• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • রিউগু গ্রহাণুতে সর্বপ্রথম কৃত্রিম গর্ত সৃষ্টির তথ্য নিশ্চিত করেছে জাক্সা

    জাপান মহাকাশ এজেন্সি নিশ্চিত করেছে যে তাদের হায়াবুসা-২ মহাকাশ অনুসন্ধান যান একটি গ্রহাণুর ভূপৃষ্ঠে কৃত্রিম গর্ত তৈরিতে সফল হয়েছে। উল্লেখ্য, গ্রহাণুটির ভূমির অভ্যন্তরের গঠন সম্পর্কে জানার প্রথম বৈশ্বিক প্রচেষ্টা এটি।

    রিউগু নামক গ্রহাণুটির ১ হাজার ৭শ মিটার উপর থেকে তোলা চিত্র বিশ্লেষণ শেষে আজ জাপান মহাকাশ গবেষণা এজেন্সি বা জাক্সা এই তথ্য নিশ্চিত করে।

    উল্লেখ্য, চলতি মাসের ৫ তারিখ গ্রহাণুটির গায়ে একটি গর্ত সৃষ্টির লক্ষ্য নিয়ে ইমপ্যাক্টর নামে পরিচিত একটি লোহার দূরভেদী বস্তু নিক্ষেপে পূর্বেকার সফলতা পাওয়ার পর নতুন এই সাফল্যের খবর পাওয়া গেল।

    ছুঁড়ে দেয়া লৌহখণ্ডটি আঘাত হানার অব্যবহিত পূর্বে উড়ন্ত ধ্বংসাবশেষ থেকে রক্ষা পাওয়ার জন্য গ্রহাণুটির বিপরীত দিকে দ্রুত সরে যায় হায়াবুসা-২। এরপর অনুসন্ধান যানটি রিউগুতে আঘাত হানা স্থানটির ২০ হাজার মিটার উপরের একটি অবস্থানে ফিরে আসতে দু’সপ্তাহ সময় নেয়।
    আজ অনুসন্ধান যানটি কাছাকাছি স্থান থেকে স্পষ্ট ছবি তোলার জন্য গ্রহাণুটির ১ হাজার ৭শ মিটার উপরে নেমে আসে।

    জাক্সা বিজ্ঞানীরা লৌহখণ্ডের আঘাত হানার আগে তোলা ছবির সাথে এর পরের তোলা ছবির তুলনা করে সংশ্লিষ্ট স্থানে পূর্বে না থাকা একটি খন্দ খুঁজে পান। তারা বলছেন, গ্রহাণুটির ভূপৃষ্ঠে প্রথমবারের মত একটি কৃত্রিম গর্ত সৃষ্টির প্রমাণ এটি।

    বিশ্বের প্রথম ম্যালেরিয়া প্রতিরোধ টিকাদান শুরু

    মশা-বাহিত ম্যালেরিয়া রোগের বিস্তার থেকে শিশুদের রক্ষা করার চেষ্টায় বিশ্বের প্রথম ম্যালেরিয়া টিকাদান কর্মসূচী আফ্রিকার দক্ষিণাঞ্চলের দেশ মালাওয়িতে শুরু হয়েছে।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা আজ ঘোষণা করেছে যে বিশাল আকারের একটি পরীক্ষামূলক কর্মসূচীর আওতায় সংস্থা মালাওয়িতে দুই বছর ও কম বয়সী শিশুদের টিকা দিতে শুরু করেছে।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ব্রিটেনের প্রধান একটি ওষুধ প্রস্তুত কোম্পানি ও অন্যান্যদের টিকা তৈরি করে নিতে কমপক্ষে ৩০ বছর লেগে যায়। সংস্থা জানায় যে প্রয়োগগত পরীক্ষায় ম্যালেরিয়ার ১০টি ঘটনার মধ্যে চারটির কাছাকাছিতে টিকা রোগ প্রতিরোধ করতে সক্ষম হয়েছে।

    এখন পর্যন্ত রোগের কার্যকর কোন টিকা পাওয়া যায়নি এবং প্রচলিত প্রতিরোধ পদক্ষেপের মধ্যে মশারির ব্যবহার অন্তর্ভুক্ত আছে।