হত্যা মামলার সাক্ষী টিয়াপাখি!

যুক্তরাষ্ট্রের মিশিগানে একটি হত্যা মামলায় টিয়াপাখিতে সাক্ষী করা হতে পারে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পোষা এক আফ্রিকান বাদামি টিয়াপাখিকে সাক্ষী করার কথা ভাবছেন সরকারি আইনজীবী।
সোমবার বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে নিউওয়েগোর বাসিন্দা মার্টিন ডারহ্যাম হত্যার জন্য তার স্ত্রী গ্লেনা ডারহ্যামকে (৪৮) অভিযুক্ত করা হয়। ২০১৫ সালে সংঘটিত হত্যাকাণ্ডের সময় বাড নামে একটি টিয়াপাখি পুষতেন ঐ দম্পতি।
মার্টিনের স্বজনদের দাবি, বাডের সাক্ষ্য নিলে হত্যাকাণ্ড ঘটার সময় তাদের মধ্যকার কথাবার্তা সম্পর্কে জানা যাবে। টিয়াপাখিটি সেসময়কার উচ্চারিত বুলিগুলো অনবরত আওরাচ্ছে।
টিয়াপাখিকে সাক্ষী করার বিষয়টি ভেবে দেখা প্রয়োজন বলে জানান নিউওয়েগো কাউন্টির সরকারি আইনজীবী বরার্ট স্প্রিংস্টেড। তিনি বলেন, টিয়াপাখির বুলি থেকে নেয়া তথ্য কতটা নির্ভরযোগ্য হবে, তা ভেবে দেখা হচ্ছে।

স্বামী মার্টিন ডারহ্যামকে পাঁচবার গুলি করেন গ্লেনা। পরে নিজেও আত্মহত্যার চেষ্টা করলেও ব্যর্থ হন তিনি।