মারা গেলেন বক্সিং লিজেন্ড মোহাম্মদ আলী



Posted by admin on June 4
Posted in Uncategorized
মারা গেলেন বক্সিং লিজেন্ড মোহাম্মদ আলী
Posted by admin on June 4
Posted in Uncategorized
৬ দিন পর সন্ধান মিললো হারিয়ে যাওয়া বালকের
গত শনিবার উত্তর জাপানের হোক্কাইদো’র একটি দুর্গম বনে হারিয়ে যাওয়া বালককে শুক্রবার সকালে ৬ দিন পর খুঁজে পাওয়া গেছে।
ইয়ামাতো তানোওকা’কে শিকাবে শহরের সেলফ ডিফেন্স ফোর্সের একটি মহড়া ক্ষেত্রে পাওয়া যায়, ৬ দিন আগে যেখান থেকে সে হারিয়ে গিয়েছিলো স্থানটি সেখান থেকে ৪ কিলোমিটার দূরে।
এসডিএফ সদস্যরা তাদের মহড়া ক্ষেত্রে বালকটিকে বিশ্রাম নিতে দেখেন। সে তখন তার নাম ইয়ামাতো বলে জানায়। পরে পুলিশ জানায় তার পিতামাতা তাদের সন্তান বলে নিশ্চিত করে।
বালকটিকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে সে তার পিতামাতাকে দেখে উৎফুল্ল হয়ে ওঠে। হাসপাতাল কর্তৃপক্ষ বলেছেন তার শরীরে সামান্য আঘাতের চিহ্ন রয়েছে এবং এবং পুরো সপ্তাহটা সে শুধুমাত্র পানি পান করেই কাটিয়ে দিয়েছে। তাকে অন্ততঃ একদিন হাসপাতালে থাকতে হবে।
বালকটি পুলিশকে জানিয়েছে সে মে মাসের ২৮ তারিখ থেকে সেখানকার একটি স্থাপনারর মধ্যেই ছিলো। পাহাড়ের মধ্যে দিয়ে হেঁটে এসে সে ঐ স্থানে পৌঁছায় এবং এ ক’দিন শুধুমাত্র পানি খেয়েই ছিলো।
বালকটির পিতামাতা ক্ষিপ্ত হয়ে তাকে নানায়ে শহরের পাশে জঙ্গলের পাশে গাড়ি থেকে নামিয়ে দেন।
তারা বলেছেন, খারাপ ব্যবহারের কারণে তাকে এই শাস্তি দেয়া হয়েছিলো। তারা বলেছেন, অল্প কিছুক্ষণের মধ্যেই তারা আবার জঙ্গলের ঐ স্থানে ফিরে যান কিন্তু এরপর থেকে তার আর দেখা মেলেনি।
তাকে উদ্ধারের জন্যে পুলিশ, দমকল বাহিনী এবং সেলফ ডিফেন্স ফোর্সের বিরাট এক উদ্ধারকারী দল মাঠে নামে।
ছেলেটির পিতা সকলের কাছে ঘটনার জন্যে ক্ষমা চেয়েছেন।
সাংবাদিকদের সাথে কথা বলার সময়ে তাকাইউকি তানোওকা বলেন তার সন্তানকে এই অবর্ণনীয় যন্ত্রণা সহ্য করতে হয়েছে বলে তিনি আন্তরিক ভাবে দুঃখিত, তাকে উদ্ধার করতে গিয়ে যারা দুর্ভোগের শিকার হয়েছে তিনি তাদের কাছেও ক্ষমা চান।
৪৪ বছরের পিতা বলেন তিনি সকলের কাছে আন্তরিক কৃতজ্ঞ।