জাপানের সাথে সম্পর্ক জোরদারের আহ্বান জানালেন মার্কিন কমান্ডার

জাপানে মার্কিন বাহিনীর প্রধান হত্যাকান্ড সহ সম্প্রতিক ঘটনাবলী ঘটা সত্বেও দু’দেশের মধ্যেকার সম্পর্ক জোরদারের আহ্বান জানিয়েছেন। সংঘটিত হত্যাকান্ডে জড়িত সন্দেহ সাবেক এক মার্কিন সেনা কর্মকর্তাকে জাপানের পুলিশ আটক করেছে।

বৃহস্পতিবার ছিলো ওকিনাওয়া যুদ্ধ শেষ হওয়ার ৭১ তম বার্ষিকী, ওকিনাওয়া যুদ্ধ ছিলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম রক্তক্ষয়ী সংঘর্ষ। ওই যুদ্ধে ২ লক্ষের বেশি মানুষ প্রাণ হারান।

প্রিফেকচারের শান্তি স্মারক উদ্যানে ১২,৫০০ মার্কিন সেনার নাম স্মৃতিস্তম্ভে নিহত জাপানি সেনা ও বেসামরিক মানুষদের নামের পাশে লেখা রয়েছে।

লেফটেন্যান্ট জেনারেল লরেন্স নিকলসন্স যুদ্ধে নিহতদের স্মরণে মার্কিন বাহিনীর উদ্যোগে আয়োজিত আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন।

নিকলসন মার্কিন এবং জাপানি বাহিনীর অপূরণীয় ক্ষতির কথা স্মরণে সময় ব্যয় করার আহ্বান জানান।

তিনি বলেন আমেরিকা এবং জাপান নিরাপত্তা নিশ্চিত করতে ৭১ বছর ধরে একসাথে কাজ করে যাচ্ছে।