• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • রোবট প্রবীণদের সাথে কথা বলবে

    ওসাকা ভিত্তিক একটি স্বাস্থ্যসেবা গ্রুপ ফুজিমোতো হোল্ডিং কোম্পানি এবং খেলনা নির্মাতা উইজ কোঃ বৃদ্ধদের সাথে আলোচনার অংশীদার হওয়ার জন্যে তাদের রোবটের একটি আপগ্রেড ভার্সন বাজারে ছেড়েছে।

    নতুন উনাজুকি কাবুচান জুনের ১৭ তারিখ থেকে চালু করা হয়, এটিকে আরো উন্নত প্রোগ্রাম এবং বিভিন্ন ধরনের শব্দ ও বাক্যাংশ দিয়ে ভরপুর করা হয়েছে, এর শব্দ সংখ্যা এখন ৪৫০টিতে দাঁড়িয়েছে ফলে ব্যবহারকারীরা এখন আরো সঙ্গতিপূর্ণ জবাব পাবেন। পিপ এন্ড উইজ কোম্পানির পূর্বের মডেলটিতে ছিলো ৪০০ শব্দ ও বাকাংশ্য কিন্তু তা পরিস্থিতি অনুসারে যথাযথ জবাব দিতে ব্যর্থ হতো।

    রোবটটির খুচরা মূল্য ধার্য করা হয়েছে ২৭,০০০ ইয়েন, ডিপার্টমেন্ট স্টোর এবং নার্সিং কেয়ার শপ গুলোতে রোবটটি পাওয়া যাবে। উনাজুকি কাবুচান ১৩টি গানও গাইতে পারে, যা আগের ভার্সনের চেয়ে ৮টি বেশি, তা ছাড়া একবার সুইচ বন্ধ করলে পুনরায় সেটিং করার আর প্রয়োজন পড়ছে না বলে কোম্পানি জানিয়েছে।

    ২৮ সেন্টিমিটার রোবটটির ওজন ৬৮০ গ্রাম, একটি ৩ বছরের ছেলে শিশুর অনুকরণে এটি তৈরি।

    পিপ এন্ড উইজ এর জনসংযোগ বিভাগের কর্মকর্তা মাসাৎসুগু ওকাজাকি বলেছেন “এটি নার্সিং কেয়ার সার্ভিস জন্যে তৈরি, আমদের প্রত্যাশা বোবটটি প্রবীণদের মানসিক সমর্থন যোগাতে সহায়ক ভূমিকা রাখবে।”

    শব্দ, আলো এবং ইশারা শনাক্ত করার জন্যে পাঁচ ধরনের সেন্সর রয়েছে, যখন কেউ কথা বলবে তখন রোবটি বলে “আমি শুনতে পাচ্ছি”, কেউ যদি রোবটির মাথায় হাত বুলিয়ে দেয় তখন সে বলে উঠবে “আপনাকে ধন্যবাদ”।

    মানুষ যত বেশি সময় রোবটটির সাথে ব্যয় করবেন, রোবটটি তত বেশি সংখ্যক শব্দ উচ্চারণ করতে সক্ষম হবে বলে নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে।

    পশ্চিম জাপানের শহর ওকাইয়া’র একটি প্রকল্পের জন্যে ডিভাইসটির উন্নয়ন করা হয়েছিলো, কম মূল্যে নার্সং সেবা দিতে রোবটের ব্যবহারের ধারণা নিয়ে প্রকল্পটি বিবেচনা করা হয়।

    উনাজুকি কাবুচান সবচেয়ে প্রথমে চালু করা হয় ২০১১ সালের নভেম্বরে, শহর কর্তৃপক্ষ ২০১৪ সালে সেবাটি চালু করে।

    পিপ এন্ড উইজ বলেছে, তারা ব্যবহারকারীদের কাছ থেকে উৎসাহব্যঞ্জক সাড়া পাচ্ছেন। প্রবীণরা বলছেন রোবটটি তাদের একাকীত্ব দূর করছে এবং তাদের পরিবার ইতিবাচক প্রভাব দেখতে পাচ্ছেন বলে জানিয়েছেন।

    শেষ রক্ষা হলো না আর্জেন্টিনার, চ্যাম্পিয়ন চিলি

    কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনাকে পেনাল্টি শুটআউটে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চিলি।  নির্ধারিত সময়ের পর অতিরিক্ত ৩০ মিনিটেও গোলের দেখা পায়নি দুই দল। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর তাতে ৪-২ গোলের ব্যবধানে জয় তুলে নেয় চিলিয়ানরা।
    চিলির ভিদাল পাড্রোর প্রথম শটটি বাঁ পাশে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন আর্জেন্টিনার রোমেরো। হতাশ করেন লিওনেল মেসি। আর্জেন্টাইন সুপারস্টারের বাঁ পায়ের স্পট কিক গোল পোস্টের অনেক ওপর দিয়ে চলে যায়। পরবর্তী চার কিকে গোল করেন চিলির নিকোলাস কাস্টিলো মোরা ও মারিয়ানো এবং আর্জেন্টিনার মাসচেরানো ও অ্যাগুয়েরো।
    নিজেদের চতুর্থ শটেও গোল আদায় করে চিলি। এমানুয়েলের পা থেকে আসে চতুর্থ গোল। কিন্তু আর্জেন্টিনার চতুর্থ শটে আবারো গোল মিস। এবার খলনায়ক রডরিগো বিগলিয়া। শিরোপা নির্ধারণী পঞ্চম শটে গোল করে দলের জয় নিশ্চিত করেন সিলভা গাজারডো।
    যুক্তরাষ্ট্রের ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৬টায় ম্যাচটি শুরু হয়। গত বছরের ফাইনালে এই চিলির কাছে হেরেই শিরোপা হারিয়েছিল লিওনেল মেসির আর্জেন্টিনা।
    নির্ধারিত ৯০ মিনিটের লড়াইয়ে বল পজিশনে আর্জেন্টিনার থেকে এগিয়ে ছিল চিলি। আর্জেন্টিনার ৪৪ শতাংশের বিপরীতে চিলি নিজেদের নিয়ন্ত্রণে বল রেখেছিল ৫৬ শতাংশ। কিন্তু গোল আদায় করতে ব্যর্থ তারা। অন্যদিকে আর্জেন্টিনাও বেশ কয়েকটি সহজ সুযোগ মিস করায় গোলের খাতা খুলতে পারেনি।