চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা সার্স মহামারিকেও ছাড়িয়ে গেছে
নতুন করোনাভাইরাস সংক্রমণে চীনের মূল ভূখণ্ডে মৃতের সংখ্যা ৮শ ১১তে উন্নীত হওয়ায় ২০০৩ সালে সার্স মহামারীতে বিশ্বব্যাপী মৃতের সংখ্যাকেও তা ছাড়িয়ে গেছে।
গতকাল চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন আরও ৮৯টি মৃত্যুর ঘটনার কথা উল্লেখ করে।
উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই মহামারি শেষ হওয়ার ঘোষণা দেয়ার আগে সার্স বা সিভিয়ার এক্যুউট রেসপিরেটরি সিনড্রোম মহামারিতে ৭শ ৭৪ ব্যক্তির মৃত্যু ঘটে।
নতুন করোনাভাইরাসে নিশ্চিত সংক্রমণের সংখ্যা আরও ২ হাজার ৬শ ৫৬টিতে বৃদ্ধি পাওয়ায় মোট সংক্রমণের সংখ্যা এখন ৩৭ হাজার ১শ ৯৮এ পৌঁছেছে। তাদের মধ্যে ৬ হাজার ১শ ৮৮ জনের অবস্থা গুরুতর।
গত শুক্রবার পর্যন্ত পরপর পাঁচ দিন ধরে প্রতিদিন ৩ হাজার নতুন সংক্রমণের ঘটনার তথ্য জানা গেছে। তবে, গতকালের সংখ্যাটি ছিল অপেক্ষাকৃত কম।
চীনের রাষ্ট্র-পরিচালিত শিনহুয়া বার্তা সংস্থা বলছে, উহানে একটি নতুন নির্মিত হাসপাতাল গতকাল থেকে কার্যক্রম শুরু করেছে।
ঐ প্রতিবেদনে বলা হয়েছে যে এই প্রাদুর্ভাবের পর নতুন নির্মিত দ্বিতীয় হাসপাতাল লেইশেনশানে মোট দেড় হাজার রোগীকে গ্রহণ করা হবে।
তবে, মারাত্মক রোগীর ক্রমবর্ধমান সংখ্যা চিকিৎসা ব্যবস্থার জন্য চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।
এছাড়া, অনেক এলাকায় নতুন চন্দ্র বছরের ছুটির সময় থেকে বন্ধ থাকা ব্যবসায়িক কার্যক্রম আগামীকাল থেকে পুনরায় শুরু হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
তবে, চলমান পরিবহন নিষেধাজ্ঞার কারণে অনেকেই তাদের নিজ বাড়ি থেকে কাজে ফিরতে সমস্যার মুখোমুখি হওয়ায় কোম্পানিগুলোর কার্যক্রম পুরোদমে শুরু হতে আরও কিছু সময় লাগতে পারে।





















