৭ জাপানির খবর নেই
জাপান সরকারের একজন মুখপাত্র বলেছেন ঢাকায় জিম্মি নাটকের অবসান হওয়ার পর এক জাপানি নাগরিককে উদ্ধার করা হলেও অন্য ৭ জাপানি নাগরিকের কোনো খবর পাওয়া যায়নি।
ডেপুটি মন্ত্রী পরিষদ সচিব কোইচি হাগিউদা শনিবার বলেছেন, রেস্টুরেন্টে ৮ জন জাপানি প্রবেশ করেছিলেন।
হাগিউদা বলেন উদ্ধারকৃত জাপানি নাগরিকের গায়ে গুলি লেগেছে। তিনি জিম্মিদের বিষয়ে মুখ খুলতে রাজি হননি। তবে তিনি জানান, একই প্রকল্পে কর্মরত ৮ জন বেকারিতে গিয়েছিলেন।