মজিলা ফায়ার ফক্সের আইকন কুকুর!
ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে মজিলা ফায়ার ফক্স ব্রাউজারটি পরিচিত তো বটেই বেশ জনপ্রিয়ও। মজিলা ফায়ার ফক্সের আইকনে থাকা শিয়ালের ছবির সাথে মিল খুঁজে পাওয়া গেছে একটি কুকুরের। পমেরিনিনান এবং হাস্কি জাতের সংকরে তৈরি পোমস্কি জাতের একটি কুকুরের চেহারার সাথে প্রচণ্ড মিল মজিলা ফায়ার ফক্স ব্রাউজারটির আইকনের।
এই মিলের কারণে অনলাইন দুনিয়ায় রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছে মায়া নামের এই কুকুরটি। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডার বাসিন্দা ডেভ ল্যাসিওর কাছে বড় হওয়া মায়ার একটি ছবি সম্প্রতি অনলাইনে প্রকাশ করা হয়। আর সেই ছবি যারা দেখেছেন তাদের প্রায় সবার চোখেই ভেসে উঠেছে মজিলা ফায়ার ফক্স-এর শিয়ালের আইকনটি। অনেকেই প্রথম ভেবেছিলো এটি বোধ হয় শিয়ালেরই ছবি; কিন্তু পরক্ষণেই তাদের ভুল ভাঙে। মায়ার ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা এখন ২৬ হাজারের বেশি। মায়ার ভক্তদের জন্য এখন তার শখ, তার প্রিয় খাবার সবই তুলে ধরা হচ্ছে ঐ পেজে।