• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • মারা গেলেন বক্সিং লিজেন্ড মোহাম্মদ আলী

    দীর্ঘ তিন দশক শ্বাস-প্রশ্বাস জনিত রোগে ভোগার পর মারা গেলেন বক্সিং লিজেন্ড মোহাম্মদ আলী (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। ফনিক্স এরিয়া হাসপাতালে চিকিৎসা চলাকালে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় মারা যান তিনি।
    ৭৪ বছর বয়সী আলী বক্সিং ছেড়ে দেওয়ার পর ১৯৮৪ সাল থেকে পারকিনসন্স রোগে ভুগছেন। এছাড়া বেশ কয়েক বছর ধরে তার শারীরিক অবস্থারও অবনতি হয়েছে। গত ২০১৪ সালের ডিসেম্বরে ফুসফুসের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
    এনবিসি নিউজ তাদের প্রতিবেদনে জানায়, গত কয়েকদিন হাসপাতালে থাকার পর অবশেষে মারা গেলেন ‘দ্য গ্রেট’ মোহাম্মদ আলী। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে আলীর পরিবারের একটি সূত্র।
    আলীর পরিবারের মুখপাত্র বব গানেল বলেন, ৩২ বছর পারকিনসন্স রোগে ভোগার পর ৭৪ বছর বয়সে মারা গেলেন মোহাম্মদ আলী। তিনবারের বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ান এই বক্সার সন্ধ্যায় মারা গেছেন।
    মুহাম্মদ আলীর জন্ম ১৯৪২ সালের ১৭ জানুয়ারি। একজন সাবেক মার্কিন মুষ্টিযোদ্ধা তিনি। এই বক্সার তিনবারের ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন এবং অলিম্পিক লাইট-হেভিওয়েট স্বর্ণপদক বিজয়ী। ১৯৯৯ সালে মুহাম্মদ আলীর নাম বিবিসি এবং স্পোর্টস ইলাট্রেটেড স্পোর্টসম্যান অব দ্যা সেঞ্চুরি অথবা শতাব্দীর সেরা খেলোয়াড় হিসেবে ঘোষণা করে।
    আলী জন্মগ্রহণ করেছিলেন লুইসভিলা, কেন্টাকিতে। তার বাবা ক্যাসিয়াস মারকেলাস ক্লে সিনিয়র এর নাম অনুসারেই তার নাম রাখা হয়েছি। আলী ১৯৬৪ সালে ইসলামী সংগঠন নেশন অব ইসলাম এ যুক্ত হন এবং ১৯৭৫ সালে ইসলাম ধর্ম গ্রহণ করলে তার নাম পরিবর্তন করে মোহাম্মদ আলী রাখেন।
    তিনি ভিয়েতনাম যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর হয়ে যোগ দিতে অস্বীকৃতি জানান। শক্তি, বাগ্মিতা, বিবেক ও সাহসিকতার প্রতীক হয়ে আছেন তিনি। মারা যাওয়ার কিছুদিন আগেও অসুস্থ থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রে ট্রাম্পের মুসলিম নিষিদ্ধ ঘোষণা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন তিনি।

    দিন পর সন্ধান মিললো হারিয়ে যাওয়া বালকের

    গত শনিবার উত্তর জাপানের হোক্কাইদো’র একটি দুর্গম বনে হারিয়ে যাওয়া বালককে শুক্রবার সকালে ৬ দিন পর খুঁজে পাওয়া গেছে।

    ইয়ামাতো তানোওকা’কে শিকাবে শহরের সেলফ ডিফেন্স ফোর্সের একটি মহড়া ক্ষেত্রে পাওয়া যায়, ৬ দিন আগে যেখান থেকে সে হারিয়ে গিয়েছিলো স্থানটি সেখান থেকে ৪ কিলোমিটার দূরে।

    এসডিএফ সদস্যরা তাদের মহড়া ক্ষেত্রে বালকটিকে বিশ্রাম নিতে দেখেন। সে তখন তার নাম ইয়ামাতো বলে জানায়। পরে পুলিশ জানায় তার পিতামাতা তাদের সন্তান বলে নিশ্চিত করে।

    বালকটিকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে সে তার পিতামাতাকে দেখে উৎফুল্ল হয়ে ওঠে। হাসপাতাল কর্তৃপক্ষ বলেছেন তার শরীরে সামান্য আঘাতের চিহ্ন রয়েছে এবং এবং পুরো সপ্তাহটা সে শুধুমাত্র পানি পান করেই কাটিয়ে দিয়েছে। তাকে অন্ততঃ একদিন হাসপাতালে থাকতে হবে।

    বালকটি পুলিশকে জানিয়েছে সে মে মাসের ২৮ তারিখ থেকে সেখানকার একটি স্থাপনারর মধ্যেই ছিলো। পাহাড়ের মধ্যে দিয়ে হেঁটে এসে সে ঐ স্থানে পৌঁছায় এবং এ ক’দিন শুধুমাত্র পানি খেয়েই ছিলো।

    বালকটির পিতামাতা ক্ষিপ্ত হয়ে তাকে নানায়ে শহরের পাশে জঙ্গলের পাশে গাড়ি থেকে নামিয়ে দেন।

    তারা বলেছেন, খারাপ ব্যবহারের কারণে তাকে এই শাস্তি দেয়া হয়েছিলো। তারা বলেছেন, অল্প কিছুক্ষণের মধ্যেই তারা আবার জঙ্গলের ঐ স্থানে ফিরে যান কিন্তু এরপর থেকে তার আর দেখা মেলেনি।

    তাকে উদ্ধারের জন্যে পুলিশ, দমকল বাহিনী এবং সেলফ ডিফেন্স ফোর্সের বিরাট এক উদ্ধারকারী দল মাঠে নামে।

    ছেলেটির পিতা সকলের কাছে ঘটনার জন্যে ক্ষমা চেয়েছেন।

    সাংবাদিকদের সাথে কথা বলার সময়ে তাকাইউকি তানোওকা বলেন তার সন্তানকে এই অবর্ণনীয় যন্ত্রণা সহ্য করতে হয়েছে বলে তিনি আন্তরিক ভাবে দুঃখিত, তাকে উদ্ধার করতে গিয়ে যারা দুর্ভোগের শিকার হয়েছে তিনি তাদের কাছেও ক্ষমা চান।

    ৪৪ বছরের পিতা বলেন তিনি সকলের কাছে আন্তরিক কৃতজ্ঞ।