• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • হাসপাতাল থেকে ছাড়া পেলো হারিয়ে যাওয়া বালক

    হোক্কাইদো’র গহীন জঙ্গলে নিখোঁজ হওয়ার ৬ দিন পর উদ্ধার হওয়া পিতামাতা পরিত্যাক্ত বালককে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।

    গত শুক্রবার ইয়ামাতো তানেওকা’কে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া যায়। এর আগে সেল্ফ ডিফেন্স ফোর্সের সদস্যরা জঙ্গলের নিকট একটি স্থান থেকে উদ্ধার করে।

    মঙ্গলবার বিকেলে সে তার পিতামাতার সাথে একসাথে হাসপাতাল ত্যাগ করে, এ সময়ে তার সাথে চিকিৎসক ও নার্সরাও ছিলেন। তারা সকলে বালকটি বিদায় জানাসে আসে।

    হাসপাতালের সামনে জড় হওয়া মিডিয়ার সামনে সে জানায়, এখন সে ভালো আছে এবং বেসবল খেলতে চায়।

    শিশুটির স্কুল কর্তৃপক্ষ তার জন্যে বিশেস কাউন্সিলিং প্রস্তাব দিয়েছে কেননা তার উপর মানসিক একটি চাপ কাজ করে থাকতে পারে।

    তার পিতামাতা ছেলেটিকে শাস্তি দেয়ার উদ্দেশ্যে তাকে গাড়ি থেকে গাড়ি থেকে নামিয়ে দেন।

    মজিলা ফায়ার ফক্সের আইকন কুকুর!

    ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে মজিলা ফায়ার ফক্স ব্রাউজারটি পরিচিত তো বটেই বেশ জনপ্রিয়ও। মজিলা ফায়ার ফক্সের আইকনে থাকা শিয়ালের ছবির সাথে মিল খুঁজে পাওয়া গেছে একটি কুকুরের। পমেরিনিনান এবং হাস্কি জাতের সংকরে তৈরি পোমস্কি জাতের একটি কুকুরের চেহারার সাথে প্রচণ্ড মিল মজিলা ফায়ার ফক্স ব্রাউজারটির আইকনের।
    এই মিলের কারণে অনলাইন দুনিয়ায় রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছে মায়া নামের এই কুকুরটি। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডার বাসিন্দা ডেভ ল্যাসিওর কাছে বড় হওয়া মায়ার একটি ছবি সম্প্রতি অনলাইনে প্রকাশ করা হয়। আর সেই ছবি যারা দেখেছেন তাদের প্রায় সবার চোখেই ভেসে উঠেছে মজিলা ফায়ার ফক্স-এর শিয়ালের আইকনটি। অনেকেই প্রথম ভেবেছিলো এটি বোধ হয় শিয়ালেরই ছবি; কিন্তু পরক্ষণেই তাদের ভুল ভাঙে। মায়ার ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা এখন ২৬ হাজারের বেশি। মায়ার ভক্তদের জন্য এখন তার শখ, তার প্রিয় খাবার সবই তুলে ধরা হচ্ছে ঐ পেজে।