• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • ‘মুসলিমদের খারাপ না ভেবে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করুন’

    আমেরিকান সকল মুসলিমদের খারাপ না ভেবে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার উপায় খুঁজে বের করা উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন। ফ্লোরিডার অরল্যান্ডোতে শনিবার মধ্যরাতে একটি নৈশক্লাবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলার পর সোমবার এ কথা বলেন হিলারি।
    নৈশক্লাবটিতে হামলায় ৫০ জন নিহত হয়। পুলিশের গুলিতে মারা যায় হামলাকারী ওমর সিদ্দিকী মতিন। আফগান বংশোদ্ভূত মার্কিন অভিবাসীর সন্তান ২৯ বছর বয়সী মতিনের জন্ম নিউ ইয়র্কে। তিনি ফ্লোরিডায় থাকতেন।
    হামলার পর রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের মসজিদগুলোর উপর নজরদারি করার আহ্বান জানান। গত বছর নির্বাচনী প্রচারণার শুরু থেকেই মুসলিম বিদ্বেষী মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছিলেন ট্রাম্প। তখন তিনি যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশের উপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দিয়েছিলন। ফ্লোরিডায় বন্দুক হামলার পর আবারো ওই প্রস্তাব দেন ট্রাম্প।
    অন্যদিকে ডেমোক্রেটিক দলীয় প্রার্থী হিলারি বলেন, পক্ষাবলম্বন নয় বরং রাষ্ট্র পরিচালনায় দক্ষতার পরিচয় দিন। বন্দুকধারীদের আক্রমণ প্রতিহত করতে কঠোর ব্যবস্থা গ্রহণের পক্ষে নিজের সমর্থন জানিয়ে হিলারি আরো বলেন, ইন্টারনেটে নজরদারি আরো বাড়াতে হবে। আমেরিকান মুসলিমদের অধিকার সুরক্ষায় তিনি প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানান হিলারি।
    টেলিভিশন চ্যানেল এমএসএনবিসি নেটওয়ার্কে হিলারি বলেন, আমরা একটি ধর্মকে সার্বিকভাবে খারাপ বলে এবং গলাবাজির মাধ্যমে সমর্থন আদায় করে ওই ধর্মের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারি না। সেটা খুবই ভয়ঙ্কর হবে।
    যুক্তরাষ্ট্রের যেসব নাগরিক নিরাপত্তা বাহিনীর নজরদারিতে রয়েছে তারা যেন আগ্নেয়াস্ত্র ক্রয় করতে না পারে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন হিলারি।

    কিউশুতে শক্তিশালী ভূমিকম্পের সতর্কতা জারি

    জাপানের আবহাওয়া বিভাগ দক্ষিণ পশ্চিম জাপানের কিউশু অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে এবং সে কারণে তারা স্থানীয় জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

    কুমামোতো প্রিফেকচারের ইয়াৎসুশিরো শহরে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার ২ ঘন্টা পরেই গেন আওকি এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। রোববার রাত ১০টায় সেখানে ভূমিকম্প আঘাত হানে, যার মাত্রা ছিলো ০ থেকে ৭ মাত্রার জাপানি স্কেলে ৫ এর কম।

    আওকি উপদ্রুত এলাকার জনসাধারণকে বৃষ্টি এবং ভূ-কম্পীয় তৎপরতা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। ভূমিকম্প সেখানকার বাড়িঘর গুলোকে আরো নাজুক পরিস্থিতির মধ্যে ঠেলে দিতে পারে এবং ভূমিধসেরও সম্ভাবনা রয়েছে।

    আওকি বলেন আগামী মাসের মধ্যে কিউশু’র মানুষ ৫ এর বেশি মাত্রার ভূমিকম্পের মুখোমুখি হতে পারেন।

    কর্মকর্তারা কিউশুর অন্যান্য স্থানেও শক্তিশালী ভূমিকম্পের সতর্কতার কথা উল্লেখ করেছেন, গত এপ্রিলে অঞ্চলটি ধারাবাহিক ভূমিকম্পের শিকার হয়।

    আওকি সকলকে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।