• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • ভারতে জাপানী কোম্পানির শিল্প কমপ্লেক্স

    ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর চেন্নাইতে, জাপানের অন্যতম প্রধান বাণিজ্যিক কোম্পানি সুমিতোমো কর্পোরেশন এবং স্থানীয় কোম্পানিগুলোর যৌথভাবে স্থাপিত একটি শিল্প কমপ্লেক্স উদ্বোধন করা হয়েছে।

    প্রায় ১০৭ হেক্টর আয়তনের কমপ্লেক্সটির প্রথম পর্যায়ের কাজ শেষ হওয়া উপলক্ষে গতকাল উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    এলাকাটি মটরগাড়ি শিল্পের কেন্দ্র হিসেবে সুপরিচিত এবং এখানে জাপানী কোম্পানিগুলোর আগমনের বিষয়ে উচ্চাশা পোষণ করা হচ্ছে।

    দুটি জাপানী কোম্পানি, সেখানে কারখানা স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। যন্ত্রপাতি নির্মাতা ইয়ানমার, ইঞ্জিন তৈরির কারখানা ভবন নির্মাণ করছে।

    উল্লেখ্য, গত এক দশকে ভারতে জাপানী কোম্পানির সংখ্যা দ্বিগুণের বেশী বৃদ্ধি পেয়ে বর্তমানে ১ হাজার ৪শর বেশী জাপানী কোম্পানির উপস্থিতি রয়েছে।

    জাপানী বাণিজ্যিক এবং ব্যাংকগুলো, আরও জাপানী কোম্পানির আগমনের ব্যবস্থা করতে অন্যান্য কয়েকটি শিল্প কমপ্লেক্সের উন্নয়ন করছে।

    সূমিতোমোর অবকাঠামো ব্যবসা ইউনিটের মহা ব্যবস্থাপক সুতোমু আকিমোতো, বিপুল জনসংখ্যার কারণে ভারতে ব্যাপক অভ্যন্তরীণ চাহিদার সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করেন। তিনি, জাপানী কোম্পানিগুলো আকৃষ্ট করতে সহায়তা করার বিষয়টি তাঁর কোম্পানির জন্যও ব্যবসা হবে বলেও উল্লেখ করেন।

    ১০ দিনের ছুটির প্রথম দিন যাত্রীদের ভিড়

    জাপানে আজ থেকে ১০ দিনের ছুটি আরম্ভ হওয়ায়, নিজেদের দেশের বাড়ি এবং অন্যান্য স্থান অভিমুখী লোকজনের ভিড়ে সড়ক, ট্রেন ও বিমানবন্দরগুলো পরিপূর্ণ ছিল।

    জাপান রেলওয়ে কোম্পানিগুলো, আজ টোকিও ও দেশের প্রধান শহরগুলো ছেড়ে যাওয়া শিনকানসেন বা বুলেট ট্রেনগুলোতে সর্বোচ্চ সংখ্যক যাত্রী ছিল বলে জানায়।

    তারা, আজ সকালে ছেড়ে যাওয়া অধিকাংশ বুলেট ট্রেনের অনির্ধারিত আসনের বগিগুলোতে ধারণ ক্ষমতার চেয়ে বেশী যাত্রী ছিল বলে জানায়।

    আজ টোকিওর অদূরে অবস্থিত নারিতা বিমানবন্দর থেকে রেকর্ড প্রায় ৬০ হাজার ৭শ জন জাপান ত্যাগ করে যায়। পর্যটকরা, বিমানবন্দরের নির্গমন লবিতে দীর্ঘ লাইন তৈরি করেন।

    বিমান কোম্পানির কর্মকর্তারা, টোকিও ও ওসাকা ত্যাগ করা প্রায় সবগুলো অভ্যন্তরীণ ফ্লাইট যাত্রীতে পরিপূর্ণ ছিল বলে জানান।