• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • নিসান মোটরের সাবেক চেয়ারম্যান চতুর্থবারের মত আটক

    টোকিওর কৌঁসুলিরা নিসান মোটরের সাবেক চেয়ারম্যান কার্লোস গনকে মারাত্মকরকম বিশ্বাস ভঙ্গের সন্দেহে চতুর্থবার আটক করেছেন। জাপানে জামিনে ছাড়া পাওয়া কাউকে কৌঁসুলিদের আটক করা হচ্ছে বিরল ঘটনা। গন সবরকম অভিযোগ অস্বীকার করেন বলে খবরে বলা হয়েছে।

    কৌঁসুলিরা বলছেন গন ওমানে তাঁর একজন পরিচিতের পরিচালিত ডিলারশিপে নিসানের তহবিলের একটি অংশ সরিয়ে নেয়ার নির্দেশ দেন। ২০১৫ সাল থেকে শুরু করে গত বছর পর্যন্ত সেই অর্থ পরিশোধ করা হয়। এই লেনদেনের ফলে নিসানের প্রায় ৫০ লক্ষ ডলার লোকসানের কারণ তিনি হয়ে উঠেন বলে সন্দেহ করা হয়।

    ওয়াকিবহাল সূত্রসমূহ বলছে ওমানের ডিলারকে পরিশোধ করা অর্থের কিছু অংশ সেই ডিলারের ভারতীয় নির্বাহীর ব্যাংক একাউন্টের মাধ্যমে লেবাননের বানোয়াট একটি কোম্পানিতে সরিয়ে নেয়া হয়।

    সেই অর্থ গনের প্রমোদ তরী কেনায় খরচ করা হয়েছে বলে মনে করা হচ্ছে এবং গনের পুত্রের পরিচালিত যুক্তরাষ্ট্র-ভিত্তিক একটি বিনিয়োগ কোম্পানিতেও হয়তো পাঠানো হয়ে থাকবে।

    ১০৮দিন আটক থাকার পর গত মাসের ৬ তারিখে গনকে ছেড়ে দেয়া হয়। নিসানের শেয়ার সংক্রান্ত প্রতিবেদনে নিজের নির্বাহী ভাতা কম করে দেখানোর মধ্যে দিয়ে আর্থিক নিয়মাবলী ও বৈদেশিক মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগ তাঁর বিরুদ্ধে আনা হয়েছে।

    এছাড়া সৌদি আরবের পরিচিত একজনের মাধ্যমে নিসানের ১ কোটি ডলারের মত তহবিল অপব্যবহার করে মারাত্মক বিশ্বাস ভঙ্গের অভিযোগও তাঁর বিরুদ্ধে আনা হয়।

    রিয়ুগু গ্রহাণুতে কৃত্রিম গর্ত সৃষ্টির জন্য হায়াবুসা-২ এর অবতরণ শুরু

    জাপানের মহাকাশ অনুসন্ধান যান হায়াবুসা-২ রিয়ুগু গ্রহাণুতে একটি নতুন অভিযান শুরুর জন্য ক্রমশ নিচে নামছে। এবারের মিশনের লক্ষ্য হল মহাকাশের ঐ গ্রহাণুর ভূ-অভ্যন্তরের অবস্থা সম্পর্কে গবেষণার জন্য এর পৃষ্ঠের উপর একটি কৃত্রিম গর্তের সৃষ্টি করা। গ্রহাণুটি পৃথিবী থেকে ৩৪ কোটি কিলোমিটার দূরে অবস্থিত।

    জাপান মহাকাশ গবেষণা সংস্থা, জাক্সা বলছে, জাপান সময় আজ প্রায় ১টার দিকে ২০ হাজার মিটার উচ্চতা থেকে হায়াবুসা-২ রিয়ুগুর দিকে অবরোহণ শুরু করে।

    পরিকল্পনা অনুযায়ী মহাকাশ অনুসন্ধান যানটি আগামীকাল সকাল ১১টার কিছু পূর্বে গ্রহাণুটি থেকে ৫০০ মিটার উপরে থাকাকালীন একটি “ইমপ্যাক্টর” বা “আঘাতকারী” বস্তু ছাড়বে।

    ৪০ মিনিট পর ইমপ্যাক্টরটি বিস্ফোরিত হয়ে গ্রহাণুটির অভিমুখে একটি ধাতব বস্তু ছুঁড়বে যেটি সেকেন্ডে ২ কিলোমিটার গতিতে রিয়ুগু’র পৃষ্ঠে একটি কৃত্রিম গর্তের সৃষ্টি করবে।

    ঐ গর্ত থেকে পাথরের নমুনা সংগ্রহের জন্য পরবর্তী কোন দিনে রিয়ুগুর ভূমিতে দ্বিতীয়বারের মত হায়াবুসা-২ এর অবতরণের পরিকল্পনা করছে জাক্সা।

    উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে অনুসন্ধান যানটি প্রথম রিয়ুগু’তে অবতরণ করে।

    জাক্সা কর্মকর্তারা বলেছেন, সেসময়ও হায়বুসা-২ রিয়ুগু থেকে পাথরের কিছু নমুনা সংগ্রহ করেছিল বলে মনে করা হচ্ছে।