নিসান মোটরের সাবেক চেয়ারম্যান চতুর্থবারের মত আটক
টোকিওর কৌঁসুলিরা নিসান মোটরের সাবেক চেয়ারম্যান কার্লোস গনকে মারাত্মকরকম বিশ্বাস ভঙ্গের সন্দেহে চতুর্থবার আটক করেছেন। জাপানে জামিনে ছাড়া পাওয়া কাউকে কৌঁসুলিদের আটক করা হচ্ছে বিরল ঘটনা। গন সবরকম অভিযোগ অস্বীকার করেন বলে খবরে বলা হয়েছে।
কৌঁসুলিরা বলছেন গন ওমানে তাঁর একজন পরিচিতের পরিচালিত ডিলারশিপে নিসানের তহবিলের একটি অংশ সরিয়ে নেয়ার নির্দেশ দেন। ২০১৫ সাল থেকে শুরু করে গত বছর পর্যন্ত সেই অর্থ পরিশোধ করা হয়। এই লেনদেনের ফলে নিসানের প্রায় ৫০ লক্ষ ডলার লোকসানের কারণ তিনি হয়ে উঠেন বলে সন্দেহ করা হয়।
ওয়াকিবহাল সূত্রসমূহ বলছে ওমানের ডিলারকে পরিশোধ করা অর্থের কিছু অংশ সেই ডিলারের ভারতীয় নির্বাহীর ব্যাংক একাউন্টের মাধ্যমে লেবাননের বানোয়াট একটি কোম্পানিতে সরিয়ে নেয়া হয়।
সেই অর্থ গনের প্রমোদ তরী কেনায় খরচ করা হয়েছে বলে মনে করা হচ্ছে এবং গনের পুত্রের পরিচালিত যুক্তরাষ্ট্র-ভিত্তিক একটি বিনিয়োগ কোম্পানিতেও হয়তো পাঠানো হয়ে থাকবে।
১০৮দিন আটক থাকার পর গত মাসের ৬ তারিখে গনকে ছেড়ে দেয়া হয়। নিসানের শেয়ার সংক্রান্ত প্রতিবেদনে নিজের নির্বাহী ভাতা কম করে দেখানোর মধ্যে দিয়ে আর্থিক নিয়মাবলী ও বৈদেশিক মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগ তাঁর বিরুদ্ধে আনা হয়েছে।
এছাড়া সৌদি আরবের পরিচিত একজনের মাধ্যমে নিসানের ১ কোটি ডলারের মত তহবিল অপব্যবহার করে মারাত্মক বিশ্বাস ভঙ্গের অভিযোগও তাঁর বিরুদ্ধে আনা হয়।