হাসপাতাল থেকে ছাড়া পেলো হারিয়ে যাওয়া বালক
হোক্কাইদো’র গহীন জঙ্গলে নিখোঁজ হওয়ার ৬ দিন পর উদ্ধার হওয়া পিতামাতা পরিত্যাক্ত বালককে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।
গত শুক্রবার ইয়ামাতো তানেওকা’কে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া যায়। এর আগে সেল্ফ ডিফেন্স ফোর্সের সদস্যরা জঙ্গলের নিকট একটি স্থান থেকে উদ্ধার করে।
মঙ্গলবার বিকেলে সে তার পিতামাতার সাথে একসাথে হাসপাতাল ত্যাগ করে, এ সময়ে তার সাথে চিকিৎসক ও নার্সরাও ছিলেন। তারা সকলে বালকটি বিদায় জানাসে আসে।
হাসপাতালের সামনে জড় হওয়া মিডিয়ার সামনে সে জানায়, এখন সে ভালো আছে এবং বেসবল খেলতে চায়।
শিশুটির স্কুল কর্তৃপক্ষ তার জন্যে বিশেস কাউন্সিলিং প্রস্তাব দিয়েছে কেননা তার উপর মানসিক একটি চাপ কাজ করে থাকতে পারে।
তার পিতামাতা ছেলেটিকে শাস্তি দেয়ার উদ্দেশ্যে তাকে গাড়ি থেকে গাড়ি থেকে নামিয়ে দেন।