• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • মোহাম্মদ আলীর ইচ্ছানুযায়ী ইসলামিক নিয়মেই দাফন হবে এবং বিভিন্ন ভাষায় সম্প্রচারিত হবে অনুষ্ঠান: গ্রেটেস্ট মোহাম্মদ আলীর দাফন শুক্রবার   

    তিনি নিজের সৎকর্মের দ্বারা বিশ্বের কোটি কোটি মানুষের অন্তরে জায়গা করে নিয়েছেন -এরদোগান ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের লুইসভিলে নিজের শহরে গ্রেটেস্ট কিংবদন্তিতুল্য মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর দাফন হবে বলে জানা গেছে। আগামী শুক্রবার (১০ জুন) স্থানীয় সময় দুপুর ২টা থেকে শহরের কেএফসি ইয়োম সেন্টারে দাফনের প্রস্তুতি সম্পন্ন হবে। অনুষ্ঠানটি অনলাইনে বিভিন্ন ভাষায় সরাসরি সম্প্রচার করা হবে। এ সম্পর্কে তার পরিবারের মুখপাত্র বব গানেল জানান। তবে এতে ধর্ম-মত নির্বিশেষে সবাই অংশ নিতে পারবেন। কেননা আলী ছিলেন বিশ্ব নাগরিক এবং তিনি জীবনের সকল ক্ষেত্রে মানুষের সাহচর্য পছন্দ করতেন। তবে তাকে কোথায় সমাহিত করা হবে তা এখনও জানা যায়নি। তার শেষকৃত্যে আরো আনেকের মধ্যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, অভিনেতা বিলি ক্রিস্টাল ও সাংবাদিক ব্রায়ান্ট গাম্বেল অংশ নেবেন। গত শনিবার আরিজোনার স্কটসডেলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মুখপাত্র বব গানেল আরো জানান, আরিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্স হাসপাতালে গত শুক্রবার স্থানীয় সময় রাত ৯টা ১০ মিনিটে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনবারের হেভিওয়েট চ্যাম্পিয়ন ও বিশ্বের গ্রেটেস্ট ক্রীড়াবিদ ও মানবাধিকার প্রতিষ্ঠার এই সংগ্রামী নেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তার পরিবারের সদস্যরা বলছেন, তিনি সেপটিক শকে আক্রান্ত হয়ে মারা গেছেন। গত ৩২ বছর ধরেই তিনি পারকিসসন রোগে ভুগছিলেন। অপর এক খবরে বলা হয়, কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ  আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার জন্য মহান আল্লাহর কাছে রহমত ও ক্ষমা কামনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। প্রেসিডেন্ট এরদোগান নিজের টুইটারে এক বার্তায় বলেন, মোহাম্মদ আলী ছিলেন বিংশ শতাব্দীর সবচেয়ে প্রভাবশালী ক্রীড়া ব্যক্তিত্ব। তিনি বলেন, মোহাম্মদ আলী যিনি শুক্রবার ইন্তেকাল করেছেন তিনি ছিলেন অসাধারণ ক্রীড়াবিদ। তিনি নিজের সৎকর্মের দ্বারা বিশ্বের কোটি কোটি মানুষের অন্তরে জায়গা করে নিয়েছেন। তিনি একজন অসাধারণ মানুষ ছিলেন। তিনি আরো বলেন, কিংবদন্তি মুষ্টিযোদ্ধা সারাজীবন বর্ণবাদ ও বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন, যা কখনো ভুলে যাবার নয়। আল্লাহ তাকে ক্ষমা ও রহম করুন। মোহাম্মদ  আলী এমন ব্যক্তিত্ব ছিলেন যার সাহস, দৃঢ় বিশ্বাস এবং সংকল্প বিশ্ব মানবতাকে অনুপ্রাণিত করেছে। দীর্ঘ ৩২ বছর পারকিনসন্স ব্যাধির সঙ্গে সংগ্রাম করে মারা গেছেন বিশ্বের সর্বকালের সেরা মুষ্টিযোদ্ধা তিনবারের বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন মোহাম্মদ আলী। এর বাইরেও ক্যারিসমেটিক ব্যক্তিত্ব, সামাজিক ও রাজনৈতিক কর্মের মাধ্যমে বিশ্ব দরবারে খ্যাতি অর্জন করেন তিনি। প্রথম বিশ্ব হেভিওয়েট পদক পাওয়ার তিন বছর পর ১৯৬৭ সালে ভিয়েতনাম যুদ্ধকে মোহাম্মদ  আলী অনৈতিক আখ্যায়িত করে প্রত্যাখ্যান করেন। নিজেকে একজন ন্যায়বান আপত্তিকারী হিসেবে উপস্থাপন করে ওই যুদ্ধে অংশগ্রহণ করতে তিনি অস্বীকৃতি জানান। যদিও সামরিক সেবার জন্য তিনি নিবন্ধিত ছিলেন। এ কথাও যোগ করেন এরদোগান।

    রমজানের শুভেচ্ছা জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

    পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্রিটেন ও বিশ্বের মুসলমান সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। রবিবার প্রধানমন্ত্রীর অফিস ১০ ডাউনিং স্ট্রিট থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।
    শুভেচ্ছা বার্তায় ডেভিড ক্যামেরন বলেন, পবিত্র রমজান এমন একটি সময় যখন মসজিদগুলো তাদের দরজা খুলে দেয়, কমিউনিটি সেন্টারগুলো প্রতিবেশীদের স্বাগত জানায়। এমনকি সিনাগগ ও চার্চগুলোও মুসলিম রোজাদারদের ইফতারের জন্য তাদের জায়গা ছেড়ে দেয়। এতে সবার সঙ্গে বন্ধন আরও বেড়ে যায়।
    তিনি বলেন, এই মাসে মুসলমানদের ধর্ম বিশ্বাসের একটি পরীক্ষা। এই মাসে রোজাদাররা নিজেদের ইবাদতের পাশাপাশি দানের হাত প্রসারিত করেন। অসহায়ের পাশে এসে দাঁড়ান।
    ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, আসুন আমরা কমিউনিটির অনুষ্ঠান ও ইফতারে মিলিত হই। চলুন ভিন্ন ভিন্ন জাতি ও ভিন্ন ভিন্ন মতে বিশ্বাসীরা আমাদের গর্বকে একসঙ্গে উদযাপন করি। ব্রিটেন ও বিশ্বের সব মুসলমানকে রমজানের শুভেচ্ছা।