• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • হিরোসাকি উদ্যানে চেরি ফুল প্রস্ফুটন উৎসব

    বাংলাদেশে যৌন হয়রানির বিরুদ্ধে মিছিল সমাবেশ

    বাংলাদেশের রাজধানী ঢাকায় গতকাল, চলতি মাসের প্রথম নাগাদ অগ্নি সংযোগের ফলে মৃত্যুবরণ করা ১৯ বছর বয়সী একজন ছাত্রীর জন্য বিচারের দাবিতে প্রতিবাদকারীরা সমবেত হয়েছেন।

    গতমাসে পুলিশের কাছে দায়ের করা অভিযোগে নিহত নুসরাত জাহান রাফি, মাদ্রাসার অধ্যক্ষ নিজের দপ্তরে ডেকে নিয়ে বার বার তাঁর শরীর স্পর্শ করেন বলে উল্লেখ করেন।

    তিনি, চলতি মাসের ৬ তারিখে অভিযোগ তুলে নেয়ার জন্য চাপ প্রয়োগকারী ৫ জনের সঙ্গে মাদ্রাসার ছাদে সাক্ষাৎ করেন। তিনি তা করতে অস্বীকার করলে উক্ত ব্যক্তিরা, তাঁর শরীরে কেরোসিন ঢেলে দিয়ে অগ্নি সংযোগ করেন বলে জানা গেছে।

    মারাত্মকভাবে পুড়ে যাওয়া শরীর নিয়ে হাসপাতালে চিকিৎসা দেয়া হলেও এমাসের ১০ তারিখে তিনি মৃত্যুবরণ করেন।

    স্থানীয় সংবাদ মাধ্যম, এই ঘটনায় জড়িত থাকার জন্য ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানায়।

    গ্রেফতারকৃত ব্যক্তিদের একজন, অধ্যক্ষের নির্দেশে এই হামলা চালানো হয় এমন স্বীকারোক্তি দিয়েছেন বলে জানা গেছে।

    এই ঘটনার ফলে, যৌন হয়রানি এবং নারীদের বিরুদ্ধে সহিংসতা বিরোধী প্রতিবাদ জ্বলে ওঠে এবং এসকল বিষয়ে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে।

    গতকালের সমাবেশে অংশ নেয়া জনৈক নারী, এইধরনের অপরাধীদের শাস্তি দেয়াই পর্যাপ্ত নয় বলে উল্লেখ করেন।

    তিনি, লোকজনের উঠে দাঁড়ানো এবং নারীদের নিপীড়নের মধ্যে রাখা পরিবেশের পরিবর্তন করতে হবে বলে উল্লেখ করেন।