হিরোসাকি উদ্যানে চেরি ফুল প্রস্ফুটন উৎসব
আওমোরি জেলার হিরোসাকি উদ্যানে, ততোধিক ৫০ ধরণের প্রায় ২ হাজার ৬শ চেরি বৃক্ষের উপস্থিতি রয়েছে।
প্রতিবছর, এই উদ্যান এবং অদূরবর্তী হিরোসাকি দুর্গ প্রত্যক্ষ করতে দেশ বিদেশ থেকে ২০ লাখের বেশী পর্যটকের আগমন ঘটে।
আজ, মৌসুমি দৃশ্যটি উদযাপন উপলক্ষে একটি বার্ষিক উৎসব আরম্ভ হয়েছে।
গতকাল হিরোসাকি নগর সরকারের কর্মকর্তাদের, সোমেই ইয়োশিনো নামের চেরি বৃক্ষের ফুল ফোটা আরম্ভ হয়ে আগামী বুধবার পূর্ণ প্রস্ফুটিত হবে বলে আনুষ্ঠানিক ঘোষণার পর আজ এই উৎসব আরম্ভ হয়।
চলতি বছরের উৎসবটি, রাজকীয় হেইসেই যুগ শেষ হওয়ার আগে শেষবারের মত অনুষ্ঠিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রদত্ত বক্তৃতায় মেয়র হিরোশি সাকুরাদা, বিপুল সংখ্যক লোকজন নতুন যুগের আগমন উপলক্ষে উৎসবে আসবেন এবং উপভোগ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
নারা জেলা থেকে আগত ৬০এর কোঠার বয়সী জনৈক নারী, তাঁর নিজের শহর থেকে এই উদ্যানের চেরি ফুল প্রস্ফুটনের দৃশ্য বেশী মনোরম বলে নিজের অনুভূতি প্রকাশ করেন। তিনি, চেরি ফুল প্রস্ফুটন প্রত্যক্ষ করতে হিরোসাকি আসা তাঁর দীর্ঘদিনের স্বপ্ন ছিল বলে উল্লেখ করেন।