• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • চীনের নৌতৎপরায় জাপান উদ্বিগ্ন

    জাপান সরকারের শীর্ষ মুখপাত্র বলেছেন জাপানের সমুদ্রসীমার আশেপাশে চীনের নৌ-তৎপরতায় উদ্বিগ্ন।

    প্রধান মন্ত্রীপরিষদ সচিব ইয়োশিহিদে সুগা শুক্রবার বলেছেন সরকার জলসীমায় টহল অব্যাহত রাখবে।

    গত বৃহস্পতিবার চীনের একটি তথ্য সংগ্রহকারী জাহাজ ওকিনাওয়া প্রিফেকচার সংলগ্ন সমুদ্রে জরিপ চালায়। এর একদিন পরেই জাহাজটি জাপানের সমুদ্রসীমায় অনুপ্রবেশ করে।

    পররাষ্ট্র মন্ত্রী ফুমিও কিশিদা জানিয়েছেন জাপানের উদ্বেগের কথা ইতিমধ্যেই চীনকে অবহিত করা হয়েছে।

    প্রতিরক্ষা মন্ত্রী গেন নাকাতানি বলেছেন চীনা জাহাজ গুলো জাপানি সমুদ্রসীমায় কোনো পূর্ব বিজ্ঞপ্তি ছাড়াই অনুপ্রবেশ করে। সামরিন জাহাজ কোনো দেশের জলসীমায় প্রবেশের পূর্ব অবশ্যই সেই দেশকে অবহিত করবে।

    মুসলমানদের মঙ্গল গ্রহে পাঠিয়ে দেওয়া উচিত :ট্রাম্প

    ফের মুসলিম-বিরোধী কথা বলে বিতর্কে ডোনাল্ড ট্রাম্প। এ বার আরও এক ধাপ এগিয়ে তিনি বলেন, ‘পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনতে মুসলিম সম্প্রদায়কে মঙ্গল গ্রহে পাঠিয়ে দেওয়া উচিত।’  এ ব্যাপারে তিনি একটি শর্তসাপেক্ষে প্রস্তাবও দিয়েছেন বিজ্ঞানী ইলন মাস্ককে। মাস্ককে তিনি প্রস্তাব দেন, যদি তিনি তার রকেটে করে মুসলিমদের মঙ্গলে পাঠিয়ে দিতে পারেন, তা হলে তাকে তার সরকারের পরিবহন মন্ত্রীর পদ দেবেন। ট্রাম্পের মতে, এতে যেমন মুসলিমদের উপকার হবে, তেমনই বিশ্বে শান্তির আবহ ফিরে আসবে।

    ট্রাম্প আরো বলেছেন, পৃথিবীতে শান্তি আনতে এবং আমেরিকাকে ধর্ষক মুক্ত করতে এর থেকে ভাল এবং কার্যকরী উপায় হতে পারে না। তবে এখানেই থেমে থাকেননি মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী। তিনি বলেন, ‘বিশ্বাস করুন মুসলিমদের আমি ভালবাসি। আর সে কারণেই আমেরিকায় তাদের অনুপস্থিতি আমার হূদয়কে আনন্দে ভরিয়ে তুলবে।’

    এদিকে, ট্রাম্পের এই মুসলিম বিরোধী মন্তব্যে ফের সরগরম হয়ে উঠেছে মার্কিন রাজনীতি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ বলেছেন, ‘আধুনিক মার্কিন ইতিহাসে ট্রাম্প একজন মুসলিম-বিরোধী আইকন।’ উল্লেখ্য গত বছর ট্রাম্প বলেছিলেন, ‘পুরো আমেরিকায় মুসলিমদের ঢোকা বন্ধ করে দেওয়া উচিত।’