• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • করোনাভাইরাস রোগীর সম্ভাব্য ব্যাপক বৃদ্ধি মোকাবেলায় পদক্ষেপ নেয়ার নির্দেশ জাপানের প্রধানমন্ত্রীর

    নতুন করোনাভাইরাসে সংক্রমিত হওয়া ব্যক্তির সংখ্যার একটি সম্ভাব্য ব্যাপক বৃদ্ধির জন্য প্রস্তুত হতে একটি সরকারি টাস্কফোর্সকে নির্দেশ দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে।

    আবে আজ টাস্কফোর্সকে বলেন যে দেশের নানা অঞ্চলে অজানা পথে সংক্রমণের খবর পাওয়া যাওয়ায় পরিস্থিতি এখন একটি জটিল পর্যায়ে প্রবেশ করেছে।

    তিনি বলেন, রোগীর সংখ্যা বৃদ্ধি কমানোর পাশাপাশি প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনতে অবশ্যই নির্ভরযোগ্য এবং কার্যকর প্রতিরোধ ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে।

    তিনি আরও বলেন, সংক্রমিত ব্যক্তিদের মারাত্মকভাবে অসুস্থ হওয়া রোধে একটি চিকিৎসা সেবা কাঠামো প্রতিষ্ঠার উপর মনোযোগ নিবদ্ধ করার মাধ্যমে রোগীর সংখ্যার একটি সম্ভাব্য উল্লম্ফনের জন্য প্রস্তুতি নেয়ার প্রয়োজনীয়তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষসমূহের রয়েছে।

    আবে টাস্কফোর্স সদস্যদের বলেন যে একটি চিকিৎসা অনুসন্ধান প্রচেষ্টার অংশ হিসেবে কিছু চিকিৎসা ইন্সটিটিউট ভাইরাস বহনকারীদের উপর ফ্লু-রোধক ঔষধ এভিগানের প্রয়োগ শুরু করেছে।

    প্রধানমন্ত্রী ডায়মন্ড প্রিন্সেস থেকে অবরোহণ করা ব্যক্তিদের স্বাস্থ্য পর্যবেক্ষণ জোরদার করার জন্য সদস্যদের নির্দেশনা দেন।

    এছাড়া, তিনি ক্রু-সদস্যদের জাহাজ ত্যাগের জন্য পদক্ষেপ নিতে শুরু করার আহ্বানও জানান।

    জাপানে করোনাভাইরাসের সংক্রমণ আরও বৃদ্ধি পেয়েছে

    উত্তর জাপানের সাপ্পোরো শহরের কর্মকর্তারা বলছেন, একজন অধিবাসী নতুন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।

    কর্মকর্তারা বলছেন, তার রোগের উপসর্গ দেখা দেয়ার আগের ১৪দিনে তিনি বিদেশে সফর যাননি এবং অন্যান্য কোন রোগীর সংস্পর্শেও আসেননি।

    আজ বিকেল ৭টা ২০ মিনিট পর্যন্ত জাপানে ৭শ ৮১ ব্যক্তি নিশ্চিতভাবে সংক্রমিত হয়েছেন।

    তাদের মধ্যে ১শ ৩৩ ব্যক্তি হয় জাপানে সংক্রমিত হয়েছেন অথবা চীন থেকে আসা পর্যটক। ৬শ ৩৪ জন ডায়মন্ড প্রিন্সেস প্রমোদতরীর যাত্রী বা ক্রু-সদস্য। আর বাকী ১৪ জন হচ্ছেন জাপান সরকারের ভাড়া করা বিমানে চীনা শহর উহান থেকে ফিরে আসা ব্যক্তি।