চীনের নৌতৎপরায় জাপান উদ্বিগ্ন

জাপান সরকারের শীর্ষ মুখপাত্র বলেছেন জাপানের সমুদ্রসীমার আশেপাশে চীনের নৌ-তৎপরতায় উদ্বিগ্ন।

প্রধান মন্ত্রীপরিষদ সচিব ইয়োশিহিদে সুগা শুক্রবার বলেছেন সরকার জলসীমায় টহল অব্যাহত রাখবে।

গত বৃহস্পতিবার চীনের একটি তথ্য সংগ্রহকারী জাহাজ ওকিনাওয়া প্রিফেকচার সংলগ্ন সমুদ্রে জরিপ চালায়। এর একদিন পরেই জাহাজটি জাপানের সমুদ্রসীমায় অনুপ্রবেশ করে।

পররাষ্ট্র মন্ত্রী ফুমিও কিশিদা জানিয়েছেন জাপানের উদ্বেগের কথা ইতিমধ্যেই চীনকে অবহিত করা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রী গেন নাকাতানি বলেছেন চীনা জাহাজ গুলো জাপানি সমুদ্রসীমায় কোনো পূর্ব বিজ্ঞপ্তি ছাড়াই অনুপ্রবেশ করে। সামরিন জাহাজ কোনো দেশের জলসীমায় প্রবেশের পূর্ব অবশ্যই সেই দেশকে অবহিত করবে।