• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • করোনাভাইরাস; মৃতের সংখ্যা বেড়ে ২২৪৭

    চীনের প্রাণঘাতী করোনাভাইরাসের আরও ১১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সারাবিশ্বে সবমিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৪৭ জনে। আজ শুক্রবার সিএনএনের প্রতিবেদনে এতথ্য জানানো হয়েছে।

    মৃতের সংখ্যা বাড়ার পাশাপাশি বিশ্বে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যাও বেড়েছে। এখন পর্যন্ত চীনে মারা গেছেন ২২৩৬ জন, আর চীনের বাইরে মৃত্যু হয়েছে ১১ জনের।

    সর্বশেষ খবর অনুযায়ী, চীনে ৭৫ হাজার ৪৬৫ জনের শরীরের এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৬ হাজার ৬৯১ জনে।

    গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে করোনার সংক্রমণ শুরু হয়। এরপর আস্তে আস্তে তা বিশ্বের ৩০টিরও বেশি দেশে ছড়িয়ে পড়ে।

    হুবেইয়ের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, প্রদেশটিতে এখন পর্যন্ত ৬২ হাজার ৪২২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে দুই হাজার ১৪৪ জনের।

    প্রমোদতরীতে ভাইরাসের সংক্রমণ মোকাবেলা পদক্ষেপের পুন:মূল্যায়ন করবে জাপান

    প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেসের নতুন করোনাভাইরাসের গণসংক্রমণ সামাল দেয়ার পদ্ধতি পুন:পরীক্ষার পরিকল্পনা করছে জাপান সরকার।

    ইয়োকোহামার বন্দরে কোয়ারেন্টাইনের অধীনে থাকা জাহাজটিতে প্রায় ৩,৭০০ যাত্রী এবং ক্রুসদস্য ছিল।

    যাদের ভাইরাসের সংক্রমণ পরীক্ষায় নেতিবাচক ফল পাওয়া গিয়েছিল এবং পর্যবেক্ষণে থাকা দু’সপ্তাহ সময়ের মধ্যে কোন লক্ষণ দেখা যায়নি তারা বুধবার থেকে জাহাজ ত্যাগ করছিলেন।

    তবে বুধবার পর্যন্ত জাহাজে থাকা ৬২১ জনের স্বাস্থ্য পরীক্ষায় ইতিবাচক ফল পাওয়া গেছে।

    রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ বিষয়ক মার্কিন কেন্দ্রগুলো জানিয়েছে যে কিছু যাত্রীর সংক্রমণের উচ্চ ঝুঁকি রয়েছে।

    জাপানের বিরোধী রাজনৈতিক দলগুলোও সরকারের এই পদক্ষেপের সমালোচনা করেছে।

    স্বাস্থ্যমন্ত্রী কাৎসুনোবু কাতো ব্যাখ্যা দেন যে জাহাজে থাকা যাত্রীদের সংক্রমণ রোধ করতে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছে।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা উল্লেখ করে যে জাপান কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে আসছে।

    সরকার বলছে ভাইরাসের বিস্তার রোধ করতে তারা প্রচেষ্টা অব্যাহত রাখবে এবং যখন দেখা যাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে তখন পদক্ষেপসমূহের পুন:মূল্যায়ন করবে।

    এ ধরণের পরিস্থিতি মোকাবেলায় সহায়তার জন্য একটি আন্তর্জাতিক কাঠামো প্রণয়নের উদ্যোগেরও বিবেচনা করছে জাপান সরকার।