কিউশুতে শক্তিশালী ভূমিকম্পের সতর্কতা জারি

জাপানের আবহাওয়া বিভাগ দক্ষিণ পশ্চিম জাপানের কিউশু অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে এবং সে কারণে তারা স্থানীয় জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

কুমামোতো প্রিফেকচারের ইয়াৎসুশিরো শহরে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার ২ ঘন্টা পরেই গেন আওকি এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। রোববার রাত ১০টায় সেখানে ভূমিকম্প আঘাত হানে, যার মাত্রা ছিলো ০ থেকে ৭ মাত্রার জাপানি স্কেলে ৫ এর কম।

আওকি উপদ্রুত এলাকার জনসাধারণকে বৃষ্টি এবং ভূ-কম্পীয় তৎপরতা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। ভূমিকম্প সেখানকার বাড়িঘর গুলোকে আরো নাজুক পরিস্থিতির মধ্যে ঠেলে দিতে পারে এবং ভূমিধসেরও সম্ভাবনা রয়েছে।

আওকি বলেন আগামী মাসের মধ্যে কিউশু’র মানুষ ৫ এর বেশি মাত্রার ভূমিকম্পের মুখোমুখি হতে পারেন।

কর্মকর্তারা কিউশুর অন্যান্য স্থানেও শক্তিশালী ভূমিকম্পের সতর্কতার কথা উল্লেখ করেছেন, গত এপ্রিলে অঞ্চলটি ধারাবাহিক ভূমিকম্পের শিকার হয়।

আওকি সকলকে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।