• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • জাপানের পর্যটন খাতের বিপুল পরিমাণ ক্ষতির সম্ভাবনা

    নতুন করোনাভাইরাসের প্রাদুর্ভাবের ফলে জাপানে চীনা পর্যটকের সংখ্যা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে।

    জাতিসংঘের একটি সংস্থা, বছরের প্রথম তিনমাসে জাপানের পর্যটন শিল্প খাতের আনুমানিক ১শ ৩০ কোটি ডলার ক্ষতির মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে।

    আন্তর্জাতিক বেসরকারি বিমান চলাচল সংস্থা বা ইকাও, কোভিড-১৯ ভ্রমণ নিষেধাজ্ঞার ফলে অর্থনীতির উপর সম্ভাব্য প্রভাব নিয়ে সংস্থার পূর্বাভাষ প্রকাশ করে।

    এতে, প্রায় ৭০টি বিমান কোম্পানি চীনের মূল ভূখণ্ডে আসাযাওয়া করা সবগুলো আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করে দিয়েছে এবং অন্যান্য ৫০টি বিমান কোম্পানি তাদের ফ্লাইট সংখ্যা হ্রাস করেছে বলে উল্লেখ করা হয়।

    সংস্থাটি, এরফলে চীনে সরাসরি আসাযাওয়া করা বিদেশী বিমান কোম্পানির পর্যটক পরিবহনের ক্ষমতা প্রায় ৮০ শতাংশ হ্রাস পেয়েছে বলে উল্লেখ করা হয়।

    সংস্থা, নতুন করোনাভাইরাসের নেতিবাচক প্রভাব ২০০৩ সালের সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম বা সার্সের চেয়ে বেশী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করছে।

    এতে, কোভিড-১৯এর প্রাদুর্ভাবের ফলস্বরূপ, সারাবিশ্বে চীনা পর্যটকের সংখ্যা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার পাশাপাশি জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ত্রৈমাসিকে পর্যটন খাত থেকে জাপান প্রায় ১শ ২৯ কোটি ডলার রাজস্ব আয় হারাতে পারে বলে উল্লেখ করা হয়।

    জাপানে করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা বৃদ্ধি

    জাপানে করোনাভাইরাস সংক্রমণের অনেকগুলো নতুন ঘটনার খবর পাওয়া গেছে। শনিবার পর্যন্ত দেশটিতে মোট সংক্রমণের সংখ্যা ৩ শো ৩০’এ উন্নীত হয়েছে, যার মধ্যে রাজধানী টোকিও’র দক্ষিণে ইয়োকোহামাতে কোয়ারেন্টাইন করে রাখা একটি প্রমোদতরীর ২৮৫ জনও অন্তর্ভুক্ত রয়েছেন।

    করোনাভাইরাসে সংক্রমণের নতুন ঘটনাগুলোর মধ্যে ৮ ব্যক্তি টোকিও’তে বাস করেন। তাদের বেশিরভাগই এক ট্যাক্সিচালকের সংস্পর্শে এসেছিলেন, যার সংক্রমণের খবর বৃহস্পতিবার নিশ্চিত হওয়া যায়। এখন পর্যন্ত জাপানে ঐ ট্যাক্সিচালকের শ্বাশুড়িই হলেন একমাত্র ব্যক্তি যিনি করোনাভাইরাসের কারণে মারা গেছেন।

    ওকিনাওয়ার এক ট্যাক্সিচালকও করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। কোয়ারেন্টাইন করা প্রমোদতরীটি চলতি মাসের শুরুতে যখন দক্ষিণের এই জেলায় থেমেছিল তখন তিনি এর চার যাত্রীর সংস্পর্শে এসেছিলেন।

    পশ্চিমের জেলা ওয়াকাইয়ামাতে দু’জন ডাক্তারসহ পাঁচ ব্যক্তির সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।

    এছাড়া, অন্যান্য জায়গার মধ্যে উত্তরের জেলা হোক্কাইদোতে এখন দু’টি সংক্রমণের ঘটনা রয়েছে। আর কেন্দ্রীয় জাপানের আইচি জেলায় রয়েছে একটি।

    টোকিও’র পাশের জেলা কানাগাওয়ার স্থানীয় সরকারের এক কর্মকর্তার করোনাভাইরাসের জন্য পরীক্ষায় ইতিবাচক ফল এসেছে। এই সপ্তাহের গোড়ার দিকে তিনি কোয়ারেন্টাইন করা জাহাজ থেকে সংক্রমিত লোকজনকে সরিয়ে নেয়ার সঙ্গে তিনি যুক্ত ছিলেন।

    প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেসে থাকা যাত্রীদের মধ্যে নতুন করে ৬৭ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন বলে শনিবার নিশ্চিত হওয়া গেছে। এর ফলে জাহাজে মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়ালো ২৮৫-তে। জাহাজ থেকে সরিয়ে নেয়াদের মধ্যে ১১ জন সংকটপূর্ণ অবস্থায় রয়েছেন।