টোকিওতে মুন্সিগঞ্জ–বিক্রমপুর সোসাইটির ইফতার মাহফিল
রোববার ২৬ জুন ওইয়ামা বুনকা সেন্টারে অনুষ্ঠিত হয়েছে জাপান প্রবাসীদের অন্যতম বৃহৎ আয়োজন মুন্সিগঞ্জ-বিক্রমপুর সোসাইটির ইফতার মাহফিল। কিছু সংখ্যক জাপানি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা ও দূতাবাসের কর্মকর্তারা সহ বিপুল সংখ্যক প্রবাসী ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।
স্বল্প পরিসরে বিপুল সংখ্যক মানুষের আতিথেয়তা দিতে গিয়ে মুন্সিগঞ্জ বিক্রমপুর সোসাইটির সদস্যদের হিমসিম খেতে দেখা যায়। তা সত্বেও মুখরোচক খাবার আর আতিথেয়তা সকলকে মুগ্ধ করে।
অনেকেই মন্তব্য করেন “আজকেই মনে হচ্ছে ঈদ” বলে মন্তব্য করেন।
সোসাইটির সভাপতি বাদল চাকলাদার, উপদেষ্টা খন্দকার আসলাম হীরা সহ মুন্সিগঞ্জ বিক্রপুর সোসাইটির প্রায় সকল সদস্যকে অতিথি আপ্যায়নে ব্যস্ত থাকতে দেখা যায়।
ইফতারের পূর্বে রাষ্ট্রদূত সহ সংশ্লিষ্ট ২/৩ জন বক্তব্য রাখেন। এর আগের রোববার আওয়ামী লীগ জাপান শাখাও অনুরূপ বক্তব্যের আনুষ্ঠানিকতা না রেখে সকলের কাছে ভিন্ন মাত্রা যোগ করেছিলো। অনেকের মন্তব্য ছিলো ইফতার মাহফিলে সাধারণ বক্তব্যের বদলে ধর্মীয় আলোচনাই প্রাধান্য পাওয়া উচিত।
অনুষ্ঠানে রাষ্ট্রদূতকে ঘিরে অনেকের ছবি তোলার প্রতিযোগীতা ছিলো দৃষ্টিকটু, এ সময় রাষ্ট্রদূতকেও বিব্রত হতে দেখা যায়।
প্রবাসে বাংলাদেশের আন্তরিক আতিথেয়তার প্রমাণ রাখলেন বিক্রমপুরবাসীরা।