• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • কাট, কপি এবং পেস্টের উদ্ভাবক আর নেই

    কাট, কপি এবং পেস্টের উদ্ভাবক কম্পিউটার বিজ্ঞানী ল্যারি টেসলার আর নেই। ৭৪ বছর বয়সে মারা গেছেন এই প্রখ্যাত কম্পিউটার বিজ্ঞানী।

    ১৯৬০ সালে যখন কম্পিউটারের প্রচলন খুব একটা হয়নি তখনই প্রযুক্তি উপত্যকা খ্যাত সিলিকন ভ্যালিতে কর্ম জীবন শুরু করেন ল্যারি টেসলার। এদিকে টেসলারের মৃত্যুতে শোক জানিয়েছে তার দীর্ঘদিনের কর্মস্থল জেরোক্স। একটি টুইটে টেসলারের প্রতি শ্রদ্ধা জানিয়ে জেরোক্সের পক্ষ থেকে বলা হয়, ধন্যবাদ তার বৈপ্লবিক চিন্তাকে যেটা আপনার কাজকে আরো সহজ করেছে।

    ল্যারি টেসলারর ১৯৪৫ সালে নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেন। তিনি ক্যালিফোর্নিয়ার স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন। স্নাতক শেষ হওয়ার পরই মূলত তিনি কম্পিউটারের কাজকে আরো সহজ করার চেষ্টা করতে থাকেন। কম্পিউটার ইউজার ইন্টারফেসে বিপ্লব ঘটিয়েছেন এই বিজ্ঞানী। বিবিসি।

    করোনাভাইরাস : জাপানে সেই জাহাজে ২ জনের মৃত্যু

    জাপানের ইয়োকোহামা পোর্টে আটকে পড়া ডায়মন্ড প্রিন্সেস ক্রুজ জাহাজের দুই যাত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত দুজনই প্রবীণ ব্যক্তি। বৃহস্পতিবার জাপানের সরকারী সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে।

    জাপানের সরকারি সূত্র জানিয়েছে, করোনাভাইরাসের কারণে ইয়োকোহামা বন্দরে জাহাজের ডকে এই প্রথম মৃত্যুর ঘটনা ঘটল। ওই সূত্র বলছে, মৃত ব্যক্তিরা হলেন, একজন পুরুষ এবং নারী। তাদের বয়স প্রায় ৮০ বছর। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত বিস্তারিতভাবে আর কিছু জানা যায়নি।

    এদিকে,জাপানের ফুকুওকা শহর কর্তৃপক্ষ একইদিন নিশ্চিত করেছে যে, সেখানে ৬০ বছর বয়সী এক বাসিন্দার দেহে করোনাভাইরাস সংক্রমণের খবর মিলেছে।

    সূত্র : জাপান টাইমস