• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • করোনা ভাইরাস: পুরো বিশ্বকে সতর্ক করলো ডাব্লিউএইচও

    প্রাণঘাতী করোনা ভাইরাস বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচও । সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এমনটি জানানো হয়।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়, বিশ্বব্যাপী করোনা ভাইরাস এখনও মহামারী আকারে ছড়িয়ে পড়েনি তবে দেশগুলোকে এটি প্রতিরোধের জন্য প্রস্তুতি নিয়ে থাকতে হবে।

    চীন ছাড়াও বিশ্বের ৩০ টি দেশের করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২০ জন মারা গেছেন । এছাড়াও আক্রান্ত হয়েছেন প্রায় ১২শ জন।

    গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয় ।

    করোনাভাইরাসে চীনে মৃতের সংখ্যা ২,৫৯২-এ দাঁড়িয়েছে

    চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে নতুন করোনাভাইরাসে আক্রান্ত আরও ১৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চীনের মূল ভূখন্ডে মৃতের সংখ্যা দাঁড়াল ২,৫৯২-তে।

    ৪০৯ জনের মধ্যে নতুন সংক্রমণ দেখা দিয়েছে এবং এ সংখ্যা ৭৭,১৫০ জনে দাঁড়িয়েছে।

    রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায় দেশের ৩১টি প্রদেশের মধ্যে ২৪টির কেন্দ্রশাসিত মিউনিসিপালিটি এবং স্বায়ত্বশাসিত অঞ্চলগুলো রোববার সংক্রমণের কোন খবর জানায়নি।

    স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বে একটি আন্তর্জাতিক দল সপ্তাহান্ত জুড়ে সংক্রমণের কেন্দ্রস্থল হুবেই প্রদেশের উহান শহরে অনুসন্ধান চালিয়েছে এবং স্থানীয় কর্মকর্তাদের সাথে কথা বলেছে।