• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • চীন থেকে ১৭১ শিক্ষার্থীকে ফিরিয়ে আনা সম্ভব নয়: পররাষ্ট্রমন্ত্রী

    চীনের হুবেই প্রদেশে থাকা ১৭১ শিক্ষার্থীদের ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। তবে সেখানে থাকাদের খাবারসহ সব সবকিছুর ব্যবস্থা করছে সেখানকার স্থানীয় প্রশাসন।

    শনিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর সোনারগাঁও হোটেলে অনাবাসী বাংলাদেশীদের আয়োজনে ওয়াল্ড কনফারেন্সে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

    ‘যারা এখন আসতে চাচ্ছেন, তাদের জন্য আমরা অনেক খরচ করেছি। তারপরও সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন তিনি।’

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনের উহান থেকে আমরা ৩১২ জনকে ফিরিয়ে এনেছি। সেখান থেকে ফিরে আসার পর বিমান ক্রুরা কোয়ারেন্টাইনে আছেন। এখন আর কোনো ক্রু চীনে যেতে চাচ্ছেন না। আমরা চীনা প্লেন ভাড়া করে ১৭১ জনকে ফিরিয়ে আনতে চাইছি। তবে সেটাও সম্ভব হচ্ছে না। সে কারণে এখনই তাদের ফিরিয়ে আনা যাচ্ছে না।

    তিনি জানান, একমাত্র চাইনিজ চাটার্ড ফ্লাইটে তাদের আনা সম্ভব হত। এক পর্যায়ে চীন রাজিও হয়েছিল। কিন্তু পরে তারা না করে দিয়েছে। আমরা তো কোনো ফ্লাইট পাঠাতে পারছি না, কোনো ক্রুও যেতে চাচ্ছে না।

    কনফারেন্সে মন্ত্রী বলেন, স্কিল মাইগ্রেন্ট করতে পারলে আমরা বছরে ১৮ বিলিয়ন নয়, ৭০ বিলিয়ন ডলার বৈদেশিক মূদ্রা আনতে পারবো।

    প্রবাসীদের মুক্তিযুদ্ধের ভূমিকার উল্লেখ করে ড. একে আবদুল মোমেন বলেন, আমরা প্রবাসীদের সেরা সেবা দেবার জন্য প্রস্তুত আছি। ইতোমধ্যে প্রবাসীদের জন্য এ্যাপস চালু করেছি। যেখান থেকে তারা বাড়িতে বসে ত্রিশের অধিক সেবা নিতে পারবে।

    উহানে করোনাভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ হওয়া এক জাপানি পুরুষের মৃত্যু

    জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে সন্দেহ হওয়া বয়স ষাটের কোঠায় থাকা এক জাপানি পুরুষ আজ এই ভাইরাসের প্রাদুর্ভাবের কেন্দ্র চীনা শহর উহানে নিউমোনিয়ায় মৃত্যুবরণ করেছেন।

    মন্ত্রণালয় কর্মকর্তারা বলেন, নিজের চীনা স্ত্রীর সাথে উহান শহরে বসবাস করা ঐ ব্যক্তি গতমাসের ১৬ তারিখের দিকে জ্বরে আক্রান্ত হন। তাকে একটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার নিউমোনিয়া রোগ নিশ্চিত করা হয়।

    গতমাসের ২৮ তারিখ প্রাথমিকভাবে করোনাভাইরাসের জন্য করা পরীক্ষায় ইতিবাচক ফল আসলেও ঐ ব্যক্তির মৃত্যুর সময় পর্যন্ত ঐ ফলাফল নিশ্চিত করা যায়নি।

    তাকে চিকিৎসা দেয়া হাসপাতাল জানিয়েছে যে তার মৃত্যুর কারণ “ভাইরাস জনিত নিউমোনিয়া”। তবে, এর কারণ নতুন করোনাভাইরাস কিনা, সে বিষয়ে কর্মকর্তারা নিশ্চিত নন।

    উল্লেখ্য, এই ব্যক্তি হচ্ছেন করোনাভাইরাসের সম্ভাব্য সংক্রমণে মৃত্যুবরণ করা প্রথম জাপানি নাগরিক।

    জাপান সরকার বলছে, সমর্থন দেয়ার জন্য তারা চীনের জাপানি দূতাবাসের মাধ্যমে ঐ ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করবে।