২০০৫ সালের পর মঙ্গল পৃথিবীর সবচেয়ে নিকটে

এক দশকেরও বেশি সময় পর মঙ্গল গ্রহ পৃথিবীর সবচেয়ে নিকটে চলে এসেছিলো মে মাসের ৩১ তারিখ।

ন্যাশনাল এস্ট্রোনোমিকাল অবজারভেটরি অফ জাপান বলেছে মঙ্গলবার মঙ্গলগ্রহ পৃথিবীর ৭ কোটি ৫০ লক্ষ কিলোমিটারের মধ্যে চলে আসে।

অবজারভেটরি বলেছে আবহাওয়া ভালো থাকলে এমনকি শহরের মানুষরাও লাল গ্রহটিকে খালি চোখে দেখতে পাবেন।

মঙ্গল গ্রহ প্রতি ২৬ মাস পর পর পৃথিবীর নিকটে চলে আসে।

কিন্তু দুই গ্রহের মধ্যে ব্যাবধান একেক সময়ে একেক রকম থাকে কেননা পৃথিবীর কক্ষপথ প্রায় গোলাকার অপর দিকে মঙ্গলের কক্ষপথ ডিম্বাকার।

লাল গ্রহটি এ বছরের গোড়ার তুলনায় এখন ৩ গুন বড় দেখা যাবে।

রাজধানী টোকিওর মানুষজন মঙ্গলবার রাতে রোপ্পোঙ্গীর একটি ৩ তলা ভবনের ছাদে উঠে মঙ্গল গ্রহ দেখার প্রত্যক্ষ করেন।

পশ্চিম জাপানের মিয়াজাকি প্রিফেকচারে রাত ৮টা ৩০ মিনিটের পরে মঙ্গল দৃশ্যমান হয়ে হয়ে। মিয়াজাকি শহরের একটি অবজারভেটরি থেকে উৎসাহী মানুষরা মঙ্গল গ্রহ দেখেন।