• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • হুবেই থেকে জাপানে ফিরে আসা ব্যক্তিদের মধ্যে আরও ২জন সংক্রমিত

    নতুন করোনাভাইরাসে আরও দু’টি সংক্রমণের ঘটনা নিশ্চিত করেছে জাপান। উভয় রোগীই জাপানি নাগরিক যারা গতমাসের শেষের দিকে চীনের উহান শহর থেকে সরকারের ভাড়া করা বিমানে ফিরে আসা ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত।

    তাদের মধ্যে বয়স ৫০এর কোঠায় থাকা একজন পুরুষ রয়েছেন যিনি উহানের অধিবাসী। গতমাসের ২৯ তারিখ প্রথম ভাড়া করা বিমানে তিনি জাপানে ফিরে আসেন।

    অন্য জন হলেন টোকিও’র নিকটস্থ সাইতামা জেলার অধিবাসী। বয়স ৪০এর কোঠায় থাকা ঐ পুরুষ গতমাসের ৩০ তারিখ ভাড়া করা দ্বিতীয় বিমানটিতে ফিরে আসেন।

    জাপানে ফিরে আসার অব্যবহিত পর তাদের করা পরীক্ষাগুলোর ফলাফল ছিল নেতিবাচক। তবে, পরবর্তীতে তারা জ্বর’সহ অন্যান্য উপসর্গ প্রদর্শন করেন এবং এর পরের পরীক্ষাগুলোতে সংক্রমণ নিশ্চিত করা হয়।

    সর্বশেষ এই ঘটনাগুলোর কারণে চারটি ভাড়া করা বিমানে ফিরে আসা ব্যক্তিদের মধ্যে মোট ১২টি সংক্রমণের ঘটনা নিশ্চিত করা হল।

    চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১ হাজার ছাড়িয়ে গেছে

    চীন বলছে, নতুন করোনাভাইরাসের কারণে ১ হাজারেরও বেশি লোকের প্রাণহানি ঘটেছে।

    চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের কর্মকর্তারা বলছেন, নতুন করোনাভাইরাসে সংক্রমিত হয়ে গতকাল আরও ১শ ৮ ব্যক্তির মৃত্যু হওয়ায় সেদেশে মোট মৃতের সংখ্যা ১হাজার ১৬তে উন্নীত হয়েছে।

    অতি মারাত্মকভাবে আক্রান্ত হুবেই প্রদেশের বাইরে বেইজিং এবং তিয়ানজিন থেকেও কিছু মৃত্যুর খবর জানা গেছে।

    চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষ আরও বলছে যে গতকাল আরও ২ হাজার ৪শ ৭৮ ব্যক্তির সংক্রমণ নিশ্চিত হওয়ায় তা চীনে মোট রোগীর সংখ্যা ৪২ হাজার ৬শ ৩৮এ উন্নীত করেছে।

    এদিকে, হুবেই প্রদেশের কমিউনিস্ট পার্টি আজ ঘোষণা দিয়েছে যে প্রাদেশিক স্বাস্থ্য কর্তৃপক্ষের দু’জন শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

    এর জন্য কোন কারণ জানানো না হলেও করোনাভাইরাসের বিস্তারের জন্য ঐ কর্মকর্তাদের দায়ী করা হয়েছে বলে মনে করা হচ্ছে।