দুধের প্যাকেটে থাকা এক পরিবারের কাহিনী

ছোটবেলায় বইয়ে পড়া জুতোয় থাকা এক বৃদ্ধার কথা এখন ভুলে যেতে পারেন; কেননা এখন একটি জাপানি পরিবার থাকছেন দুধের প্যাকেটে।

মিরাসাকা হলো একটি শান্ত, অবর্ণিত গ্রাম্য একটি শহর, শহরকে ঘিরে রয়েছে মাঠ এবং অনেক গুলো অনুচ্চ বাড়িঘর। হিরোশিমা স্টেশন থেকে গাড়িতে করে দেড় ঘন্টার মতো দূরে। যদিও শহরটি শান্ত বলেই মনে হয়, এখানে রয়েছে একটি স্থানীয় স্থান নিদর্শন -যেটি শহরকে লক্ষনীয় করে তোলে, মানুষের দৃষ্টি এমন ভাবেই আকর্ষিত হয়েছে যে তা টিভি অনুষ্ঠানেও দর্শকদের মন কেড়ে নিয়েছে।

আকার আর রংয়ে বাড়িটি যেন ঠিক “মাইনিচি গিউনিউ” বা “ডেইলি মিল্ক” ব্র্যন্ডের দুধের প্যাকেট। লাল-সাদা-নীল রংয়ের ভবনটি উচ্চতায় আশেপাশের অন্যান্য ভবন গুলোকে ছাড়িয়ে গেছে।

এই আবাসিক ভবনে আছে একটি দুধের দোকান, যেটি পারিবারিক ভাবে পরিচালনা করা হয়ে থাকে, এখান থেক আশেপাশের এলাকা গুলোতেও দুধ ও দুগ্ধজাত পণ্য সরবরাহ করা হয়।

দৈত্যাকার দুধের প্যাকেটি ৩০ বছরেরও বেশি সময় ধরে শহরের একটি আকর্ষণীয় এলাকা হয়ে রয়েছে। এলাকাবাসীদের আশা আরো অনেক বছর এটি যেন তাদের দুধের উৎস হিসেবে থাকতে পারে।