• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • হত্যা মামলার সাক্ষী টিয়াপাখি!

    যুক্তরাষ্ট্রের মিশিগানে একটি হত্যা মামলায় টিয়াপাখিতে সাক্ষী করা হতে পারে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পোষা এক আফ্রিকান বাদামি টিয়াপাখিকে সাক্ষী করার কথা ভাবছেন সরকারি আইনজীবী।
    সোমবার বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে নিউওয়েগোর বাসিন্দা মার্টিন ডারহ্যাম হত্যার জন্য তার স্ত্রী গ্লেনা ডারহ্যামকে (৪৮) অভিযুক্ত করা হয়। ২০১৫ সালে সংঘটিত হত্যাকাণ্ডের সময় বাড নামে একটি টিয়াপাখি পুষতেন ঐ দম্পতি।
    মার্টিনের স্বজনদের দাবি, বাডের সাক্ষ্য নিলে হত্যাকাণ্ড ঘটার সময় তাদের মধ্যকার কথাবার্তা সম্পর্কে জানা যাবে। টিয়াপাখিটি সেসময়কার উচ্চারিত বুলিগুলো অনবরত আওরাচ্ছে।
    টিয়াপাখিকে সাক্ষী করার বিষয়টি ভেবে দেখা প্রয়োজন বলে জানান নিউওয়েগো কাউন্টির সরকারি আইনজীবী বরার্ট স্প্রিংস্টেড। তিনি বলেন, টিয়াপাখির বুলি থেকে নেয়া তথ্য কতটা নির্ভরযোগ্য হবে, তা ভেবে দেখা হচ্ছে।

    স্বামী মার্টিন ডারহ্যামকে পাঁচবার গুলি করেন গ্লেনা। পরে নিজেও আত্মহত্যার চেষ্টা করলেও ব্যর্থ হন তিনি।

    টোকিওতে মুন্সিগঞ্জবিক্রমপুর সোসাইটির ইফতার মাহফিল

    রোববার ২৬ জুন ওইয়ামা বুনকা সেন্টারে অনুষ্ঠিত হয়েছে জাপান প্রবাসীদের অন্যতম বৃহৎ আয়োজন মুন্সিগঞ্জ-বিক্রমপুর সোসাইটির ইফতার মাহফিল। কিছু সংখ্যক জাপানি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা ও দূতাবাসের কর্মকর্তারা সহ বিপুল সংখ্যক প্রবাসী ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।

    স্বল্প পরিসরে বিপুল সংখ্যক মানুষের আতিথেয়তা দিতে গিয়ে মুন্সিগঞ্জ বিক্রমপুর সোসাইটির সদস্যদের হিমসিম খেতে দেখা যায়। তা সত্বেও মুখরোচক খাবার আর আতিথেয়তা সকলকে মুগ্ধ করে।

    অনেকেই মন্তব্য করেন “আজকেই মনে হচ্ছে ঈদ” বলে মন্তব্য করেন।

    সোসাইটির সভাপতি বাদল চাকলাদার, উপদেষ্টা খন্দকার আসলাম হীরা সহ মুন্সিগঞ্জ বিক্রপুর সোসাইটির প্রায় সকল সদস্যকে অতিথি আপ্যায়নে ব্যস্ত থাকতে দেখা যায়।

    ইফতারের পূর্বে রাষ্ট্রদূত সহ সংশ্লিষ্ট ২/৩ জন বক্তব্য রাখেন। এর আগের রোববার আওয়ামী লীগ জাপান শাখাও অনুরূপ বক্তব্যের আনুষ্ঠানিকতা না রেখে সকলের কাছে ভিন্ন মাত্রা যোগ করেছিলো। অনেকের মন্তব্য ছিলো ইফতার মাহফিলে সাধারণ বক্তব্যের বদলে ধর্মীয় আলোচনাই প্রাধান্য পাওয়া উচিত।
    অনুষ্ঠানে রাষ্ট্রদূতকে ঘিরে অনেকের ছবি তোলার প্রতিযোগীতা ছিলো দৃষ্টিকটু, এ সময় রাষ্ট্রদূতকেও বিব্রত হতে দেখা যায়।
    প্রবাসে বাংলাদেশের আন্তরিক আতিথেয়তার প্রমাণ রাখলেন বিক্রমপুরবাসীরা।