগাতে মাংস ছেড়ে ঘাস খেতে শুরু করেছে সে। পশু বিশেষজ্ঞরা অবশ্য এই ভিডিও দেখে বিশেষ অবাক হননি। তাদের দাবি মাংসাশী বন্যপ্রাণীদের অনেক সময় অম্বল হয়। তখন নিজেকে সুস্থ করে তুলতে ঘাস খায় তারা। এরপর কিছুটা বমি হলেই ফিট হয়ে যায় বন্যপ্রাণীরা। হয়তো সিংহের ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে।

    আবার কারও কারও দাবি, অস্তিত্ব বজায় রাখার জন্য অনেক পশুই আজকাল তাদের অভ্যাস বদলাচ্ছে। হয়তো তাই নিজের খাদ্যাভ্যাস বদলাতে শুরু করেছে ক্যামেরাবন্দি সিংহ। তবে গবেষণা না করে নিশ্চিতভাবে কিছুই বলতে রাজি নন পশু বিশেষজ্ঞরা।

    থাইল্যান্ডে টয়োটার ব্যাটারির পুনপ্রক্রিয়াজাতকরণ

    টয়োটা মোটর জানিয়েছে যে, এই কোম্পানি থাইল্যান্ডে মোটর গাড়ির ব্যাটারির পুন প্রক্রিয়াজাতকরণের একটি কারখানা খুলবে। জাপানের বাইরে এটি হবে কোম্পানিটির এধরণের কারখানা স্থাপনের প্রথম প্রয়াস।

    গতকাল এই স্থাপনাটিকে, সংবাদ মাধ্যমের কাছে উন্মুক্ত করা হয়। এই কারখানায় এধরণের সক্ষমতা সম্পন্ন যন্ত্র আছে যা’ মাত্র কয়েক মিনিটের মধ্যেই ব্যাটারির ক্ষয়ের মাত্রা পরিমাপ করতে পারে।

    কারখানার কর্মীরা, পুরানো যন্ত্রাংশ ব্যবহার করে নতুন ব্যাটারি সংযোজন করতে পারবেন। তারপর, এ সব ব্যাটারিকে গাড়ি, সৌর প্যানেল এবং অন্যান্য পণ্য তৈরির জন্য ব্যবহার করা হবে। যে সব ব্যাটারিকে সারানো যাবে না সে গুলোকে ভেঙ্গে করে ধাতব অংশগুলো বের করে নেওয়া হবে।

    উল্লেখ্য টয়োটা, এশিয়ার উদীয়মান অর্থনীতির দেশগুলোর উপর দৃষ্টি নিবদ্ধ করে এসেছে। এধরণের বহু দেশ, আরও কঠোর পরিবেশগত নিয়মাবলী প্রবর্তন করেছে। তারফলে, দেশগুলো হাইব্রিড এবং বৈদ্যুতিক যানের জন্য লাভজনক বাজারে পরিণত হয়েছে।

    টয়োটা জানিয়েছে যে, সক্ষমতা বৃদ্ধির জন্য তারা অন্যান্য মোটর গাড়ি প্রস্তুতকারীদের ব্যাটারিও কাজে লাগাবে।