জাপানের এক শিক্ষার্থীর তিরানোসাউরুস গোত্রের এক প্রজাতির জীবাশ্ম উদ্ধার

জাপানের এক হাইস্কুলের একজন শিক্ষার্থী উত্তর-পূর্ব জাপানে সম্ভবত তিরানোসাউরুস গোত্রের এক প্রজাতির একটি দাঁতের জীবাশ্ম খুঁজে পেয়েছে।

১৮ বছর বয়সী এক ছাত্র, ইউউকি কাদোগুচি ইওয়াতে জেলার কুজি এলাকায় গত বছর এক খনন কর্মশালায় অংশ নেয়ার সময় এই ৯ মিলিমিটার জীবাশ্মটি খুঁজে পায়।

ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেন হিরাইয়ামা এই জীবাশ্মটি পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন এবং এই উপসংহারে পৌঁছান যে, এটি একটি তিরানোসাউরুস’এর যেটি হচ্ছে একটি মাংসাশী ডাইনোসর। তিনি এই সত্যের উপর ভিত্তি করে তার এই অনুমান করেন যে, এই জীবাশ্মের আড়াআড়িভাবে কাটা টুকরোর আকৃতি হচ্ছে ইংরেজি অক্ষর ‘ডি’-এর মত।

এই জীবাশ্ম ক্রেটাসিয়াস যুগের শেষ অর্ধাংশ থেকে ৯ কোটি বছর পুরনো একটি শিলার অনুভূমিক স্তরের মধ্যে পাওয়া গেছে।

অধ্যাপক হিরাইয়ামা বলছেন, ধারণা করা হচ্ছে যে, এই ডাইনোসরটি প্রায় ৩ মিটার লম্বা। উদ্ধারকৃত দাঁতের আকার থেকে এই ধারণা করা হচ্ছে।

তিনি এও বলছেন, দাঁতের এই জীবাশ্মের প্রান্ত মসৃণ এবং জাপানে এ ধরনের আকৃতির জীবাশ্ম খুঁজে পাওয়াটা বিরল। তিনি আরও বলেন, এটি সম্ভবত এমন এক প্রজাতির যা এখন পর্যন্ত অজ্ঞাত এক তিরানোসাউরুস গোত্রের।

কাদোগুচি ইওয়াতে জেলার মিইয়াকো হাইস্কুলে অনলাইন শিক্ষা কোর্সে পড়ছে। সে বলছে, এক ঘণ্টা খনন করার পরই এই জীবাশ্ম খুঁজে পাওয়ায় সে নিজেকে সত্যিই ভাগ্যবান মনে করছে।

এই জীবাশ্মটি রবিবার থেকে আগস্ট মাসের ১৯ তারিখ পর্যন্ত কুজি আম্বার জাদুঘরে প্রদর্শন করা হবে।