• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • ২০১৯ সালে জাপানের খাদ্য রপ্তানি রেকর্ড সর্বোচ্চ

    জাপানের খাদ্য রপ্তানি ২০১৯ সালে রেকর্ড সর্বোচ্চ হয়েছে, তবে সরকারি লক্ষ্যমাত্রা ১ লক্ষ কোটি ইয়েনের থেকে নিচে রয়েছে।

    কর্মকর্তারা বলছেন, গত বছর বিদেশে চালানের পরিমাণ ছিল ৯১ হাজার ২৩০ কোটি ইয়েন বা প্রায় ৮৩০ কোটি ডলার যা এর আগের বছরের তুলনায় ০.৬% বেশি।

    চালের রপ্তানি বেড়েছে ২৩%। দুধ এবং দুগ্ধজাত পণ্যের রপ্তানি বেড়েছে ২০.৫%। প্রিমিয়াম ওয়াগিউ নামের উন্নতমানের গরুর মাংস সহ এই মাংসের রপ্তানি বেড়েছে ২০%। সাকে’র চালান বেড়েছে ৫.৩%।

    তবে, গত ৭ বছরের মধ্যে এবারের সার্বিক বৃদ্ধি ছিল সবচেয়ে কম। কর্মকর্তারা বলছেন, জাপানি খাবারের সর্ববৃহৎ আমদানিকারক দেশ হংকং’এ চালানের পরিমাণ সরকার বিরোধী প্রতিবাদ-বিক্ষোভের কারণে কমে গেছে।

    চীনে নতুন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে গিয়েছে

    চীনের মূল ভূখন্ডে নতুন করোনাভাইরাসে নিশ্চিত ভাবে আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে গিয়েছে। মৃতের সংখ্যা এখন ৬শো’র বেশি।

    চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, বৃহস্পতিবার সংক্রমণের ৩ হাজার ১শো ৪৩টি নতুন ঘটনা নিশ্চিত করা হয়। এরফলে রোগীর মোট সংখ্যা ৩১ হাজার ১শো ৬১’তে পৌঁছালো।

    পর পর চার দিন নতুন সংক্রমণের সংখ্যা ৩ হাজার ছাড়িয়ে যেতে দেখা যায়। নতুন সংক্রমণের শতকরা ৭০ ভাগেরও বেশি ঘটনা ঘটেছে এই ভাইরাসের প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল হুবেই প্রদেশে।

    যে সকল রোগীর অবস্থা গুরুতর, তাদের সংখ্যা ৯শো ৬২ বৃদ্ধি পেয়ে এখন দাঁড়িয়েছে ৪ হাজার ৮শো ২১’এ।

    হুবেই প্রদেশের একজন ঊর্ধতন কর্মকর্তা সাংবাদিকদের জানান, ১০ হাজারের ওপর চিকিৎসা কর্মী ঐ প্রদেশে গিয়ে পৌঁছেছেন সাহায্য করার জন্য।

    তবে এই কর্মকর্তা বলেন, শ্বাসপ্রশ্বাস সংক্রান্ত চিকিৎসা এবং গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসায় বিশেষজ্ঞ আরও ২ হাজারের বেশি কর্মীর প্রয়োজন রয়েছে হুবেই প্রদেশের।